×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • লড়াকু লক্ষ্মী: ৫, মহানগরীর মানুষকে ‘স্থায়ী’ সৌন্দর্য উপহার দিতে চান পুনম

    শুভস্মিতা কাঞ্জী | 06-12-2021

    পুনম এবং তাঁর কাজ

    বিয়েবাড়ি যাবেন, কিন্তু সাজার সময় নেই বিশেষ, কিংবা অফিস বেরনোর তাড়ায় দুটো ভ্রু দুরকম এঁকে ফেললেন, তখন?  মাথাটা গরম হয়ে যায় নিশ্চয়! অনেকের আবার নিজের ভ্রুর আকার বা ঠোঁটের রং ঠিক পছন্দ নয়। কিন্তু ঈশ্বর প্রদত্ত জিনিস কী আর করা যাবে বলে মেনে নেন অনেকে। কেউ আবার তাকে রং লাগিয়ে ঠিক করতে চান। কিন্তু এখন আর সেই দিন নেই। ধরুন, যদি জাদুবলে আপনাকে পার্মানেন্ট মেক আপ (Permanent Makeup) করিয়ে দেওয়া হয়? বেরনোর আগে নতুন করে সাজার কোনও তাড়াই থাকবে না। কিন্তু ভাবছেন এ-ও সম্ভব? আজ্ঞে হ্যাঁ। সম্ভব। কে সম্ভব করেছেন? ফেসলিফ্ট (Facelift) পার্মানেন্ট বিউটি ক্লিনিকের (Beauty Clinic) কর্ণধার পুনম বড়ুয়া।

     

    আরও পড়ুন:লড়াকু লক্ষ্মী: 4, কর্কটক্রান্তি রেখা পেরোনোর স্পর্ধা দেখালেন সন্নিতি

     

    পুনম তাঁর কর্মজীবন শুরু করেছিলেন একটি কোম্পানির এইচআর এগজিকিউটিভ হিসেবে। কিন্তু 2011 সালে তাঁর স্বামীর ব্যবসায় সাহায্য করার জন্য চাকরি ছেড়ে দক্ষিণ কলকাতার লিজার্ড স্কিন ট্যাটুতে যোগ দেন এবং জড়িয়ে পড়েন। এর পর 2019-এ লিজার্ড স্কিন ট্যাটুর একটি অংশ হিসেবে তৈরি করেন নিজের বিউটি ক্লিনিক। তবে এই বিউটি ক্লিনিক কিন্তু কলকাতা তথা ভারতের আর পাঁচটা স্যালন বা বিউটি ক্লিনিকের থেকে আলাদা। কেন?

     

    ফেসলিফ্ট পার্মানেন্ট বিউটি ক্লিনিকে পার্মানেন্ট মেকপ করানো হয়। জিনিসটা কী? ধরুন, আপনার ভ্রু কোনও কারণে স্পষ্ট নয়। কাজল লাগাতে হয়। এখানে ট্রিটমেন্টের মাধ্যমে সেটা ঠিক করে দেওয়া হয়। বা অনেকের ঠোঁটের রং কোনও কারণবশত কালো হয়ে গিয়েছে, সেটাও ঠিক করা হয় ট্রিটমেন্ট করেই। বর্তমান সময়ে কমবেশি সব মহিলাই কর্মরত। তাই এত ব্যস্ততার মধ্যে যাতে বেশি সময় সাজগোজের কারণে ব্যয় না হয় তারই ব্যবস্থা করে পুনমের বিউটি ক্লিনিক। এখানে পার্মানেন্ট মেকপ ছাড়াও লেজার ট্রিটমেন্ট-এর মাধ্যমে ট্যাটু তোলা হয়। বিদেশে যেটা খুব স্বাভাবিক ভারতে ঠিক ততটা নয়। আদতে অধিকাংশ মানুষ বিষয়টা জানেই না। পুনম তাই ঠিক করেন যদি জিনিসটা ভারতেও আনা যায়। তিনি নিজে বিদেশে গিয়ে ট্রেনিং নিয়ে আসেন এবং তারপর চালু করেন তাঁর এই ক্লিনিক।

     

    পার্মানেন্ট মেক

     

    পুনম বলেন, এখনও এই বিষয়টা অনেক মানুষ জানেই না। অনেকে ভয় পান, যে ভয়টা আগে ট্যাটু নিয়ে ছিল যে স্কিন খারাপ হবে, রক্ত দেওয়া যাবে না ইত্যাদি। এখন সেই ভয় গিয়েছে। কিন্তু পার্মানেন্ট মেকপ নিয়ে আবার সেই এক ভয় আছে মানুষের মধ্যে, যদি স্কিন খারাপ হয়ে যায়। আদতে এই পার্মানেন্ট মেকপ আমাদের জীবনকে অনেক বেশি সহজ করে তোলে। সুন্দর করে।

     

    আরও পড়ুন:লড়াকু লক্ষ্মী: 3, সুন্দরবনের আঁধারে আলো ছড়াচ্ছেন রুবি

     

    সত্যি তো, সুন্দর হতে কে না চায়? তাও যদি এক বার সময় দিয়ে টাকা দিয়ে বেশ কয়েক বছরের জন্য সেই সৌন্দর্য পাওয়া যায়! পুনম নিজেও যেমন সাজতে ভালবাসেন তেমন অন্যকেও সাজাতে ভালবাসেন। পাশপাশি, যে ভুল ধারণাগুলো আমাদের অনেকের মধ্যে আছে সেগুলো ভাঙার চেষ্টা করেন। তার মধ্যে "জটা আরও একটি বিষয়। জটা বা ডেডলক দেখলেই অনেকেই নাক সিটকান। ব্যঙ্গ করেন। বোঝে না এটাও একটা স্টাইল।

     

    পিগমেন্টেশনের কাজ চলছে

     

    কিন্তু পুনম যে কারণে এই জিনিসটা ভারত তথা কলকাতায় আনলেন তাতে তিনি কি সফল? পুনম বলেন, হ্যাঁ, খানিকটা। সব থেকে বড় কথা আমার অনেক পুরুষ ক্লায়েন্টও আছেনএটা বেশ ভাল লাগে। আসলে পুরুষ-মহিলা নির্বিশেষে সকলেই সুন্দর হতে চান। কিন্তু জিনিসটা আরও অনেক বেশি মানুষের মধ্যে ছড়াতে হবে। ভয় কাটাতে হবে। যারা জানে তারা আসে আমার ক্লিনিকে।

     

    নতুন ভাবনা দিয়ে এ ভাবেই কলকাতার মানুষদের ‘স্থায়ী ভাবে’ সাজিয়ে তুলতে চাইছেন পুনম

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    ডিপ্রেশন যে একটা রোগ, যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটাই এই গল্প দেখাল।

    ওমিক্রন ছড়াচ্ছে, সতর্কতা কই?

    অ্যাক্রোপলিস মলে চলছে কলকাতা স্ট্রিট ফুড ফেস্টিভ্যাল।

    কলকাতা মেডিক্যালের ইন্টার্নরা জানিয়েছেন, প্রত্যেক স্বাস্থ্যকর্মী N95 মাস্ক পাননি। হচ্ছে না স্বাস্থ্

    প্রায় 100 বছর পর বিধ্বংসী সৌরঝড়ে স্তব্ধ হতে পারে আধুনিক পৃথিবীর লাইফলাইন ইন্টারনেট।

    মহাকাশ গবেষণায় যেন এক নতুন দিগন্ত খুলে দিল নাসার এই নতুন আবিষ্কার।

    লড়াকু লক্ষ্মী: ৫, মহানগরীর মানুষকে ‘স্থায়ী’ সৌন্দর্য উপহার দিতে চান পুনম-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested