×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ভারতের বারমুডা ট্রায়াঙ্গল

    শুভস্মিতা কাঞ্জী | 03-10-2021

    এই সেই হারিয়ে যাওয়ার লেক

    বারমুডা ট্রায়াঙ্গলের (Bermuda Triangle) কথা সকলেই জানে। মায়ামি, বারমুডা এবং পুয়ের্তে রিকো এই তিন জায়গাকে জুড়ে আটলান্টিক মহাসাগরের উপর যে ত্রিভুজ তৈরি হয়, তার মাঝের অংশটিকে বারমুডা ট্রায়াঙ্গেল বলে, যার মধ্যে বহু প্লেন, জাহাজ নিখোঁজ হয়ে গেছে। একবার সেখানে প্রবেশ করলে সেখান থেকে আর কিছুতেই ফেরৎ আসা যায় না। কিন্তু কেন এ’কথা কেউ জানে না। তবে এটা কি জানেন, ভারতেও এমন একটি রহস্যজনক জায়গা আছে? 

     

    ভারতের উত্তর-পূর্ব সীমান্তে (North East India) একটি হ্রদ আছে যেখানে একবার নামলে আর উঠে আসা যায় না। ভারতের অরুণাচল প্রদেশ এবং মায়ানমার বর্ডারের কাছে এই লেকটি অবস্থিত, নাম নউং ইয়াং বা না ফেরার হ্রদ (Lake Of No Return)। অরুণাচল প্রদেশের পাংসৌ গ্রামের কাছেই এই হ্রদটি অবস্থিত। লম্বায় প্রায় 1.4 কিলোমিটার, প্রস্থে 800 মিটার। এই অঞ্চলে টাঙসা উপজাতির বাস। কিন্তু কেন এই হ্রদকে না ফেরার হ্রদ বলা হয়?

     

    কথিত আছে, আদিম কাল থেকেই যাঁরা এই হ্রদে নেমেছেন তাঁরা আর কেউ ফেরেননি। এমনকি এই হ্রদের মাছ যাঁরা খেয়েছেন, তাঁরাও মারা গিয়েছেন। বলা ভাল এই হ্রদের জল প্লাবিত হয়ে তাঁদের মৃত্যু ঘটিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু প্লেন এই হ্রদে জরুরি অবতরণ ঘটিয়েছিল। কিন্তু পরবর্তীকালে তাদের নাকি আর কোনও খোঁজ পাওয়া যায়নি। না প্লেনগুলো আর দেখা গিয়েছে, না তাদের যাত্রীদের দেখা গিয়েছে। এমনকি ইজরায়েলের প্রাচীন গাথা, ‘টেন লস্ট ট্রাইবস’ গল্পতেও নাকি এই হ্রদের উল্লেখ আছে, এবং সেখানে এই নউং ইয়াং হ্রদকে ভয়ানক বলে জানানো হয়েছে। এছাড়াও আরও দু’টি গল্প শোনা যায়। প্রথমত, কিছু জাপানি সৈন্য যখন যুদ্ধে হেরে ফিরছিল, তখন তারা পথভ্রষ্ট হয় এবং এই হ্রদের কাছে উপস্থিত হয়। এরপর তারা সকলেই ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা যায়। আর একটি গল্প অনুযায়ী কিছু ব্রিটিশ সৈন্য এই পথ দিয়ে যেতে গিয়ে এখানকার চোরাবালিতে ডুবে যান। 

     

    আরও পড়ুন:জীবনের গল্প 10 টাকায়!

     

    পৃথিবীর অনেক রহস্যের উদঘাটন আজও হয়নি। তারই অন্যতম হল ভারতের এই নিজস্ব বারমুডা ট্রায়াঙ্গল। কেন হয় এমনটা, যাঁরা এখানে নামেন তাঁরা কোথায় চলে যাযন, তার হদিস পাওয়া যায়নি। এই ‘নিরুদ্দেশ’-এর নেপথ্যে কী তবে শেষ গল্পে উল্লিখিত চোরাবালি দায়ী? নাকি এমন কোনও রহস্যময় শক্তি আছে, যার বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আজও পাওয়া যায়নি? আজ পর্যন্ত এই বিষয়ে কোনও সঠিক তথ্য মেলেনি। কিন্তু ওই যে, রহস্য মানুষকে বরাবরই আকর্ষণ করে। তার ফলে বর্তমানে এই স্থান অরুণাচলের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট স্পটে (Tourist Spot) রূপান্তরিত হয়েছে। 

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    সোশাল মিডিয়াকেই অস্ত্র বানিয়ে নেমে পড়েছেন মানুষের পাশে দাঁড়াতে

    ব্যবসা বাদ দিয়ে সিনেমা হয় না বলেই উত্তম সূচিত্রার স্মৃতিবিজড়িত সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলগুলো

    অবশেষে আত্মনির্ভরতা অর্জন ভারতীয় ফ্যাশন শিল্পের, বস্ত্র মন্ত্রক সরকারিভাবে প্রকাশ করল ভারতীয় পোশাকের

    বাঙালির শ্রেষ্ঠ উৎসব যেন মারণ উৎসব না হয়, তার চেষ্টা পশ্চিমবঙ্গের বাসিন্দাদেরই করতে হবে।

    ভয় দেখিয়ে অস্ত্রের নাচ দেখিয়ে রাম নবমী পালন

    2021 -এ উত্তর পূর্ব ভারতে প্রায় 30-60 শতাংশ ঘাটতি দেখা গিয়েছে প্রাক বর্ষার বৃষ্টিতে।

    ভারতের বারমুডা ট্রায়াঙ্গল-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested