×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ভারতীয়দের জন্য ভারতীয় মাপ

    শুভস্মিতা কাঞ্জী | 17-05-2022

    নিজস্ব ছবি

    "দিদি এই জামাটার মিডিয়াম সাইজ হবে?', "দাদা এটার ডাবল এক্সেল দেখাবেন একটু'। বাজারে গেলে কিংবা বর্তমানের অনলাইন শপিংয়ে এ হেন কথাবার্তা আমাদের পরিচিত। অনলাইন জুতো কিনতে হলে আগে পায়ের সাইজ মেপে ইউকে কিংবা ইউএস সাইজ অনুযায়ী অর্ডার দিতে হয়। কিছু পছন্দ হলে আগে জেনে নিই যে আমার সাইজের জামাটা বা জুতোটা হবে কি না, তবেই অর্ডার দিয়ে থাকি। এই "আমি'টা ভারতীয় হলেও, "আমার জামা জুতোর সাইজ' কিন্তু ইউকে কিংবা ইউএস স্টাইলের হয়ে থাকে। 

     

    বিশ্বের বৃহত্তম বাজার অর্থনীতি হওয়া সত্বেও ভারতের নিজের তেমন কিছুই নেই। কিন্তু এখন সেই ছবি বদলাতে চলেছে। লার্জ, মিডিয়াম, ইত্যাদির দিন শেষ। পোশাকের নয়া মাপকাঠি হতে চলেছে ইন্ডিয়া সাইজ। 

     

    শুরুর দিকে হয়তো সমস্যা হবে, কারণ আমরা এত দিন ধরে এক ধরনের মাপের সঙ্গে পরিচিত এবং অভ্যস্ত ছিলাম। কিন্তু বস্ত্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে এবার ভারতের নিজস্ব মাপকাঠি হবে পোশাকের জন্য। ভৌগলিক ভিত্তিতে 6 ভাগে ভাগ করা হয়েছে দেশকে। ছয়টা বড় শহর যথা, দিল্লি, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, শিলং এবং মুম্বাইয়ের 15-65 বছর বয়সীদের মধ্যে 25000 জনের শরীরের গঠনের বিশ্লেষণ করে স্যাম্পেল কালেক্ট করা হবে। তার ভিত্তিতেই তৈরি হবে ইন্ডিয়া সাইজ। 

     

    কিন্তু এই মাপকাঠিগুলো কী কী? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির অধ্যাপক সিদ্ধার্থ রায় জানান, " যাঁরা জামা কাপড় কাটিং করেন তাঁদের যে বিভিন্ন মাপ লাগে সেগুলোই নেওয়া হচ্ছে। মূলত আইএসও 8559 এবং আইএসও 7250 ডকুমেন্ট অনুযায়ী শরীরের বিভিন্ন মাপ নেওয়া হচ্ছে।' সহজ করে বলতে গেলে, উচ্চতা, ওজন, কাঁধ, বুকের ছাতি, ইত্যাদির মাপ। 

     

    আরও পড়ুন:সত্যজিতের অপরাজিত হয়ে ওঠা

     

    কলকাতায় আজ থেকে এই মাপ নেওয়ার কাজ শুরু হল। অধ্যাপক রায় জানান, "একজন মানুষের দেহের ঠিকঠাক মাপ নিতে 2 ঘণ্টা সময় লাগে। তাই আমরা থ্রি ডি স্ক্যানার ব্যবহার করছি, এর মাধ্যমে মাত্র 15 সেকেন্ডেই মাপ নেওয়া হয়ে যাবে। আপাতত তিনটে স্ক্যানার কেন হয়েছে, যার দুটো আমাদের ইনস্টিটিউটে আছে। একটা পনের দিন পর অন্য কোনও হলে চলে যাবে। আরেকটা স্ক্যানার হাওড়ার ফোরাম মলে বসানো হয়েছে।'

     

     

    ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এই কাজের সঙ্গে যুক্ত, এবং তাঁরা অনেকটা দায়িত্বই সামলাচ্ছে গোটা প্রজেক্টের। এই বছরের শেষের মধ্যেই হয়তো ইন্ডিয়া সাইজের চার্ট তৈরি হয়ে যাবে। 

     

    অনেক সময় ব্র্যান্ডের বদলের সঙ্গে মাপের তফাৎ হয়ে যায়। তাই এবার দেশের মানুষের জন্য দেশীয় মাপের ব্যবস্থা করা হচ্ছে। বস্ত্র ব্যবসায়ী এবং ফ্যাশন ডিজাইনাররা এর ফলে উপকৃত হবেন বলেই অভিজ্ঞ ব্যক্তিরা মনে করছেন

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    শহরের আনাচ কানাচে খোঁজ পাওয়া যায় রমা সর্দারদের যাঁরা নিজের শর্তে বাঁচেন।

    মন্দির মসজিদের মতো ঐতিহাসিক স্থাপত্যের গায়েও ধর্মের রং লাগানো হচ্ছে চিহ্ন দেখে।

    ভাল-খারাপ দুই’ই আছে, তবু ই-বুকেই অভ্যস্ত হচ্ছেন পাঠক

    করোনা আবহে ভার্চুয়াল পিকনিকেই ভরসা রাখছে স্কুলগুলি

    প্রতিবাদের স্বর সরকার বা কর্তাদের কানে পৌঁছতে হলে প্রতিবাদীকে হতে হবে ভাইরাল

    আরবান হিট আইল্যান্ড এফেক্টের ফলে ক্রমশ কমবে শীতকাল, বাড়বে গরমের সময় এবং উষ্ণতর হবে রাত।

    ভারতীয়দের জন্য ভারতীয় মাপ-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested