×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ভিডিওর সুরে এবার বিজেপিকে ভোট নয়ের বার্তা

    শুভস্মিতা কাঞ্জী | 21-03-2021

    ভিডিওর একটি দৃশ্যে।

    ‘নো ভোট টু বিজেপি।' রাজ্যের বিধানসভা ভোটের আগে এই স্লোগানের সঙ্গে রাজ্যবাসী কমবেশি পরিচিত হয়ে উঠেছে। দেখা গিয়েছে এই লেখা সংবলিত পোস্টারও। এই ‘অরাজনৈতিক’ মঞ্চের একটিই মাত্র দাবি, বিজেপিকে একটিও ভোট নয়। কাকে ভোট দেবে, তা জনগন নিজেই ঠিক করুক, কিন্তু ভোটটা যেন বিজেপিতে না যায়, এটুকুই অনুরোধ তাঁদের। 

     

     

    এই মঞ্চ ইতিমধ্যেই কলকাতা সহ অন্যান্য জায়গায় তাদের সভা করেছে। সভায় যোগ দিয়েছেন রাজ্যের বিভিন্ন স্তরের, ধর্মের মানুষ। এমনকি দিল্লি থেকেও কৃষক আন্দোলনের নেতারা এসে বক্তব্য রেখেছেন। এবার সেই ‘নো ভোট টু বিজেপি’ ভাবনাটি মানুষের কাছে আরও বেশি করে প্রচার করার জন্য তৈরি করা হয়েছে একটি ভিডিও।

     

     

    কথায় বলে, কানে শোনার থেকে ভাল নিজে পড়া, আর তার থেকেও ভাল নিজের চোখে দেখা এবং শোনা। সেই ভাবনা থেকেই বোধহয় তাদের এই অডিও ভিজ্যুয়াল। এই ভিডিওতে বাংলার লোকসঙ্গীত ‘পিন্দারে পলাশের বন’ গানটির প্যারোডি করা হয়েছে। গেয়েছেন শালিনী মাজি, ঋক ধর্মপাল ব্যানার্জি, সোহিনী মাজি এবং কারাতোয়া। প্যারোডিটি লিখেছেন নির্মাল্য সেনগুপ্ত এবং সায়ন্তন ভট্টাচার্য। ঘ্যাঁঘাসুরের পরিচালনায় এই ভিডিওটি করা হয়। ভিডিওতে দেখা যায় সংঘের সদস্যের বেশে নির্মাল্য সেনগুপ্তকে, মোদীর বেশে সায়ন্তন ভট্টাচার্যকে এবং বিজেপির কর্মী হিসেবে ঋক ধর্মপাল ব্যানার্জিকে। এছাড়াও, শালিনী, সোহিনী সহ অন্যান্যদেরও দেখা যায় এই ভিডিওতে। প্যারোডির বক্তব্য ‘বিজেপিকে তাড়াব এই ভোটে’। গানটিতে রীতিমত তুলোধোনা করা হয়েছে বিজেপিকে। দেখানো হয়েছে আসিফা ধর্ষণকাণ্ড থেকে রাজস্থানে ইসলাম ধর্মের ছেলেটিকে পুড়িয়ে দেওয়ার ঘটনা সহ আরও অনেক কিছুই। তুলে ধরা হয়েছে বিজেপির অত্যাচার, গো বলয়ে যা চলছে তা বাংলায় না চাইলে বিজেপিকে যেন রাজ্যবাসী ভোট না দেয়, এটাই তাদের আবেদন ও অনুরোধ। ইতিমধ্যে এই ভিডিওটি সোশাল মিডিয়ায় রীতিমত সাড়া ফেলে দিয়েছে।

     

    (ভিডিওর লিঙ্ক)

    https://m.facebook.com/story.php?story_fbid=4176059675759874&id=100000676470506&sfnsn=wiwspwa


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    করোনার সংক্রমণ রুখতে প্রচারে আপস করে রাজনীতিতে দায়িত্বশীলতার বিরল নজির দেখাল বামেরা।

    ভোট মিটতেই ভোল বদল! রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে মিলছে না পরিষেবা।

    বিশ্বের সর্বোচ্চ ক্রীড়াঙ্গনে যেটুকু ভারতের সাফল্য, তার পুরোটাই এ যাবৎ মেয়েদের।

    যৌবনের স্বপ্নগুলো বাস্তবের মাটিতে আছাড় খেয়ে ভেঙে জীবন এগিয়ে গেলেও মনে থেকে যায় সেই সোনালী দিন।

    জীবনের কিছু সার সত্য কথা গল্পের আকারে তুলে ধরা হয়েছে।

    ছোটু আর বান্টির স্বপ্ন কি ওদের গিন স্কিন পূরণ করতে পারবে?

    ভিডিওর সুরে এবার বিজেপিকে ভোট নয়ের বার্তা-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested