×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • শর্ট ফিল্ম: Recession

    শুভস্মিতা কাঞ্জী | 28-08-2021

    রিসেশন ছবির পোস্টার

    বছর শেষ কিংবা শুরু, বা অন্য কোনও বিশেষ দিনে অফিস পার্টি আমাদের দেশ কেন গোটা বিশ্ব জুড়েই চলে। এই পার্টিতে অফিসের সকল সদস্যরা, কখনও বা তাদের বাড়ির লোক একত্রিত হয়ে আমোদ আহ্লাদ করে। কিন্তু সেই পার্টিই যদি জীবনের সব থেকে বড় ভুল হয়ে দাঁড়ায়? সামান্য একটা পার্টির কারণে যদি জীবন হারাতে হয়, তবে? 

     

    একটি অফিসের বর্তমানে খারাপ সময় চলছে। তাদের ব্যবসা পুরোপুরি ডুবে গেছে। কর্মচারীরা দু-তিন মাস মাইনে পায়নি। এমতাবস্থায় অফিসের মালিক (কমলজিৎ রানা) তাঁর সব কর্মচারীদের উদ্দেশ্যে একটা হাউজ পার্টি দেন। এমন নাকি তিনি আগেও করেছেন। কোম্পানি বিপদের মুখে পড়লে, কর্মচারীরা টেনশনের মধ্যে থাকলে তিনি পার্টির ব্যবস্থা করেন তাদের একটু আনন্দ দেওয়ার জন্য। সেই পার্টিতে সবাই এসে হই হুল্লোড়ে মাতে। চলে নানান খেলা, গান, আড্ডা, নাচ। আর সঙ্গে মদ্যপান। কেউ খেতে না চাইলে মালিক নিজে তাকে মদ খাইয়ে দেন। কিন্তু এরপরই ঘটে সেই ঘটনা। একে একে অসুস্থ হতে থাকে সকলে। কিন্তু কেন? কী ছিল সেই মদে? কেনই বা এমনটা করলেন তিনি? পুরো গল্প জানলে শিউরে উঠতে হয়।

     

    আরও পড়ুন:শর্ট ফিল্ম: Pinki Ki Shadi

     

    হিউম্যান সাইকোলজি নিয়ে তৈরি রিচা শুক্লার ‘রিসেশন’ ছবি অনেক কথাই তুলে ধরে। বিপদে পড়লে মানুষের মনে কী চলে, কোন বিষয়ে তারা কীভাবে রিয়্যাক্ট করে, তার একটা ছবি তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মে। পাশাপাশি দর্শকদের আগামীদিনের জন্য সচেতন করে তুলবে এই সিনেমা। শর্ট ফিল্মটিতে যাঁরা অভিনয় করেছেন তাঁদের অভিনয় মধ্যমানের। তবে গল্পটি সুন্দর। ক্যামেরার কাজ ভাল। 

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    বেলস পলসি কী, কেন হয় জানেন কী?

    এটাই হেডলাইন। সঙ্গে পাওয়া গেছে এই সুইসাইডের একজন প্রত্যক্ষদর্শী আর একটা চিরকূট। 

    শাহিনবাগ, সিংঘু বা চেন্নাই, প্রতিরোধের সামনের সারির দখল এখন মহিলাদের হাতেই।

    মহাকাশ গবেষণায় যেন এক নতুন দিগন্ত খুলে দিল নাসার এই নতুন আবিষ্কার।

    পৃথিবীর থেকে প্রায় 930 কোটি আলোকবর্ষ দূরে সম্প্রতি প্রাচীনতম ছায়াপথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

    ডেভিড এবং তাঁর স্ত্রী মানুষ করে চলেছেন ২২০জন সন্তানকে, আগলে রেখেছেন ওদের সস্নেহে।

    শর্ট ফিল্ম: Recession-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested