×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • শর্ট ফিল্ম: Maa aur Smartphone

    শুভস্মিতা কাঞ্জী | 17-09-2021

    মা অউর স্মার্টফোন এর পোস্টার

    বড় হওয়ার পাশাপাশি অনেকেই বাবা-মা’কে সময় দিতে ভুলে যায়। এর জন্য খানিকটা ব্যস্ততা দায়ী। অফিস বা পড়াশোনার কাজ, ডেডলাইন, প্রেসার সবের মাঝে বাবা-মা’কে আলাদা করে সময় দেওয়া হয় না। শেখানো হয় না নতুন কিছু। গল্প করা হয় না পাশে বসে। অথচ একটা সময় বাবা-মায়েরাই কিন্তু তাদের শত ব্যস্ততার মাঝে আমাদের জীবনের পথ চলতে শিখিয়েছিল, অক্ষর চিনতে, পড়তে, হাঁটতে শিখিয়েছিল। আর আমরা? তেমনই গল্প দেখাল লাইফ তকের (Life Tak) শর্ট ফিল্ম ‘মা অউর স্মার্টফোন’ (Maa Aur Smartphone)। 

     

    ছেলে (শিভান চনানা) কাজ নিয়ে গোটা দিন খুব ব্যস্ত থাকে। মিটিং, কলস ইত্যাদি। এদিকে মা (নিরুপমা ভার্মা) সারাদিন বাড়িতে একা। সংসারের কাজ সামলেই তার দিন কাটে। ছেলে একটি স্মার্টফোন কিনে দিলেও তিনি সেটাকে চালাতে পারেন না। এমনকি ফোন সাইলেন্ট মোডে চলে গেলেও তিনি সেটা ঠিক করতে পারেন না। ছেলেকে শিখিয়ে দিতে বললে সে স্পষ্ট জানিয়ে দেয় এসবের জন্য সময় নেই তার। এরই মধ্যে একদিন স্মার্টফোন, ফ্রড এসব ব্যাপার না জানার ফলে একটি প্রতারণার শিকার হন তিনি, এবং এতে 40হাজার টাকা গচ্চা যায়। এর জন্য ছেলে সেই মা’কেই দায়ী করে, কিন্তু তবুও মা’কে খুঁটিনাটি জিনিস শেখায় না। তখন মা ফন্দি আঁটেন ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য। কী ফন্দি? এবং ছেলে কি সেটা বুঝবে? সেটা জানতে গেলে শর্ট ফিল্মটি দেখতে হবে। 

     

    আরও পড়ুন:শর্ট ফিল্ম: Is Period Leave Important?

     

    গল্পের আকারে জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ অবহেলিত সত্যকে তুলে ধরা হয়েছে সুনিপুণ ভাবে। গল্পের বুনন, অভিনয়, ক্যামেরা সব বেশ ভাল। অল্প সময়ের মধ্যে একটা দারুন বার্তা দেওয়া হয়েছে এই শর্ট ফিল্মের মধ্য দিয়ে।


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    পৃথিবীর বাইরেও এই প্রথম কোথাও, কোনও গ্রহে হেলিকপ্টার উড়বে এবং তার নেপথ্যে থাকবে একজন ভারতীয়। 

    গ্যালাক্সির মাঝখান থেকে রহস্যময় রেডিও সঙ্কেতের পিছনে কি বুদ্ধিমান প্রাণী?

    স্বামী ধর্ষণ করলেও সেটা ধর্ষণই কর্নাটক হাইকোর্টের এই রায় বৈবাহিক ধর্ষণ নিয়ে নতুন ভাবনার দরজা খুলে দ

    দেশের স্বাধীনতার যুদ্ধে সামিল নারীরা প্রাণদান করেছেন বয়স, সমাজ, সংসার সমস্ত বাধা উড়িয়ে দিয়ে।

    যে জৈব চাষ স্বাস্থ্যসম্মত খাদ্যের কারণে জনপ্রিয় হচ্ছে ক্রমশ, তারই মাত্রাজ্ঞানহীন অপরিকল্পিত প্রয়োগে

    75 বছর বয়সী শিক্ষক সুজিত চট্টোপাধ্যায় পদ্মশ্রী সম্মানে ভূষিত হলেন

    শর্ট ফিল্ম: Maa aur Smartphone-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested