×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ভারতীয়ের স্বপ্নের ডানায় ভর করে হেলিকপ্টার উড়বে ভিন গ্রহের আকাশে

    শুভস্মিতা কাঞ্জী | 08-10-2020

    প্রতীকী ছবি

    এক ভারতীয়ের স্বপ্নের ডানায় ভর করে নাসার রোভার, মার্স রোভার 2020 বা ‘পার্সিভেরান্স’ পাড়ি দিয়েছে আমাদের সৌর জগতের লাল গ্রহ অর্থাৎ মঙ্গলের উদ্দেশ্যে। ভারতীয় বংশোদ্ভূতদের হাত ধরে নানা সময় নানা ভাবে সাফল্য এসেছে, গবেষণার নতুন দিগন্ত খুলেছে। এবার সেই তালিকায় নতুন পালক, নতুন নাম যুক্ত হল। 

     

    জে. বব বলরাম একজন ভারতীয় প্রযুক্তিবিদ, যিনি 1985 সালে জেট প্রোপালশন ল্যাবরেটরিতে যোগ দেন। প্রায় কুড়ি বছর আগে তিনি এক নতুন ভাবনা ভেবেছিলেন, এই যে মঙ্গল গ্রহে প্রাণের খোঁজ, জলের খোঁজ চলছে সেগুলো যদি হেলিকপ্টারের সাহায্যে করা যায় তবে কেমন হয়? প্রথমে সবাই তার এই ভাবনাকে নস্যাৎ করে দিলেও, এতদিন বাদে সেটাই সত্যি হল। কিন্তু কী এই হেলিকপ্টার?

     

     

    1975 সাল থেকেই মঙ্গল গ্রহের মাটিতে নামার প্রস্তুতি নিতে থাকে নাসা। 1975 সালেই তারা ভাইকিং 1 এবং ভাইকিং 2 নামক দুটি ল্যান্ডার পাঠায় মঙ্গলে। এর একুশ বছর পর থেকে রোভার পাঠানো শুরু হয়। 1975 থেকে 2020, এই 45 বছরে লাল গ্রহে মোট 5টা রোভার এবং 9টা ল্যান্ডার সফল ভাবে পাঠাতে পেরেছে নাসা। কিন্তু তার মধ্যে 2020-তে পাঠানো এই রোভারটি গুরুত্বপূর্ণ কেন? পার্সিভেরান্স, মার্স রোভার 2020 এবার অনেক গুলো উদ্দেশ্য নিয়ে মঙ্গলের দিকে রওনা দিয়েছে। 30 জুলাই 2020 সালে লঞ্চ করা হয়েছে এই মিশন, তার পৌঁছতে 6-7 মাস মতো সময় লাগবে, যেটা আমাদের পৃথিবীর উপগ্রহ চাঁদে যেতে মাত্র তিনদিন লাগে। গিয়ে সে কী কী কাজ করবে? প্রথমত, অতীতে এই ধরনের অভিযানের ক্ষেত্রে যে ভুলগুলো হয়েছে তাকে শুধরে নেওয়া, অর্থাৎ ঠিকঠাক ভাবে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করা এবং মঙ্গল গ্রহের পৃষ্ঠে সফলভাবে ল্যান্ড করা। এবং তারপর পর্যবেক্ষণ করা যে মঙ্গল গ্রহ মানুষের জন্য কতটা বাসযোগ্য।

     

    পার্সিভেরান্সের লক্ষ্য হল, জলের উৎস খোঁজা, মঙ্গলে অক্সিজেনের তুলনায় কার্বন-ডাই-অক্সাইড বেশি, ফলে সেই কার্বন-ডাই-অক্সাইড থেকে অক্সিজেন তৈরি করা যাবে কিনা তা পরীক্ষা করে দেখা। এছাড়া, খনিজের সন্ধান করা, আদিম প্রাণের সন্ধান করা, নতুন প্রযুক্তির ভাবনা আনা। কিন্তু এসব ক্ষেত্রে ভারতের যোগ কোথায়? আর কোথায়ই বা বলরামের স্বপ্নের সেই হেলিকপ্টার? 

     

     

    এবার পাঠানো মার্স রোভার 2020-তে বিশেষ গুরুত্বপূর্ণ 8টি যন্ত্র রয়েছে। যেমন মাস্টক্যাম জেড, মেডা, মক্সি, পিক্সেল, রিমফ্ল্যাক্স, শার্লক, সুপারক্যাম এবং হেলিকপ্টার ইঞ্জেনুইটি। এই ইঞ্জেনুইটিই হল জে. বব বলরামের কল্পনাপ্রসূত। বলরাম যবে থেকে জেট প্রোপালশন ল্যাবরেটরিতে যোগ দিয়েছেন, তবে থেকে তার মাথায় একটি ভাবনা ছিল, লাল গ্রহে এই যে প্রাণের সন্ধান চলছে, তা যদি হেলিকপ্টারে করে করা হয় কেমন হবে? এতে অনেক তাড়াতাড়ি কাজ হবে এবং অনেক বেশি জায়গা পরিদর্শন করা যাবে। কারণ রোভারের তুলনায় হেলিকপ্টার কম সময় নেবে এবং বেশি নজরদারি করতে পারবে। কিন্তু বললেই তো হয় না। এর জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। বলরামের এই ভাবনার কথা তখনকার জেট প্রোপালশন ল্যাবরেটরির অধিকর্তা চার্লস এলাইচি জানতে পারেন এবং তিনিই কোনওক্রমে তার ক্ষমতা ব্যবহার করে অর্থ বরাদ্দ করেন গবেষণার জন্য। 2018 সালে অবশেষে নাসার মেইন অফিসে এই বিষয়টি নিয়ে আলোকপাত করা হয় এবং অনুমতি চাওয়া হয়। নতুন ধরনের ভাবনার জন্য সহজেই অনুমোদন মিলে যায় এবং রোভারের সঙ্গে পাঠানোর জন্য হেলিকপ্টার তৈরির প্রকল্পে চিফ ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত হন বলরাম। তারপর থেকেই একটু একটু করে তাঁর স্বপ্নের উড়ান শুরু। 

     

    আপাতত পার্সিভেরান্স, মার্স রোভার 2020 তার যাত্রাপথে রয়েছে। সেখানে সফল ভাবে পৌঁছে ল্যান্ড করার পর ভারতের মহাকাশ গবেষণার আকাশে আরেকটি নতুন পালক জুড়বে। পৃথিবীর বাইরেও এই প্রথম কোথাও, কোনও গ্রহে হেলিকপ্টার উড়বে এবং তার নেপথ্যে থাকবে একজন ভারতীয়। 

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    মানুষ যাতে নিজেকে বাঁচাতে পারে, তার জন্য বাতাসে কতটা বিষ মিশছে, প্রতিনিয়ত তার হিসেব দেবে জলবায়ু ঘড

    মার্কের এই সফল প্রত্যাবর্তন ভবিষ্যতের নানান গবেষণার দিক খুলে দিল। 

    শাহিনবাগ, সিংঘু বা চেন্নাই, প্রতিরোধের সামনের সারির দখল এখন মহিলাদের হাতেই।

    নতুন প্রকাশিত ছবি ‘অল্প হলেও সত্যি’ কতটা দাগ কাটল দর্শকদের মনে?

    অক্ষমতা নিয়েও যে ঘুরে দাঁড়ানো যায়, দেশের মুখ উজ্জ্বল করা যায়, প্যারাঅলিম্পিক্স যেন তা স্মরণ করিয

    বাংলা সিনেমার দর্শক সংখ্যা কী কমছে? নেপথ্যে কী কারণ?

    ভারতীয়ের স্বপ্নের ডানায় ভর করে হেলিকপ্টার উড়বে ভিন গ্রহের আকাশে-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested