×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বাইরের শত্রু নয়, পরিবেশই আগামী দিনের বড় বিপদ

    শুভস্মিতা কাঞ্জী | 30-10-2021

    প্রতীকী ছবি

    ভারতের উপর বিপদের খাঁড়া ঝুলছে। বলছে আমেরিকার অফিস অফ ডিরেক্টর অফ ন্যাশানাল ইন্টিলিজেন্স-এর নয়া ন্যাশানাল ইন্টিলিজেন্স এস্টিমেট। কী বলছে তাঁরা? ভারত সহ আরও দশটা দেশ জলবায়ু পরিবর্তনের (Climate Change) কারণে একদমই অসুরক্ষিত এবং চিন্তার কারণ। কেন? 

     

    আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মায়নমার, ইরাক, উত্তর কোরিয়া, গুয়াতেমালা, সহ মোট এগারোটি দেশ রয়েছে এই অসুরক্ষিত দেশের তালিকায় যারা জলবায়ু পরিবর্তনের কারণে সমুহ বিপদে পড়তে চলেছে। এই দেশগুলোতে পরিবেশ জনিত সামাজিক সংকট তৈরি হবে বলেই মনে করছে আমেরিকার নেশনাল ইন্টিলিজেন্স এস্টিমেট (National Intelligence Estimate)। বাড়বে ভূ-রাজনৈতিক সমস্যা। ভারতে (India) ঘনঘন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে, যার প্রভাব এবং দাপট মারাত্মক হবে, বাড়বে পশুবাহিত রোগ, তাপপ্রবাহের ঘটনা, খরা, বন্যা, ইত্যাদি। কয়লা, ইত্যাদি জ্বালানির কারণে বাড়বে লোডশেডিংয়ের সমস্যা। অতিরিক্ত পরিমাণে কয়লা এবং গ্যাস ব্যবহার করার ফলে অবস্থার আরও খারাপ হচ্ছে। কিন্তু ভারত কেন? 

     

    আরও পড়ুন:অতিবৃষ্টির অভিশাপ ডেকে আনছে মানুষই

     

    ভারত কেন এই তালিকায় তার বেশ কিছু কারণ আছে। প্রথমত ভারত এবং চিন দু’জনে মিলে সব থেকে বেশি কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড নির্গমন করে। এরপর রয়েছে নিম্ন মানের শাসন ব্যবস্থা, খারাপ পরিকাঠামো এবং দুর্নীতি অবস্থার আরও অবনতি ঘটাচ্ছে। ভারত কয়লা ব্যবহার এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন কমানোর কথা বলা হলেও তা সঠিক ভাবে করা হচ্ছে না। হলেও তা শূন্যে নামিয়ে আনার টার্গেট এখনও নেয়নি। ফলে আগামীদিনে দুর্দিন অপেক্ষারত। 

     

    গ্লাসগ্লো শহরে অনুষ্ঠিত হয়ে যাওয়া ইউনাইটেড নেশনের জলবায়ু পরিবর্তনের উপর যে কনফারেন্স হয়েছিল সেখানেই এমন তথ্য উঠে এসেছে। COP 26 এর আলোচনায় বলা হয়েছে 2040 এর মধ্যে উল্লিখিত দেশগুলোর অবস্থা সব থেকে খারাপ হবে। বিপদে পড়বে প্রশান্ত মহাসাগরের বুকে থাকা দ্বীপগুলো। ডেঙ্গু বাড়বে, জল দূষণ বাড়বে অতিরিক্ত মাত্রায়। জল সংকট দেখা যাবে। তাপমাত্রা বৃদ্ধি পাবে হুহু করে। বর্ষা হবে না ঠিকঠাক, যার সরাসরি প্রভাব পড়বে ফসলে। ফলে এখনও হয়তো বেশ কিছুটা সময় আছে, সঠিক পদক্ষেপ নিলে বিপদ খানিক ঠেকানো গেলেও যেতে পারে। কিন্তু কোথায় সেই সুবুদ্ধি? উদ্যোগ?


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    বেলস পলসি কী, কেন হয় জানেন কী?

    আমাদের বদলের নেপথ্যে থাকে আমাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতি সেই কথাই মনে করাল এই ছবি।

    আমাদের আশপাশের প্রতিটা মানুষই যে খারাপ নয়, সেই গল্পই যেন বলল এই শর্ট ফিল্ম।

    বছরের পর বছর বরফে জমে থাকা পর্বতারোহীদের মৃতদেহ বিশ্ব উষ্ণায়ন ফলে প্রকাশ্যে আসছে।

    2040এর মধ্যে ভয়ানক পরিবেশজনিত বিপদ আছড়ে পড়তে পারে ভারতে এখনই যদি সরকার ও সাধারণ মানুষ সচেতন না হয়

    বিশ্ব উষ্ণায়নের ফলে গলে যাচ্ছে কুমেরুর বরফ, বাড়ছে জলস্তর। তলিয়ে যাওয়ার আশঙ্কা উপকূলীয় অঞ্চলগুলোর

    বাইরের শত্রু নয়, পরিবেশই আগামী দিনের বড় বিপদ-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested