আমাদের চারপাশের পরিস্থিতি, মানুষ, তাদের কার্যকলাপ, আচার ব্যবহার সবটাই ছাপ ফেলে আমাদের জীবনে। ইচ্ছায় বা অনিচ্ছায় বদল আসে। আমরা একটা নতুন ‘আমি’-র খোঁজ পাই। আর ঠিক সেই গল্পই ‘You Changed Me’ ফিল্মটি তুলে ধরেছে আমাদের সামনে।
লক্ষ্মণ (আজাদ জৈন) একজন ট্যাক্সি চালক। সে একটা বস্তি অঞ্চলে থাকে। আশপাশের ঘিঞ্জি পরিবেশ, একঘেয়ে বিরক্তিকর জীবনে সেও ক্লান্ত। নতুন কিছু করার সাহস বা ইচ্ছে কোনওটাই তার নেই। কোনওমতে দিন কাটিয়ে দেওয়াই যেন উদ্দেশ্য। আর তার এই মনোভাবের ছাপ পাওয়া যায় তার ট্যাক্সিতেও। কোথাও দোমড়ানো জলের বোতল পড়ে থাকে, তো কোথাও গামছা ঝোলে। ধুলোগুলো স্বাচ্ছন্দে ঘুরে বেড়ায় তার সঙ্গে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। এমন সময় তার আলাপ হয় ‘রাধিকা আপ্তের’ (অংশু ভার্সনেই) সঙ্গে। উঁহু, হিন্দি ছবির নায়িকা নয়, একটি কর্পোরেট সংস্থার কর্মচারী। লক্ষ্মণের কাজ হল রোজ সকাল বিকেল রাধিকাকে অফিসে পৌঁছে দেওয়া এবং বাড়ি নিয়ে আসা। এরই মাঝে দু’জনের কথা, একে অন্যকে চেনা জানা। লক্ষ্মণ কথায় কথায় জানায় সে গ্র্যাজুয়েট, ইংরেজি ভাষায় দারুন দখল তার। জীবনে অনেক ওঠাপড়া, ভাঙাগড়া সে দেখেছে। অনেক কাজ করেছে। কিন্তু এই শেষ জীবনে এসে ট্যাক্সি চালাচ্ছে। সব জেনে রাধিকা অবাক হয়। কিন্তু তার সঙ্গে তার অপছন্দের বিষয়, মানে গাড়ি নোংরা করে রাখা ইত্যাদি হাসিমুখে লক্ষ্মণকে জানিয়েও দেয়। সে বোঝে এবং নিজেকে পাল্টাতে শুরু করে। কিন্তু কতটা বদল হয় তার? কীভাবেই বা বদলায়, কেন বদলে যায় তা গোটা সিনেমাটি দেখলে বোঝা যাবে।
সিনেমাটির যে বিষয়টি দর্শকদের সব থেকে বেশি ভাল লাগবে, তা হল এর গতি। অত্যন্ত ধীরস্থির এবং নরমভাবে যে বক্তব্যটা বলতে চাওয়া হয়েছে তা দর্শকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে অতিরঞ্জিত কিছু ছিল না। ছিমছাম অথচ সুন্দর পরিবেশন। সিনেমাটির শেষে ব্যবহৃত কবিতাটিও বেশ সুন্দর এবং উপযোগী। এই নতুন ভাবনা দর্শকদের মন কাড়বে আশা করি।
ডিপ্রেশন যে একটা রোগ, যাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেটাই এই গল্প দেখাল।
যে জায়গায় সারা বছর তুষারপাতই নিয়ম, হিমাঙ্কের উপরে ওঠে না তাপমাত্রা, সেখানে টানা তিনদিন ভারী বর্ষণ।
অনীক দত্তের অপরাজিত এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মিলেমিশে একাকার হয়ে গেছে।
অবশেষে আত্মনির্ভরতা অর্জন ভারতীয় ফ্যাশন শিল্পের, বস্ত্র মন্ত্রক সরকারিভাবে প্রকাশ করল ভারতীয় পোশাকের
মুঠোফোন বা কম্পিউটারে কল্পনা-রং-রেখা ফুটিয়ে তোলার পোশাকি নাম
শ্রীলঙ্কার অশান্তি খারাপ শাসনের একটি পাঠ এবং একটি বিপজ্জনক নজির