×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বিভাজিত জীবনের গল্প বললেন রূপম ইসলাম

    শুভস্মিতা কাঞ্জী | 09-06-2020

    হঠাৎ আসা মহামারীর ফলে দেশ জুড়ে যে লকডাউন চলছে তাতে আমরা আজ পরাধীন হয়ে বাড়ি বন্দি। আপামর দেশবাসীর স্বাধীনতা যেন কেউ খর্ব করেছে। বিভাজিকা টেনে জীবনে স্তব্ধতা এসেছে আকস্মিক। বদলে গেছে আমাদের চেনা পরিবেশ। এখন যেন শুধুই প্রহর গোনা কবে এই বন্দিদশা ঘুচে পরিবর্তন আসবে।

     

    এই মহানগরী, আমাদের চেনা কলকাতা যে আগে ঘুমোত না, সদাই ব্যস্ত থাকত, গত দু’মাসে বদলে গিয়েছে সেই ব্যস্ততার চিত্রটা। তবে করোনাকে হারিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে স্বাধীন হতে চাই আমরা আবার। আর সেই ভাবনাই উঠে এসেছে রূপম ইসলামের নতুন গান, ‘বিভাজন’-এর কথায়। এই মহানগরীও আবার মায়া, স্বপ্নে, ব্যস্ততায় মেতে ওঠার অপেক্ষায় রয়েছে।

     

    নিজের এবং সহ নাগরিকদের সুরক্ষার্থে সারা দেশবাসী যে সচেতনতা মেনে আজ গৃহবন্দি তার কথাই রূপম ইসলামের এই গানে ধরা পড়েছে। এই মিউজিক ভিডিওতে রূপমের লেখা গানের কথাগুলো দর্শককে ভাবাবে, আশ্বাস দেবে এক সুদিনের। গানের কথার সঙ্গে ক্যামেরার কাজও দুর্দান্ত। ছোট ছোট মুহূর্তগুলোকে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে এই ভিডিওতে। গানের কথা, কম্পোজিশন এবং কণ্ঠ রূপম ইসলামের, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন সুগত রায় পালোধি। এই গানটির ভিডিওগ্রাফি করেছেন রূপসা দাশগুপ্ত।

     

     

    গানটির উপস্থাপনা মন কাড়ে। লকডাউন নিয়ে এই গানটি অন্যরকম গল্প বলবে দর্শকদের।


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    বাংলা সিনেমার দর্শক সংখ্যা কী কমছে? নেপথ্যে কী কারণ?

    মন্দির মসজিদের মতো ঐতিহাসিক স্থাপত্যের গায়েও ধর্মের রং লাগানো হচ্ছে চিহ্ন দেখে।

    পাতাখোর হলে যেন চুরির অপরাধ আর ধর্তব্য নয়!

    যতটা সম্ভব কার্বন নির্গমন কমাতে হবে। তবেই আগামী দিনে যে বিপদ অপেক্ষারত তাকে এড়িয়ে চলা সম্ভব হবে। 

    বাংলার সঙ্গীত জগৎ আপাতত ডিজিটাল কনসার্টময়।

    বরাবর যে বর্ণবৈষম্য চলে আসছে তার ছাপ করোনা সংক্রমণের হারেও পড়েছে এবং ফল হিসেবে প্রাণ হারিয়েছেন বহু

    বিভাজিত জীবনের গল্প বললেন রূপম ইসলাম-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested