×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • CAA:

    অর্যমা দাস | 16-01-2020

    কাগজ আমরা দেখাব না

    ওরা বলছেন, কাগজ দেখাবেন না। একটা বিশেষ কাগজ দেখাবেন না। মানেটা হল আমার নাগরিকত্বের প্রমাণ চাওয়ার তুমি কে হে বাপু?

     

    বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, ‘বামপন্থীরাই প্রচার করছেন, হম কাগজ নেহি দিখায়েঙ্গে। অনেকের কাছে সত্যি সত্যিই কাগজ নেই। সোনা চুরি করে ধরা পড়েছেন, কাগজ দেখাতে পারেননি।কয়েক বছর আগে বিদেশের এক শপিং মল থেকে সোনার কানের দুল চুরির অভিযোগ উঠেছিল স্বস্তিকার বিরুদ্ধে সেদিকেই ইঙ্গিত দিলীপ।

     

    কিন্তু ‘কাগজ আমরা দেখাব না’ বা ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’ এই চার শব্দের স্লোগানের আসল মানে কী?

     

    ‘হম কাগজ নেহি দিখায়েঙ্গে’ অর্থাৎ আমার নাগরিকত্ব প্রমাণ করতে তথ্যমূলক কোনও কাগজ দেখাব না। অন্য প্রয়োজনে কোথাও কেউ কোনও কাগজ দেখাবেন না, এমন হাস্যকর কথা কি কেউ বলেছেন? যেন সেটাই বলা হয়েছে, এমন ধরে নিয়ে রাজনীতি কিন্তু চলছেই। যে দেশে আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা, চাকরি, সেই দেশেই আমায় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন করার কি অধিকার আছে সরকারের? সরকার গঠন হয়েছে আমার মত দেশের সমস্ত নাগরিকের ভোটেই। তার মানে নাগরিক যদি ভুয়ো হন, সরকার তাহলে কী বৈধ?

     

     নাগরিকদের নানা ধরনের পরিচ্য়পত্র রয়েছে:

    • পাসপোর্ট এক ধরনের ভ্রমণ নথি, যা সাধারণত একটি দেশের সরকারকর্তৃক অনুমোদিত হয়। একটি পাসপোর্টে সাধারণত বাহকের নাম, জন্মের তারিখ ও স্থান, ছবি, স্বাক্ষর, এবং অন্যান্য চিহ্নিতকরণের তথ্য থাকে।  
    • আধার পত্র বা আধার কার্ড হল ভারত সরকারের দেওয়া প্রত্যেক ভারতীয় নাগরিক এর জন্য একটি বিশেষ নম্বর যুক্ত পরিচয় পত্র। এটির লক্ষ্য হল প্রত্যেক নাগরিক এর বায়োমেট্রিক তথ্য (ছবি,আঙুলের ছাপ, চোখের মনির ছবি) ও ব্যাক্তির বাড়ির ঠিকানা কেন্দ্রীয় তথ্যভান্ডারে জমা করা হয়।
    • ভোটার কার্ড হল একটা পরিচয় প্রমাণপত্র, যার দ্বারা কোনও মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করার অধিকার পায়।
    • প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর আয়কর সংক্রান্ত বিষয়ের জন্য প্রয়োজন।
    • বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্র কোনও ব্যক্তির জন্ম তথ্যের হিসাব রাখে।
    • ইলেকট্রিক বিল কোনও ঠিকানার প্রমাণ দেয়। 

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ছাত্রী দেবস্মিতা চৌধুরী কিছুদিন আগে এই আইনের প্রতিলিপি ছিড়ে ফেলে সমাবর্তনের মঞ্চ থেকেই জোর গলায় তিনি বলেন, ‘হাম কাগজ নেহি দিখায়েঙ্গে। ইনকিলাব জিন্দাবাদ।’ প্রতিবাদ শুরু হয় এখান থেকেই। নিজের নাগরিকত্ব নতুন করে আবার না প্রমাণ করার লড়াই।

     

     

    সোশাল মিডিয়া জুড়ে এই স্লোগানের তীব্র সমালোচনা চলছে। যেমন - ডাক্তারের কাছে প্রেসক্রিপশন চাইব না, সাইকেল গ্যারাজে রেখে কাগজ দেখাব না, এয়ারপোর্টে ঢোকার আগে কাগজ আমরা দেখাব না ইত্যাদি। এই অসার প্রচারের ঘূর্ণি তৈরি করে আসল ইস্যুটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। ‘হাম কাগজ নেহি দিখায়েঙ্গে’-র আসল মানে বোঝার সময় এসেছে।


    অর্যমা দাস - এর অন্যান্য লেখা


    রবীন্দ্রভারতীর কর্তৃপক্ষ পরবর্তী বছর থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন বলে জানিয়েছেন

    বর্তমান থেমে গিয়েছে, ভবিষ্যৎ কী?? আমরা জানি না।

    দশ টাকার চাল-ডালের জন্য মরিয়া ভারতসন্তান তোমার।

    অনলাইন আদানপ্রদানের ফলে কীভাবে খরচ এবং পরিশ্রম কমানো যায়, তা বুঝেছেন অনেকেই।

    গোটা হলঘর সুশান্তের হাসিতে গমগম করছিল।

    ‘সবসময় মনে হচ্ছে আমরা বাঁচব তো শেষ অবধি?'

    CAA: -4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested