×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • রবীন্দ্রনাথও সবার জন্য নয়

    অর্যমা দাস | 06-03-2020

    ছাত্র-ছাত্রীদের এইরকম রুচিবোধ হওয়া কীভাবে সম্ভব?

    বৃহস্পতিবার বি টি রোডের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে 'বসন্ত উৎসব' নামে দোলযাত্রার সাংস্কৃতিক অনুষ্ঠান পালন হয়ে গেল প্রতি বছরের মতই। তবে এ বছরের বসন্ত উৎসব অন্যান্য সব বছরের অনুষ্ঠানের চেয়ে সম্পূর্ণ আলাদা মাত্রা পেয়েছে, যা একেবারেই কাম্য ছিল না। চন্দননগর থেকে আসা বেশ কয়েকজন সদ্য কলেজে পড়া পড়ুয়া তাদের ব্লাউজের উপরে ফাঁকা পিঠে আবির দিয়ে কিছু গালাগালি এবং রবীন্দ্র সঙ্গীতের বিকৃতি লিখে তার ছবি তুলেছেন। ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি। অসংখ্য মানুষ অপসংস্কৃতি বলে সোশাল মিডিয়া জুড়ে তীব্র নিন্দার ঝড় তুলেছেন। সঙ্গে সঙ্গে বহু মানুষ এই ঘটনার সপক্ষে যুক্তি দেওয়ারও চেষ্টা করেছেন। ছবিগুলো সত্যি কিনা সে নিয়ে সংশয় ছিল। তবে ঘটনাটা একেবারেই সত্যি বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন রবীন্দ্রভারতী কতৃপক্ষ।

     

    রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে এই বছর প্রথম পাস চালু করা হয়েছিল। পাঁচ হাজার পাস ছাপা হয়েছে। কিন্তু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দুপাশে দীর্ঘ বাঁশের ব্যারিকেড করা সত্বেও ভিড় সামাল দেওয়া যায়নি। সেই ব্যারিকেডের মধ্যে দিয়েও জনসমুদ্র দেখা গেছে সমগ্র রবীন্দ্রভারতী ক্যাম্পাস জুড়ে। পিছনের মানুষের ধাক্কায় এগিয়ে যাচ্ছে সামনের মানুষ। তবে কেন এই বিপুল জনতাকে নিয়ন্ত্রণে আনা গেল না? তবে কি বিশ্ববিদ্যালয়ের গেটে ঠিকঠাক পর্যবক্ষেণ করা হয়নি?

     

    'রবীন্দ্রভারতী' রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় তৈরি বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রনাথের গানের বিকৃতি নতুন নয়। গানের মধ্যে বাঙালির চলতি গালাগালি। তারস্বরে চেঁচিয়ে সেই গান গাওয়া। গাইছেন কখনও কখনও এমন শিল্পী যাঁর যথেষ্ট পরিচিতি ও জনপ্রিয়তাও রয়েছে। সমাজব্যবস্থা কোন দিকে এগোচ্ছে? প্রথম শ্রেণী থেকে রবীন্দ্রনাথের "সহজ পাঠ'-এর সঙ্গে পড়াশোনার সূচনা এবং রবীন্দ্রনাথের গল্প, কবিতা, গানে বড় হয়ে ওঠা ছাত্র-ছাত্রীদের এইরকম রুচিবোধ হওয়া কীভাবে সম্ভব? তাত্ক্ষণিক পরিচিতি পাওয়ার জন্য এত নিম্নমানের কারসাজি কেন প্রয়োজন পড়ছে? তাদের প্রাথমিক শিক্ষাগ্রহণের ক্ষেত্রেই কি তবে কিছু কমতি রয়ে যাচ্ছে? সোশাল মিডিয়ার যুগে মানুষ যে কোনও বিষয়েই অনেক বেশি উচ্ছ্বসিত। তাই বলে এই মাত্রা পেতে পারে সেটা কি কেউ ভেবেছিলেন আগে? রবীন্দ্রভারতীর কর্তৃপক্ষের পরের বছর থেকে বাইরের ছাত্র-ছাত্রীদের প্রবেশ নিষেধ করা উচিত। তাঁরা অবশ্য পরবর্তী বছর থেকে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবেন বলে জানিয়েছেন।

     

     


    অর্যমা দাস - এর অন্যান্য লেখা


    লকডাউনে ঘরে বসেই নাটক নিয়ে নতুন ‘এক্সপেরিমেন্ট’ করেছে ‘ফোর্থ বেল থিয়েটার’

    ইরফান খানের 13টা উল্লেখযোগ্য সংলাপ, যা মানুষকে উজ্জীবিত করে।

    বাজারে চাল, আলু, মুড়ি একেবারেই নেই। আর নেই যেটা সচেতনতা।

    পশু চাষের ফার্মগুলিতে অরগ্যানিক চাষ বাড়ালেই কমবে ভারতের খাদ্য সংকট

    রঘুরাজপুর। বিদেশিরা এসে গুণগান করলেও, কদর নেই এই দেশে

    রবীন্দ্রনাথও সবার জন্য নয়-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested