×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • অতিবৃষ্টির অভিশাপ ডেকে আনছে মানুষই

    শুভস্মিতা কাঞ্জী | 25-10-2021

    প্রতীকী ছবি

    বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি!লতা মঙ্গেশকরের একটি পুরনো কিন্তু জনপ্রিয় গান। কিন্তু বর্তমানে বৃষ্টির (Heavy Rain) বহর দেখে আর অপরূপ সৃষ্টির কথা মনে আসে না। শুধুই ধ্বংস, প্রাণহানি, জল যন্ত্রণার কথাই মনকে নাড়া দিয়ে যায়। এক সময় যাঁরা বৃষ্টি ভালবাসতেন, এখন তাঁদের অনেকেরই বৃষ্টিতে বিরক্তি এসে গেছে। সেই পুজোর আগে থেকে শুরু হয়েছে বৃষ্টি। টানা ভারী বর্ষণের ফলে কলকাতা দু’বার জলমগ্ন (Waterlogged Kolkata) হয়ে গেল। কোনও কোনও জায়গায় বেশ কিছুদিন লেগে গেল জল নামতে। পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু ব্লকে তো প্রায় উনিশ দিন পর জল নেমেছিল। মুম্বই, মহাবালেশ্বর সবই ভাসল বৃষ্টিতে। পুজোর রেশ কাটতে না কাটতেই আবার সেই কষ্ট!



    ভারত মহাসাগর, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ এই তিন জায়গায় সম্প্রতি অবস্থান করছিল তিনটি নিম্নচাপ (Depression)। এই নিম্নচাপকে সঙ্গ দিয়েছে পশ্চিমী ঝঞ্জা। ফল? প্রথমে দক্ষিণ ভারতে অতি বৃষ্টি। তারপর উত্তরাখণ্ডে এবং উত্তরবঙ্গে। উত্তরাখণ্ড, উত্তরবঙ্গ দুই জায়গাতেই বহু নদী বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছিল। লাল এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছিল বিভিন্ন জায়গায়। ভেঙেছে বহু ট্রেন লাইন, নির্মীয়মান সেতু ইত্যাদি। ভেসে গিয়েছে মানুষ, বাড়ি, গাড়ি। বহু পর্যটক আটকে গিয়েছেন ঘুরতে গিয়ে।

     

    আরও পড়ুন:সিটি অফ জয় এখন বজ্রাঘাতের হটস্পট!



    হিসেব বলছে প্রতিটি জায়গাতেই মাত্রাতিরিক্ত বৃষ্টি হয়েছে। কোথাও বাৎসরিক গড়ের তুলনায় প্রায় পাঁচগুণ পর্যন্ত বৃষ্টি হয়েছে। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু তাও সঙ্গে রয়েছে ভ্যাপসা গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তি। নৈনিতালে এই সময় দিনে গড়ে 1.1মিলিমিটার বৃষ্টি হওয়ার কথা, সেই জায়গায় এই ক’দিনে বৃষ্টি হয়েছে 535 মিলিমিটার। গজলডোবায় 3 মিলিমিটারের বদলে 342 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ভাবতে পারছেন তফাতটা? শুধু উত্তরবঙ্গ বা উত্তরাখণ্ড নয়, কলকাতাতেও ক’দিন মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। পুজো পেরিয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত বৃষ্টি যেন এবার পিছুই ছাড়তে চাইছে না। 4thPillarWeThePeople এর আগেও এটা নিয়ে লিখেছে যে, আইপিসিসি (IPCC) জানিয়েছে এরকম এক্সট্রিম ইভেন্টের সংখ্যা আরও বাড়বে। কিন্তু এভাবে?



    অক্টোবরে বৃষ্টি হয় ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু তার পরিমাণ এত হয় না। কিন্তু এবার যেন সব হিসেব গড়বড় করে দিচ্ছে বৃষ্টি। কারণ কী এই অতিবৃষ্টির নেপথ্যে? এত ঘনঘন নিম্নচাপ তৈরিই বা হচ্ছে কেন? সরকার প্রশাসন হিমশিম খাচ্ছে কেন পরিস্থিতি সামাল দিতে? এর প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। অতিরিক্ত গ্রিন হাউজ গ্যাস নির্গমন, দূষণের ফলে জলবায়ু দ্রুত বদলে যাচ্ছে। সাগরের তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যার ফলে নিম্নচাপ তৈরি হওয়ার আদর্শ পরিবেশ সৃষ্টি হচ্ছে বারংবার। এবং পাশাপাশি নদীর গভীরতা বা নাব্যতা কমছে, ফলে বেশি জল এলেই সে তার দুকূল ভাসিয়ে দিচ্ছে। পুরনো নিকাশি ব্যবস্থা ঠিক যেন গোদের উপর বিষফোঁড়া। তাহলে এর থেকে মুক্তি?

     

    আরও পড়ুন:ক্লাইমেট এমার্জেন্সি ভারতে বিপর্যয়ের অভিধানে নয়া শব্দ



    বৃষ্টি, নিম্নচাপ ইত্যাদি প্রাকৃতিক বিষয়ে আমাদের হাত নেই। কিন্তু তাকে মোকাবিলা করার জন্য তো প্রস্তুত থাকতে হবে। এর জন্য সরকার, স্থানীয় মানুষ সকলকেই কিছু পদক্ষেপ নিতে হবে। পাহাড়ি অঞ্চলগুলোতে যত্রতত্র নদী বাঁধ দেওয়া বন্ধ করতে হবে, নদী গর্ভের মধ্যে বাড়ি, দোকান নির্মাণ বন্ধ করতে হবে। নদীকে তার স্বাভাবিক গতিতে, ছন্দে এবং জায়গা দিয়ে বইতে দিতে হবে। যতই নদীতে কম জল থাক তবুও নদী যে জায়গায় বহমান সেখানে কোনও কিছুই তৈরি করে তার গতিপথ থামিয়ে দেওয়া যাবে না। নদীর গতিপথ খালি রাখতেই হবে। নদীর গভীরতা বাড়াতে হবে। নদী দখল বন্ধ করতে হবে। পাশাপাশি ব্রিটিশ আমলের যে নিকাশি ব্যবস্থা আছে তাকে ঢেলে সাজাতে হবে। এই পুরনো ধরনের নিকাশি ব্যবস্থা দিয়ে আগামীদিনে এই ধরনের দুর্যোগ আর মোকাবিলা করা সম্ভব নয়। জোয়ারের সময়েও কী করে জমা জল বের করা যায়, তা নিয়ে মাস্টারপ্ল্যান করার কথা ভাবতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা রূপায়ণ করতে হবে। তা না হলে বারবার জল যন্ত্রণার শিকার হতে হবে আমাদের। ফলে এই বিষয়ে সরকার এবং প্রশাসনকে তৎপর হতেই হবে।

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    মৌমাছিবিহীন মধু তৈরি করছে ইজরায়েলি সংস্থা Bee-io যাতে শুধু মৌমাছিই বাঁচবে না

    পাতাখোর হলে যেন চুরির অপরাধ আর ধর্তব্য নয়!

    কানাইলাল ভরা কোর্টে গার্লিক সাহেবকে হত্যা করেছিলেন ছদ্মনামে

    আরব সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি কেন তুলনামূলক ভাবে কম হয়? হলেও তা ওমান বা গুজরাটের দিকে বাঁক নেয় কেন?

    এই 2020 সালেও সমাজের চোখে নব বিবাহিত বরের মৃত্যু মানেই কনে অপয়া রাক্ষসী

    বাংলা সিনেমার দর্শক সংখ্যা কী কমছে? নেপথ্যে কী কারণ?

    অতিবৃষ্টির অভিশাপ ডেকে আনছে মানুষই-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested