×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • শিল্প আছে, চাকরি কই?

    শুভস্মিতা কাঞ্জী | 01-12-2021

    প্রতীকী ছবি

    মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ক’দিন আগেই দাবি করেন পশ্চিমবঙ্গ নাকি শিল্পের দিক থেকে দেশের মধ্যে সেরা হয়ে উঠবে ক’দিনেই। এখানে অনেক শিল্প হচ্ছে এবং হবে। উপমা হিসেবে ‘কাশফুল দিয়ে বালিশ’ বানানোর কথাও বলেছেন। কিন্তু এতই যদি শিল্প হয়ে থাকে এ রাজ্যে, শিল্পপতিরা যদি বিনিয়োগ করেই থাকেন তা হলে চাকরি হচ্ছে না কেন? পশ্চিমবঙ্গের চাকরির বাজার এত খারাপ কেন? বেকারত্ব দিন দিন বেড়ে চলেছে কী ভাবে?

     

    নীতি আয়োগের (Niti Ayog) সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল আর্বান ইন্ডিয়া ইনডেক্স সূচক তো মমতা ব্যানার্জির দাবির সম্পূর্ণ বিপরীত কথা বলে দেখিয়ে দিচ্ছে ভদ্রস্থ চাকরি পাওয়ার দিক থেকে কলকাতা 56টি শহরের মধ্যে সবার শেষে। শুধু তাই নয়, ক্ষুধা এবং দারিদ্রেও শেষ থেকে তিন নম্বর স্থানে রয়েছে।

     

    আরও পড়ুন:সভাপতি নেই, কম্যান্ডও নেই, কংগ্রেস যেন সারথিবিহীন রথ

     

    15টি সূচক, যথা, শিল্প, কাজ, ক্ষুধা, দারিদ্র, আবহাওয়া ও পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, পানীয় জল ইত্যাদির নিরিখে দেশের 56টি শহরকে মাপা হয়েছে। একশোর মধ্যে কোন শহর কত পেয়েছে সেই অনুযায়ী একটি তালিকা প্রকাশ করা হয়েছে। স্বাস্থ্য, ক্ষুধা, চাকরি, দারিদ্র ইত্যাদি সবেতে অত্যন্ত কম নম্বর পেয়ে শেষ দশের মধ্যে কলকাতা জায়গা করে নিয়েছে ধানবাদ, পাটনা, ইটানগর, আগ্রা প্রভৃতি শহরের সঙ্গে। আর চাকরির বাজারের নিরিখে একশোয় মাত্র তিন নম্বর পেয়ে সবার নীচে রয়েছে কলকাতা। ক্ষুধা আর দারিদ্রের বিচারে শেষ থেকে তিন নম্বরে।

     

    সার্বিক ভাবে শিমলা রয়েছে সবার উপরে, আর চাকরির বাজারের দিক থেকে বেঙ্গালুরু।


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    সোশাল মিডিয়াকেই অস্ত্র বানিয়ে নেমে পড়েছেন মানুষের পাশে দাঁড়াতে

    আরবান হিট আইল্যান্ড এফেক্টের ফলে ক্রমশ কমবে শীতকাল, বাড়বে গরমের সময় এবং উষ্ণতর হবে রাত।

    নিজের গায়ে আঁচ না লাগা অবধি সবাই গা বাঁচিয়ে চলতে চায়।

    ইচ্ছেপূরণের গল্প দেখাল ‘ঘরেলু’ শর্ট ফিল্মটি। 

    নতুন প্রকাশিত ছবি ‘অল্প হলেও সত্যি’ কতটা দাগ কাটল দর্শকদের মনে?

    মহামারীজনিত আইনগত বিধিনিষেধ প্রত্যাহার করল সরকার, প্রায় দু’বছর পর মুক্ত জীবন ফিরে পেল দেশবাসী।

    শিল্প আছে, চাকরি কই?-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested