×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • আমরা ফ্যামিলি গ্রুপের পুজোর উপহার

    শুভস্মিতা কাঞ্জী | 09-10-2021

    আমরা ফ্যামিলি গ্রুপ

    পুজো এবং উপহার, দুই’ই যেন বাঙালির কাছে সমার্থক। এবং এই উপহারের সঙ্গেই জড়িয়ে থাকে স্নেহ, ভালবাসা, আশীর্বাদ এবং একমুঠো আনন্দ। এবার তাই সেই আনন্দ অনেকের মধ্যে ছড়িয়ে দিতে হাওড়ার ‘আমরা ফ্যামিলি গ্রুপ’ পঞ্চমবারের জন্য সাজিয়েছে তাঁদের পুজোর উপহারের ডালি। 

    উপহার দেওয়ার আগে স্যানিটাইজ করে নেওয়া হচ্ছে

     

    সমাজের নিচু স্তরের মানুষ, ধুঁকতে থাকা বাংলার নানান কুটির শিল্পর সঙ্গে জড়িত মানুষ, পথশিশু, এঁদের মুখে হাসি ফোটানোর জন্য গত পাঁচ বছর ধরে তাঁরা এই পুজোর উপহারের ব্যবস্থা করছে। মানুষের অসহায়তা, কষ্ট রাজা ব্যানার্জি এবং মারুফ আলিকে আরও অনেকের মতোই দারুনভাবে স্পর্শ করেছে। কিন্তু তাঁরা হাতের উপর হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। উল্টে নিজেদের দল তৈরি করে বেরিয়ে পড়েছেন মানুষের পাশে থাকার জন্য, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য। 

     

    উপহার পরিয়ে দেওয়া হচ্ছে এক খুদেকে

    এবার আমরা ফ্যামিলি গ্রুপের পুজো উপহারের লক্ষ্য হাজার জনকে উপহার দেওয়া। গ্রুপের সদস্যরাই অধিকাংশ অর্থ সংগ্রহ করেন, বাকিটা পরিচিত এবং পাবলিক ফান্ডিংয়ের মাধ্যমে আসে। তারপর সেই সমস্ত টাকাকে একত্রিত করে উপহার কেনা হয়, কখনও ধর্মতলা থেকে, কখনও বা ফুলিয়া থেকে, তো আবার কখনও মেটিয়াবুরুজ থেকে। গত চার বছর এমনটাই হয়েছে। এবারও অতীতের নিয়ম মেনে সেভাবেই বিভিন্ন জায়গা থেকে উপহার কেনা হয়েছে, এবং সেগুলো নিয়ে চতুর্থীর রাতে সকল সদস্য সদস্যারা রওনা দেবেন গন্তব্যের উদ্দেশ্যে। পঞ্চমীর দিন বাঁকুড়ার রানীবাঁধের ত্রিশটি গ্রামের সাতশো জন ছৌ ও ঝুমুর শিল্পী এবং তাঁদের সন্তানদের হাতে তাঁরা তুলে দেবেন নতুন পোশাক। সপ্তমীর দিন হাওড়া এবং কলকাতার তিনশো জন পথশিশুও পাবে পুজোর উপহার। প্রথম বছর যেখানে মাত্র 280 জন উপহার পেয়েছিল, এই বছর সেখানে সংখ্যাটা তিনগুণের বেশি বেড়ে হাজার ছুঁয়েছে। উপহারের ডালিতে কী থাকছে? মারুফ আলি জানান, ‘মহিলাদের জন্য শাড়ি, বাচ্চাদের জন্য জামা প্যান্ট এবং পুরুষদের জন্য লুঙ্গি ও শার্ট কেনা হয়েছে।'

    উপহার প্যাকিং করা চলছে

     

    সদস্য অরিন্দম দাস জানান, ‘সকলের সাহায্য নিয়েই আমরা ওদেরকে কিছু উপহার দিতে চাই। আমরা চাই সকলেই ভাল থাক, একটু আনন্দে থাক। তাই এবারের পুজো শুরু বাঁকুড়ার রানীবাঁধের শিল্পীদের সঙ্গেই।' কাজের ফাঁকেই নিজেদের স্মরণীয় অভিজ্ঞতার কথা উদ্যোক্তা রাজা ব্যানার্জি জানান। তিনি বলেন, ‘গত বছর আমরা তিনটে পতিতাপল্লীতে জামা কাপড় দিয়েছিলাম, তাঁরা সকলেই ভীষণ খুশি হয়েছিলেন। কিন্তু তার থেকেও অনেক বেশি আমরা খুশি হয়েছিলাম যখন আমরা হাওড়ার রামকৃষ্ণ ঘাটে উপহার নিয়ে যাই। গিয়ে দেখি ওরা সবাই আমাদের গতবারের দেওয়া জামা পরে আছে। সে এক অনন্য অনুভূতি, যা ভাষায় ব্যক্ত করা অসম্ভব।'

     

    পুজোটা তো সবার। কেউ নতুন পোশাক পরবে, কেউ পরবে না তা তো হয় না। তাই নিজেদের পুজো আরও একটু আনন্দে ভরিয়ে তুলতে, খুশি ছড়িয়ে দিতেই তাঁদের এই উদ্যোগ। চতুর্থীর রাতে বেরোনোর আগে এখন রোজ অফিসের পর সকল সদস্য সদস্যারা মিলে রাত জেগে উপহার প্যাকিং করছেন। ঘুম নেই, ক্লান্তি নেই। আছে শুধু ভাল লাগা। এবং সেই ভাল লাগা, আনন্দ, খুশি পঞ্চমী এবং সপ্তমীর দিন অরিন্দম, উৎপল, তন্বী, রুমি, সোনালীরা পৌঁছে দেবেন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে এবং কলকাতা ও হাওড়ার অলিগলিতে। মহামারীর কঠিন দিনেও একটু অন্যরকম ভাললাগার পুজো কাটাবে তারা সকলেই। 


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    কলোরাডো নদীর জল প্রতি 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে 9.3 শতাংশ কমে যাচ্ছে।

    প্রেমে ব্যর্থ হয়েই অনেকে আত্মহননের পথ বেছে নিচ্ছেন, মুক্তি কোথায়?

    আমপান আনন্দবাঁধের শেষ আনন্দটুকুও হাওয়ায় উড়িয়ে নিয়ে গিয়েছে। পড়ে রয়েছে শুধুই হাহাকার।

    সাম্প্রদায়িক ভেদাভেদের পাশেই সংহতি আর মানবতার উজ্জ্বল ছবি বাংলায়।

    পৃথিবীর থেকে প্রায় 930 কোটি আলোকবর্ষ দূরে সম্প্রতি প্রাচীনতম ছায়াপথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

    পৃথিবীব্যাপী মহাসাগরীয় স্রোতের সূত্র ধরেই ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রার ওঠানামা

    আমরা ফ্যামিলি গ্রুপের পুজোর উপহার-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested