×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • জাতি বিদ্বেষের দায়ে অস্কারে এন্ট্রি পেল না সর্দার উধম

    শুভস্মিতা কাঞ্জী | 26-10-2021

    সর্দার উধমের পোস্টার

    বইতে পড়া, চোখে দেখা এবং উপলব্ধি করা তিনে বিস্তর ফারাক আছে। আর পরিচালক সুজিত সরকার (Shoojit Sircar) অত্যন্ত দক্ষতার সঙ্গে সর্দার উধম সিংয়ে (Sardar Udham) এই ফারাক ঘুচিয়েছেন। উধম সিং, উদে সিং বা রাম মোহাম্মদ সিং আজাদ ভারতের একজন বিস্মৃত প্রায় স্বাধীনতা সংগ্রামী। উধম সিংয়ের বন্ধু ভগৎ সিং (Bhagat Singh) এবং তাঁর কাজ কর্মের কথা জানলেও কালের নিয়মে এক সাধারণ অথচ দারুন স্বাধীনতা সংগ্রামী উধম সিংয়ের কথা আমরা প্রায় ভুলেই গিয়েছিলাম। এর কারণ মূলত দু’টো, প্রথমত তাঁর সম্পর্কে তেমন কোনও তথ্য পাওয়া যায় না। দুই, ইংল্যান্ডে আজও তাঁর নামের বেশ কিছু ফাইল ক্লাসিফায়েড। ফলে তাঁর সম্পর্কে এত খুঁটিনাটি জেনে, রিসার্চ করে সিনেমা বানানো সত্যিই কষ্টসাধ্য কাজ। এবং সুজিত সরকার সেটা করেছেন। শুধু করেছেনই নয়, অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছেন। 

     

    উধম হচ্ছে একটি আদর্শ, ভাবনার নাম। যে আদর্শ ভগৎ সিং তাঁর মধ্যে বপন করে দিয়ে গিয়েছিলেন। এইচএসআরএ-এর প্রতিটা সদস্যকে হয় ফাঁসি নইলে খুন করে ইংরেজ সরকার। একমাত্র উধম সিং ছাড়া, কারণ তাঁর বিরুদ্ধে তেমন কোনও প্রমাণ ছিল না। তাই তাঁর কেবল চার বছর জেল হয়। জেল থেকে বেরিয়ে কিভাবে বিভিন্ন দেশ ঘুরে, ইংরেজ সরকারের চোখে ধুলো দিয়ে তাঁদেরই নাকের ডগায় বসে কাজ করে, মাইকেল ও'ডায়ারের (Michael O'Dwyer) হত্যার ব্লু-প্রিন্ট বানানো সবই তুলে ধরা হয়েছে এই সিনেমায়। একজন সাধারণ ভারতবাসী হয়ে তাঁর ইংরেজদের প্রতি কোনও বিরূপ মনোভাব ছিল না, এমনকি তিনি মাইকেল ও'ডায়ারকে হত্যার আগে বারবার তাঁর মনোভাব জানার চেষ্টা করেছিলেন যে, তিনি জালিয়ানওয়ালাবাগ (Jallianwalabagh Massacre) হত্যাকাণ্ড নিয়ে কী ভাবেন। যখন দেখেন তিনি এই হত্যাকাণ্ড নিয়ে এতটুকু ক্ষমাপ্রার্থী নন, তখনই হত্যার সিদ্ধান্ত নেন। একাই পুরো পরিকল্পনা করেন। করবেন নাই না কেন? সিনেমায় সেই হত্যালীলা দেখে একটা সময় মন বলে উঠছিল, ‘থাম এবার, আর কত?’, আতঙ্ক গ্রাস করেছিল। সেখানে যিনি সামনে থেকে গোটা ঘটনা দেখেছেন, তাঁর অমন প্রতিক্রিয়া হওয়া খুবই স্বাভাবিক, বিশেষত যে ঘটনায় কেউ তাঁর নিকটজনকে হারায়। উধম সিংয়ের প্রেমিকা মারা যান সেই হত্যালীলায়, তাঁকে খুঁজতে গিয়ে সেই মৃত্যুপুরীতে উধম দেখেন সকলেই তো তাঁর কাছের, আপনজন।

     

    আরও পড়ুন:সিনেমা: গোলন্দাজ

     

    চিত্রনাট্যে পরিচালক উধম সিংয়ের জীবনের প্রতিটা রঙকে নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন। ইতিহাসকে বইয়ের পাতা থেকে তুলে এনে বাস্তব রূপ দিয়েছেন। কোর্টের সিন এবং শেষ ত্রিশ মিনিট দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। জালিয়ানওয়ালাবাগ নিয়ে এত ডিটেল বিবরণ আর কোথাও দেখা যায়নি। 

     

    ছোট ছোট ঘটনার মাধ্যমে একটা দীর্ঘ সময়কে সিনেমায় তুলে ধরা হয়েছে। অনবদ্য ডিটেলিং হচ্ছে এই সিনেমার অন্যতম ইউএসপি। পাশাপাশি চিত্রনাট্য, পরিচালনা অসাধারণ। ভিকি কৌশল (Vcky Kaushal) যে কতটা ভাল অভিনেতা তা আবারও প্রমাণ করলেন। চরিত্রের খাতিরে নিজেকে তিনি কতটা ভাঙা গড়া করেছেন সেটা অত্যন্ত সুস্পষ্ট ছিল এই ছবিতে। ভিকি কৌশলের আগে ইরফান খানের কথা ছিল অভিনয় করার, কিন্তু তার অকস্মাৎ মৃত্যুতে ভিকিকে বেছে নেন পরিচালক সুজিত সরকার উধম সিং হিসেবে। এবং ভিকি তাঁর দারুণ অভিনয়ের মাধ্যমে প্রমাণ করে দেন নিজেকে যে পরিচালক তাঁকে বেছে এতটুকু ভুল করেননি। তাঁর পাশাপাশি ভগৎ সিংয়ের ভূমিকায় থাকা আমল পরাশরের অভিনয়ও বেশ ভাল। রেশমার চরিত্রে থাকা বনিতা সান্ধু আবারও নিজেকে প্রমাণ করলেন এই ছবিতে। এই সিনেমা সময়ের দলিল হিসেবে থেকে যাবে। যদিও সিনেমার দৈর্ঘ্য কিছু কম হতে পারত বলে মনে করি। সমানাধিকার, স্বাধীনতা নিয়ে সোচ্চার এক সাধারণ ছেলের জীবন কাহিনী অসাধারণ এক গল্পের মোড়কে তুলে ধরলেন সুজিত সরকার। 

     

    আরও পড়ুন:সিঙ্গল স্ক্রিন হলের স্বাভাবিক মৃত্যু

     

    কিন্তু এত কিছুর পরেও বাধ সাধল পোস্ট কলোনিয়াল হ্যাঙওভার। জুরি সদস্য ইন্দ্রদীপ দাশগুপ্ত জানিয়েছেন, সর্দার উধমকে অস্কারের মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ এই ছবি নাকি ব্রিটিশদের প্রতি ঘৃণা ছড়াচ্ছে। গ্লোবালাইজেশনের সময়ে যা কখনওই নাকি কাম্য নয়। তাই দেশপ্রেম দেখিয়েও, দুর্দান্ত রিসার্চ এবং অভিনয়ের পরেও অস্কারের মনোনয়ন পাওয়া থেকে আটকে গেল ভিকি কৌশল অভিনীত সর্দার উধম। বাস্তব দেখালে ঘৃনা ছড়ানো হয়? তাহলে 1919 সালে অমৃতসরে প্রতিটা ঘরে ঘরে অলিগলিতে যে বিভীষিকা ছড়িয়ে ছিল, তার কী হবে? সত্য তুলে ধরা হল বলেই এই পরিণাম? প্রশ্ন উঠছে অভিজ্ঞ মহলে। 

     

    রেটিং - 4/5


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    আরব সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি কেন তুলনামূলক ভাবে কম হয়? হলেও তা ওমান বা গুজরাটের দিকে বাঁক নেয় কেন?

    এটাই হেডলাইন। সঙ্গে পাওয়া গেছে এই সুইসাইডের একজন প্রত্যক্ষদর্শী আর একটা চিরকূট। 

    এই গান বর্তমান পরিস্থিতিরই এক রেপ্লিকা

    শহরের আনাচ কানাচে খোঁজ পাওয়া যায় রমা সর্দারদের যাঁরা নিজের শর্তে বাঁচেন।

    লড়াই করার ভীষণ জেদকে হাতিয়ার করে মাত্র তিন বছরেই সাফল্যের স্বাদ পেল দীপান্বিতা গুপ্তর ডায়মেনশন্স

    এই 2020 সালেও সমাজের চোখে নব বিবাহিত বরের মৃত্যু মানেই কনে অপয়া রাক্ষসী

    জাতি বিদ্বেষের দায়ে অস্কারে এন্ট্রি পেল না সর্দার উধম-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested