করোনার বিরুদ্ধে লড়তে নেমেও স্বাভাবিক বিচারবুদ্ধি বিসর্জন নয়। মানুষের পাশে দাঁড়ানোই মিডিয়ার কাজ। প্রতিটি ঘটনায় আমরা-ওরা বিচার, করোনা যুদ্ধে আমদের দুর্বল করে দেবে।
সবাই জানত করোনার দ্বিতীয় ঢেউ আসবে এবং সেটা আরও মারাত্মক হবে। তবু কেউ সচেতন হল না।
তদন্তের ফলাফল আসার আগেই মিডিয়ার বিচারসভায় দোষী সাব্যস্ত হয়েছেন রিয়া চক্রবর্তী।
জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন অধ্যাপক সুরঞ্জন দাস
উরুগুয়ের এদুয়ার্দো গ্যালেয়ানো স্পেনীয় ভাষায় লেখেন ‘চিলড্রেন অফ দ্য ডে’জ
মহামারী পরিস্থিতিতেও কেন্দ্র-রাজ্য দুই সরকারের ক্ষমতার টানাপোড়েন। রাজ্যে কি এখন দু'টি সরকার চলছে?
জনৈক ব্যক্তির দু'টো টুইট আর কিছু বক্তব্যে কোনও প্রতিষ্ঠান ভেঙে যায়? এতই ঠুনকো প্রতিষ্ঠান?