×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • যৌবনের উদযাপন বাম প্রার্থী তালিকায়

    শুভস্মিতা কাঞ্জী | 12-03-2021

    বামেদের তরুণ প্রার্থীদের কিছুজন

    ভোটের লড়াইয়ের ময়দানে তাজা রক্ত এবার বামেদের বাজি। গোড়া থেকেই বামেরা এবার চেষ্টা করছে নতুন পথে হাঁটতে। যে দল এক সময় দেওয়াল লিখনের বাইরে ভোট প্রার্থীর ছবি দিয়ে প্রচারও মেনে নিতে পারত না, এ বছর তারাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের ঘটে যাওয়া ব্রিগেড সমাবেশের জন্য প্যারোডি তৈরি করেছে। প্রথা ভেঙেছে সংযুক্ত মোর্চার বিগ্রেডের মঞ্চেও। তরুণ মুখেরা সেদিন সঞ্চালনার দায়িত্ব সামলিয়েছিল। এবার এল পরবর্তী চমক, আসন্ন ভোটের প্রার্থী তালিকা। 

     

    অন্যদিকে দুই ফুল, তৃণমূল আর বিজেপির নেতারা এক জায়গা থেকে যখন ভোটের টিকিট না পেয়ে কান্নাকাটি করে দল ছাড়ছেন, দল দুটিতে একটু একটু টলিউডের নক্ষত্ররা এসে শোভা বাড়াচ্ছেন যখন, তখন সিপিআইএম বহু পুরনো চেনা মুখ, বয়স্ক নেতাদের বড় অংশকেই বাদ দিয়ে ভোট প্রার্থী করল তরুণদের। 

     

    জামুরিয়া থেকে এবার প্রার্থী হয়েছেন ছাত্র আন্দোলন খ্যাত দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঐশী ঘোষ, বালি থেকে দাঁড়িয়েছেন এসএফআইয়ের জাতীয় জয়েন্ট সেক্রেটারি দীপ্সিতা ধর, কসবায় শতরূপ ঘোষ, সিঙ্গুরে এসএফআইয়ের জেলা সেক্রেটারি সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারে এসএফআইয়ের জেলা সভাপতি প্রতিকুর রহমান, দক্ষিণ বর্ধমানে পৃথা তা, প্রভৃতি। বামেদের তালিকা জুড়ে এবার শুধুই যুব এবং তরুণদের নাম। বাম নেতৃত্ব এবার তরুণ মুখেই আস্থা রেখেছেন যে তা প্রার্থী তালিকা দেখেই স্পষ্ট, বহু প্রার্থীরই বয়স এখনও চল্লিশ পেরোয়নি। তারা বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে কর্মসংস্থান, শিক্ষা, গণতন্ত্র এই বিষয়গুলোর উপর জোর দিয়েছে ভোট প্রচারের সময়। বয়স্ক বহু নেতাই এভাবে ভোটে লড়বেন না, তবে অশোক ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, কান্তি গাঙ্গুলি, এঁরা ভোটে দাঁড়িয়েছেন

     

     অন্য দুই দলেরই প্রার্থীরা যখন কাটমানি, তোলাবাজি, দুর্নীতি প্রভৃতি অপরাধে যুক্ত, টিকিট না পেয়ে ক্ষোভে দল ছাড়ছেন তখন বামেদের এই তালিকা অবাক করল বটে! শিক্ষিত প্রতিশ্রুতিসম্পন্ন এই এক দল যুব বিমুখ ভোটারদের ফেরাতে পারবেন, এটাই আশা বাম নেতৃত্বের। 

     

    তবে এর মধ্যেও যার দিকে সব থেকে বেশি নজর রাখছে মানুষ সে হল ডিওয়াইএফআইয়ের রাজ্য সভানেত্রী এবং নন্দীগ্রামের প্রার্থী মীনাক্ষী মুখার্জি। দুই হেভিওয়েট নেতার মধ্যে একদম নতুন মুখ মীনাক্ষী। এই বিধানসভা কেন্দ্রের দিকেই এখন সকলের নজর। তৃণমূল যখন "বাংলা নিজের মেয়েকে চায়' প্রচার করছে, বামেরাও এখানে বাংলা তরুণ এক মেয়েকে প্রার্থী করল। এবার দেখার পালা ভোটের ফলাফল কী হয়। 1984 সালে যাদবপুরে সিপিএম-এর হেভিওয়াট প্রার্থী সোমনাথ চ্যাটার্জিকে লোকসভা ভোটে হারিয়েছিলেন রাজ্য রাজনীতিতে প্রায় অপরিচিত মমতা ব্যানার্জি। মীনাক্ষীর সামনে সেই স্মৃতি ফিরিয়ে আনার চ্যালেঞ্জ এবার!

     

    বাংলার মানুষ কাদের উপর আস্থা রাখেন, কাদের বেছে নেবেন সেটা সময়ের সঙ্গেই বোঝা যাবে কিন্তু এই সময় দাঁড়িয়ে সংযুক্ত মোর্চার তরফে বামেদের এই প্রার্থী তালিকা যথেষ্ট প্রশংসার দাবি রাখে বইকি! 


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    বর্ষশেষের আগের রাতে রূপম ইসলাম তাঁর ভক্তদের উপহার দিয়ে গেলেন এক অনন্য সঙ্গীতময় সন্ধ্যা।

    শ্রমশক্তিতে মহিলাদের অবদান কমছে ভারতে

    আরব সাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি কেন তুলনামূলক ভাবে কম হয়? হলেও তা ওমান বা গুজরাটের দিকে বাঁক নেয় কেন?

    এবারের দীপাবলি ধোঁয়াহীন রাখার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

    ইচ্ছেপূরণের গল্প দেখাল ‘ঘরেলু’ শর্ট ফিল্মটি। 

    বর্ষাকালে এখন আর রোজ রোজ বৃষ্টি হয় না, মাঝে মাঝে মেঘ ভাঙা বৃষ্টি হয়।

    যৌবনের উদযাপন বাম প্রার্থী তালিকায়-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested