×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • ললনার পকেট থাকা আর মানা নয়

    রিম্পা বিশ্বাস | 01-02-2022

    নিজস্ব ছবি

    শাড়িতে পকেট থাকলে কি নারী পুরুষ হয়? শাড়িতে না হোক কম করে নারীদের (Women) অন্যান্য পোশাকে গোটা দুয়েক পকেট (Pockets) তো রাখাই যায়। ইদানীং রাখা হচ্ছেও। দরজি দিয়ে বানানো তা বটেই এমনকী রেডিমেড কামিজ বা কুর্তাতেও পকেটের ব্যবহার ক্রমশ বাড়ছে।  

     

    পুরুষের পোশাকে পকেটের ধারণা এসেছে অষ্টাদশ শতকের শুরুতে। এর আগে নারী-পুরুষ উভয়েই পকেটের জায়গায় থলে ব্যবহার করত। থলেটি সাধারণত কোমরের সঙ্গে বাঁধা থাকত। তবে সময়ের সঙ্গে সঙ্গে পোশাক পরিধানে বিভিন্ন পরিবর্তন এসেছে। এই পরিবর্তন সর্বপ্রথম দেখা যায় পশ্চিমি দেশগুলিতে, সেখান থেকেই প্রাচ্যে পকেটের আমদানি। 

     

    আধুনিক যুগে যখন নারী ও পুরুষদের পোশাক একই ধরনের বানানো হয় তখন পকেটের ক্ষেত্রে মেয়েরা বাদ কেন? সেলফোন, কলম, এটিএম কার্ড জাতীয় অল্প কিছু দরকারি জিনিসই নারী পুরুষ নির্বিশেষে প্রতি মুহূর্তে আজকাল দরকার হয়। ভ্যানিটি ব্যাগের বিশাল গহ্বর এবং কম দরকারি বহু জিনিসের ভিড়ে এই অতীব জদরকারি জিনিসগুলি খুঁজে পেতে সময় লাগে। আজকের ব্যস্ত নারীর হাতে সেই সময় নেই। অগত্যা কাজের সময়ে পোশাকে পকেট।

     

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক পারঙ্গমা সেন গত শতাব্দীর আটের দশকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন পড়ুয়া তখনই তিনি উপলব্ধি করেন যে মেয়েদের পোশাকের ক্ষেত্রে পকেট একটি গুরুত্বপূর্ণ জিনিস এবং তিনি নিজের পোশাকে পকেটে বানিয়ে আসছেন সেই সময় থেকেইপোশাকের ব্যবহারিক সুবিধা বাড়ানোর জন্য পকেটের দরকার সেই পকেট পুরুষদের কাজের জন্য এবং নারীদের জন্য সেটা কি শুধুই শুধুমাত্র ফ্যাশন স্টেটমেন্ট? এই প্রশ্নের উত্তরে প্রফেসর সেন জানান যে "সমাজে মেয়েদের জন্য এত রকম বৈষম্য রয়েছে যে পোশাকে পকেট থাকা বা না থাকাটা আলাদা করে আর কারও চোখে পড়ে না। 

     

    আরও পড়ুন:যাদের ‘লক্ষ্মী’ হওয়া হল না

     

    সময়ের সঙ্গে সঙ্গে পোশাকের ডিজাইনে যেমন পরিবর্তন এসেছে তেমনিই মেয়েদের কর্মজীবনেও পরিবর্তন এসেছে। এখনকার মেয়েরা কর্মজীবনে অনেক এগিয়ে, তারা আগের তুলনায় অনেক বেশি বাইরের জগতের সঙ্গে পরিচিত। দক্ষিণ কলকাতার এক সুপরিচিত বেসরকারি স্কুলের শিক্ষিকা বিদিশা সেনগুপ্তর মতে, মেয়েদের পোশাকে পকেট থাকা না থাকার সঙ্গে তাদের আর্থিক স্বনির্ভরতার সম্পর্ক আছে। অতীতে যেহেতু আর্থিক দিক থেকে নারী পুরুষের উপর নির্ভরশীল ছিল তাই মেয়েদের পোশাকে পকেটেরও প্রয়োজন ছিল না মেয়েদের পোশাকে পকেটের আবির্ভাবকে তাই অনেকেই লিঙ্গ সমতার চোখে দেখে থাকেন।

     

    নতুন প্রজন্মের কিছু ফ্যাশন ডিজাইনার মনে করছেন মেয়েদের পোশাকে পকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই হিসেবে তাঁরা কাজও করছেন। নক্সা ঘর বুটিকের ডিজাইনার পৌষমী রায় এদের মধ্যে অন্যতমা। গত বছর তিনি শাড়িতে পকেট তৈরি করেন। তিনি জানান "আমি চেষ্টা করেছি শাড়িতে পকেট তৈরি করে সেটাকে যথেষ্ট পরিমাণে সুন্দর করে তোলার, আমার এই প্রয়াসে অনেক মেয়েদের সাড়া পেয়েছি, ভবিষ্যতে মেয়েদের অন্যান্য পোশাকেও এরকম অনেক কাজ করার ইচ্ছা আছে।’

     


    রিম্পা বিশ্বাস - এর অন্যান্য লেখা


    একুশ যেভাবে ভাবতে শেখায়...

    সরকারি চাকরির পরীক্ষায় বৈষম্যের শিকার হন গ্রামীণ এলাকায় বসবাসকারী ছেলেমেয়েরা।

    পুরুষতান্ত্রিক পরিকাঠামোয় নারীদের উচ্চশিক্ষা মানায় না

    দেশে আসলে চলছে ধনকুবেরদের শাসন প্লুটোক্র্যাসি, মোদী-শাহরা নাটকের চরিত্র মাত্র

    গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার সপরেও বেঁচে ফিরে রফিজা নতুন জীবনের স্বপ্ন দেখে মেয়েকে ঘিরে। 

    নিম্ন মানের কৃষি বীজ এবং তার অনিয়ন্ত্রিত বাজার দেশে প্রাকৃতিক চাষের পথে অন্যতম প্রধান অন্তরায়।

    ললনার পকেট থাকা আর মানা নয়-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested