×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • প্রযুক্তি বিপ্লব, সৌজন্যে কোভিড

    রিম্পা বিশ্বাস | 04-02-2022

    নিজস্ব ছবি

    সেদিন আড্ডায় এই বিষয়টি উঠেছিল। আড্ডা মানে ভার্চুয়াল আড্ডা। কথা হচ্ছিল অনিশ্চয়তা কীভাবে জন্ম দেয় নতুন সম্ভাবনার তাই নিয়ে। 2020-এর গোড়ায় গোটা বিশ্ব কোভিড 19 -এর কারণে একেবারে থমকে গিয়েছিল। আজ নিজেদের দৈনন্দিন জীবনের কথা বলতে গিয়ে আড্ডায় হাজির সকলেই একমত হল যে, প্রযুক্তির এক প্রায় বিপ্লব গত দু বছরে আমরা দেখে ফেলেছি।

     

    কোভিডের সময় প্রযুক্তি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং হচ্ছে চিকিৎসা গবেষণা এবং পরিষেবায়। সময়ের সঙ্গে সঙ্গে করোনা ভাইরাসের ভয়াবহতা বেড়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে হাসপাতালে রোবটের ব্যবহার। স্বাস্থ্যে টেলি-মেডিসিন অর্থাৎ অনলাইনে ডাক্তারদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা মানুষের বিশেষ সহায়ক হয়েছে। হোম ডেলিভারিতে ড্রোন ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রযুক্তি  মানুষকে করোনা ভাইরাসের সঙ্গে লড়তে সহায়তা করছে। ভারতেও ডিআরডিও (Defense Research and Development Organization) এবং বিভিন্ন আইআইটি ( Indian Institutes of Technology) নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে সাধারণের প্রতিদিনের প্রভূত উপকার করেছে। যেমন কনট্যাক্টলেস স্যানিটাইজার, কার্পেট স্যানিটাইজার, কম খরচে ভেন্টিলেটরের বিকল্প যন্ত্র ইত্যাদি।

     

     

    কোভিডে হোম ডেলিভারিতে বেড়েছে ড্রোনের ব্যবহার। ভারতে দুর্গম জায়গায় ভ্যাকসিন ডেলিভারিতে ড্রোনের ব্যবহার হয়েছে। কোভিডে ওয়ার্ক ফ্রম হোম, দৈনন্দিন কেনাকাটা, এমনকি ডাক্তারের পরামর্শ, ওষুধের জোগান সবটাই ডিজিটাল। এই নির্ভরশীলতাই অনলাইন বিপণন সংস্থাগুলিকে এক লাফে ডেটার ব্যবহার করতে শিখিয়েছে। এখানেই কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence) খুঁজে পেয়েছে গবেষণা এবং প্রয়োগের নতুন ক্ষেত্র।

     

    তথ্যের ব্যবহার ও বিশ্লেষণ আগেও ছিল তবে কোভিড কালে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তথ্যের ব্যবহার অনেক বেড়ে গিয়েছে। দেশের অর্থনৈতিক গতিবিধি থেকে অনান্য সংস্থার পদক্ষেপ ও গ্রাহকদের চাহিদা পূরণ সবকিছুই হয়ে আসছে তথ্যের ব্যবহার ও বিশ্লেষণের মাধ্যমে। এরফলে বাজারে দ্রুত গতিতে এসেছে নিত্যনতুন যন্ত্র। সামাজিক দূরত্ব বজায় রাখতে বোস্টন ডায়নামিক্সের (Boston Dynamics) কুকুরের মতো দেখতে spot নামের রোবটটি বিশেষ সাড়া ফেলেছে। স্বাস্থ্য পরিষেবায় ভ্যাকসিন পৌঁছে দেওয়া ও কোভিড টেস্টে এই রোবটিকে  ব্যবহার করা হচ্ছে। স্বয়ংচালিত গাড়ির (Self-Driving) ব্যবহারও কোভিডে বহুগুণ বেড়ে গিয়েছে।2020-র অক্টোবরে টেলসা সর্বসাধারণের জন্য স্বয়ংচালিত গাড়ি মার্কিন বাজারে নিয়ে আসে। 

    রোবট কুকুর

     

     এক্সটেন্ডেড রিয়ালিটি (Extended Reality)-র মাধ্যমে বাজারের শোরুমকে ঘরে নিয়ে আসা হচ্ছে। দূরত্বের ব্যবধান ঘুচিয়ে এমন এক দুনিয়া তৈরি করা হয়েছে যেখানে ভার্চুয়াল ওয়ার্ল্ডে জনগণের উপস্থিতিকেই গ্রহণ করা হচ্ছে 2019-র Forbes এ প্রকাশিত Bernard Marr তাঁর extended reality সম্পর্কিত প্রবন্ধে তিনি  জানিয়েছিলেন 2030 এর মধ্যে বিশ্বের প্রতিটি দেশে খেলাধূলা ও বিনোদন এই এক্সটেন্ডেড রিয়ালিটির অন্তর্ভুক্ত করা হবে। কোভিডের কারণে এই ব্যবস্থা দ্রুতগতিতে সম্পন্ন হয়েছে। শিক্ষা ব্যবস্থা থেকে মিউজিয়াম প্রদর্শনী সব কিছুই এখন ভার্চুয়াল। 2020 থেকে এখনও পর্যন্ত বিশ্বের বারোটি মিউজিয়ামের প্রদর্শনী ভার্চুয়ালি হয়েছে। এর মধ্যে প্রথমটি হয় আমেরিকার রাজধানী ওয়াশিংটনের ন্যাশানাল গ্যালারি অব আর্টে (National Gallery Of Art)।

     

    আরও পড়ুন:স্বপ্নপূরণের নতুন স্বপ্ন দেখাচ্ছে 5G

     

     মহামারীর বিশ্বে নতুন প্রযুক্তি মানুষের জীবন অনেক ক্ষেত্রেই সহজ করে দিয়েছে। কোভিড কালে আবিষ্কৃত প্রযুক্তি নিঃসন্দেহে মানুষকে অনেক বেশি পরিমাণে যন্ত্রের উপর নির্ভর করে তুলছে। তবে কোভিডের অনিশ্চয়তা ভার্চুয়াল দুনিয়াকেই নিউ নর্মালে পরিণত করেছে এই নিউ নর্মালে উন্নত প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেওয়াই মানবসভ্যতার ভবিতব্য। 

     

     


    রিম্পা বিশ্বাস - এর অন্যান্য লেখা


    ধর্মীয় বিশ্বাস কখনওই জনসংখ্যা বৃদ্ধির কারণ হতে পারে না

    হলোকস্ট স্মরণ করায় গণতন্ত্রী শাসকের সবচেয়ে ভয়াবহ স্বরূপের।

    একুশ যেভাবে ভাবতে শেখায়...

    মানব সভ্যতায় সঙ্কট ও প্রয়োজনই সর্বদা আবিষ্কারের জন্ম দিয়েছে, কোভিড আবারও তা প্রমাণ করল। 

    পুরুষতান্ত্রিক পরিকাঠামোয় নারীদের উচ্চশিক্ষা মানায় না

    হিজাব বা অন্য পোশাক নয়,মৌলবাদী শাসকদের আসল টার্গেট নারীর শিক্ষার অধিকার ও স্বাধীনতা।    

    প্রযুক্তি বিপ্লব, সৌজন্যে কোভিড-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested