×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • এবং সাংসদ নুসরত জাহান

    4thPillar WeThePeople | 12-06-2021

    সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক গৌতম লাহিড়ী এবং আইনজীবী অরুণাংশু চক্রবর্তী এবং অরুণাভ ঘোষ।।

    বিয়ে প্রেম এইসব নিয়ে গালগল্পের উপাদান সরবরাহ অনেক হয়েছে। তা ছাড়া বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচিত জনপ্রতিনিধি নুসরত জাহানের অবদান কী?এই জাতীয় এমপি-ই কি আমাদের প্রাপ্য? এই বিষয়ে গত 10 জুন (বৃহস্পতিবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক গৌতম লাহিড়ী এবং আইনজীবী অরুণাংশু চক্রবর্তী এবং অরুণাভ ঘোষ উপস্থিত ছিলেন।

     

     

    1) নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন আলোচনার বিষয়বস্তু নয়, কিন্তু তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি। সেখানে আইনগত দিক থেকে বিবাহ নিয়ে তাঁর দু'রকম বিবৃতি কতটা ন্যায়সঙ্গত, সেটাই আলোচনার বিষয়।

     

    2) নুসরত জানিয়েছেন তাঁর এবং নিখিল জৈনের বিবাহের কোনও আইনগত ভিত্তি নেই। কিন্তু দেশের আইন মোতাবেক তিনি এখন হিন্দু। এবার তাঁদের বিবাহের আইনগত ভিত্তি আছে কিনা তার বিচার করবে আদালত।

     

    3) নুসরত জাহানের ব্যক্তিগত জীবন আমাদের আলোচ্য বিষয় নয়, কিন্তু তিনি একজন সাংসদ হওয়ায় তাঁকে দেখে অনেকেই শিখবে, আয়নার মতো। আর তিনি জনগণের করের টাকায় মাইনে পান ফলে বেআইনি কিছু করলে তা নিয়ে তাঁকে প্রশ্নের মুখে পড়তেই হবে। এখানে আইনি বিষয়ের সঙ্গে মরালিটিও জড়িত আছে।

     

    4) প্রশ্নটা হচ্ছে সংসদে কেন শিক্ষিত, রাজনীতি সচেতন মানুষরা যাচ্ছেন না? শুধু সেলেব্রিটি মুখ বলেই কি কিছু ব্যক্তিকে আইনসভায় পাঠিয়ে দেওয়া হচ্ছে? এঁদের অনেকেই সংসদের বিতর্কে অংশগ্রহণ করেন না। হাজিরাও অত্যন্ত কম।

     

    5) নুসরত জানিয়েছেন তিনি লিভ-ইন করেছিলেন, বিয়ে নয়। তা তিনি করতেই পারেন। লোকসভা ভোটের আগে হলফনামায় অবশ্য তিনি বিবাহিত বলে পরিচয় দিয়েছিলেন৷ সংসদে সাংসদদের তথ্যপঞ্জিতে বিবাহিত এবং অবিবাহিত এই দু'টি কলামের মধ্যে যে কোনও একটি বেছে নিতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক হয়ে লিভ ইন রিলেশনের জন্যও আলাদা কলাম রাখা উচিত।


    4thPillar WeThePeople - এর অন্যান্য লেখা


    উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ, দেশের বাইরেও ভারত নিয়ে আগ্রহী দেশ, সংস্থা, প্রতিষ্ঠান

    কেন্দ্র-রাজ্য সর্বস্তরেই কি মানবাধিকার কমিশন এখন সরকারের একটি দফতর?

    জাতীয় সম্পদ ব্যবহার করে অর্থ জোগাড়ের চেষ্টা করছে মোদী সরকার। কাদের হাতে যাবে বিপুল সম্পদ?

    ভোটের ফল বেরোনোর প্রায় দেড় মাস পরেও বাংলার ফলাফলের ধাক্কা সামলাতে নাজেহাল বিজেপি।

    ভারতে সর্ববৃহৎ খোলামুখ কয়লাখনি দেউচা পাচামিকে কেন্দ্র করে বাংলা উন্নয়নের স্বপ্ন দেখছে।

    বিজেপি শাসিত রাজ্যে কোভিড মোকাবিলায় ব্যর্থতার কথা তুলে ধরলেই প্রয়োগ করা হচ্ছে এফআইআর থেরাপি!

    এবং সাংসদ নুসরত জাহান-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested