অ্যালোপ্যাথিক চিকিৎসাকে বেকার তামাশা বলেছিলেন রামদেব। চিকিৎসকদের চাপের মুখে পড়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী চিঠির পর বক্তব্য প্রত্যাহার বাধ্য হলেন যোগগুরু। বিজেপি শাসিত রাজ্যে কিন্তু কোভিড মোকাবিলায় ব্যর্থতার কথা তুলে ধরলেই প্রয়োগ করা হচ্ছে এফআইআর থেরাপি!
ভারতে সর্ববৃহৎ খোলামুখ কয়লাখনি দেউচা পাচামিকে কেন্দ্র করে বাংলা উন্নয়নের স্বপ্ন দেখছে।
সেন্সর বোর্ডের উপরে সুপার সেন্সরশিপ? চলচ্চিত্রেও সরকারের সর্বোচ্চ নিয়ন্ত্রণ কায়েম করার কৌশল?
দুর্নীতিমুক্ত আদর্শবাদী রাজনীতি করি বলে বুক ঠুকে বলার দম কতজন বিরোধী নেতার আছে?
বিদেশি শত্রু নয়, দেশের সমালোচনার স্বর বন্ধ করার জন্যই পেগাসাস কিনেছিল মোদী সরকার।
মোদী জমানায় মিডিয়াকে করে কম্মে খেতে হলে সরকারের গোদি অর্থাৎ কোলে বসা হতেই হবে!
হাইকোর্টের নির্দেশ, প্রশাসনিক বিধি ভেঙে পুজোর আড়ম্বরে টেক্কা দেওয়ার প্রতিযোগিতা নেতা মন্ত্রীদের।