×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • লড়াকু লক্ষ্মী: 4, কর্কটক্রান্তি রেখা পেরোনোর স্পর্ধা দেখালেন সন্নিতি

    শুভস্মিতা কাঞ্জী | 05-12-2021

    প্রতীকী ছবি।

    নিজের ভাল লাগাকে একটা সময়ের পর পেশা বানিয়েছিল যে, আজ নিজের পাশাপাশি আরও অনেক মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ করে দিচ্ছে, উৎসাহ দিচ্ছে এবং নিজের স্বপ্নপূরণ করে চলেছে সে। কে? বাংলার আরও এক মহিলা শিল্পৌদ্যগী, সন্নিতি বিশ্বাস, যাকে ক্যান্সারও থামাতে পারেনি।

     

     

    ছোট থেকেই হাতের কাজের প্রতি ঝোঁক ছিল সন্নিতির। সঙ্গে ছিল মায়ের বানিয়ে দেওয়া ঘরোয়া উপায়ে রূপচর্চার টোটকা। বড় হয়ে সেগুলোকেই সন্নিতি নিজের হাতিয়ার বানিয়ে গড়ে তোলেন নিজের সাম্রাজ্য।

     

     

    দশ বছর ধরে সন্নিতি বিভিন্ন হোটেল, নামী রেস্তরাঁয় কাজ করেছেন। একটা সময়ে ভাবেন, প্রতিটি খাবারের তো আলাদা আলাদা রেসিপি, আলাদা আলাদা মশলা লাগে। খাবার নিয়ে নানা পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। তা হলে আলাদা আলাদা মানুষের জন্য, তাঁদের স্কিনের জন্য কেন এমন কিছু করা যায় না? সেখান থেকেই নিজের কিছু গড়ে তোলার ভাবনা মাথায় আসে সন্নিতির।

     

     

    তিন বছর আগে অ্যালিউর হার্বাল নামে একটি ব্র্যান্ড তৈরি করেন সন্নিতি বিশ্বাস। নিজেও ট্রেনিং নিয়েছেন বিউটি ক্রিম ইত্যাদি তৈরি করার। রীতিমতো পড়াশোনা করেই নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। আগে বাড়িতে বসেই বিউটি ক্রিম, তেল ইত্যাদি বানাতেন। বর্তমানে একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যেখান থেকে সবটা করা হয়। এর পাশাপাশি একটি বিউটি ট্রিটমেন্ট ক্লিনিকও আছে তাঁর, যেখানে প্রতি কাস্টমারের স্কিন টাইপ, সমস্যা ইত্যাদি দেখে আলাদা আলাদা রকমের ট্রিটমেন্ট করা হয়। সন্নিতির প্রতিটি প্রোডাক্টই হাতে বানানো। তাঁরা কোনও রকম যন্ত্রপাতি ব্যবহার করেন না।

     

     

    বর্তমানে বিউটি প্রোডাক্ট এবং ক্লিনিকের পাশপাশি তিনি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিও তৈরি করেছেন। সেখানে নানা প্রদর্শনীও হয়।

     

     

    এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় দু’টি গ্রুপ আছে সন্নিতির। যেখানে তিনি নিজের প্রোডাক্ট দেখান, তার মাধ্যমে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। বর্তমানে তাঁর এই দু’টি গ্রুপে প্রায় 60 হাজার মহিলা বিক্রেতা আছেন যাঁরা এর মাধ্যমেই ক্রেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করে নিজের পণ্য বিক্রি করেন। সন্নিতির সংস্থার প্রতিটি কর্মীও মহিলা। কারণ তিনি মনে করেন, ‘‘মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো খুব জরুরি। আমি তাই আমার মাধ্যমে যত জনকে পারছি সেই সুযোগ করে দিচ্ছি।’’

     

    আরও পড়ুন: লড়াকু লক্ষ্মী: 3, সুন্দরবনের আঁধারে আলো ছড়াচ্ছেন রুবি

     

    সবটাই স্বপ্নের মতো চলছিল, কিন্তু সবের মাঝে গত বছর বাদ সাধল ক্যান্সার। সন্নিতির পায়ের একাংশ বাদ দিতে হল। চলল 30টি রেডিয়েশন এবং পাঁচটি কেমো। একটা সময় সন্নিতি প্রায় হার মানতে বসে ভেবেছিলেন, আর বুঝি কাজ করা হল না, বাকি স্বপ্নপূরণ করা হল না। কিন্তু জীবন বোধহয় এতটাও নিষ্ঠুর হয়নি ওঁর প্রতি। তিনি আবার ঘুরে দাঁড়ান। হাসপাতালে বসেই নিজের স্যালনের উদ্বোধনের ব্যাপারে সাহায্য করেন। ভিডিও কলের মাধ্যমে তার উদ্বোধন দেখেন।

     

     

    মৃত্যুকে খুব কাছ থেকে দেখেও সন্নিতি থেমে যাননি। অপারেশনের পর দিন থেকেই তিনি আবার কাজ শুরু করে। বাড়ি থেকেই স্যালনের কাজের প্রতি নজরদারি চালায়, প্রতিটা জিনিস দেখভাল করে। ইচ্ছে থাকলে মানুষ কী না পারে! তাই বোধহয় বর্তমান সময়ে সন্নিতি বিশ্বাস আরও অনেক মেয়ের কাছেই আদর্শ। সন্নিতি হারতে জানেন না। লড়ে যেতে জানেন প্রাণপণ। এতটাই তাঁর প্রাণশক্তি। সংসার থেকে নিজের ব্র্যান্ড, ক্লিনিক, ইভেন্ট ম্যানেজমেন্ট সবটাই একা হাতে সামলান তিনি। মেয়েকে সাবলম্বী করে তুলছেন তাঁর কাজের মাধ্যমে।

     

     

    তাঁর এই অদম্য লড়াকু মানসিকতাই শক্তি জোগাচ্ছে আরও বহু নারীর!

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    অভিনেতা সব্যসাচী চৌধুরীর উদ্যোগে এই অস্থির সময়ে নিরন্ন মানুষের পেটে ভাত মিলছে।

    সংসার, ভালবাসা, সঙ্গে থাকা বা থাকার ইচ্ছে, সবটা নিয়ে একটা অত্যন্ত বাস্তববাদী সিনেমা।

    ওজোন স্তরে একটি বিশালাকার ফাটল তৈরি হয়েছে, যা ক্রমশ আরও বেড়ে চলেছে।

    রিখটার স্কেলে 9.4-9.6 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে গবেষকরা দাবি করছেন।

    সোমবার বেহালার ঐতিহ্যবাহী চণ্ডীপুজোর শেষ দিন।

    ভোট মিটতেই ভোল বদল! রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডে মিলছে না পরিষেবা।

    লড়াকু লক্ষ্মী: 4, কর্কটক্রান্তি রেখা পেরোনোর স্পর্ধা দেখালেন সন্নিতি -4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested