×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বিহার ভোটের ফল শাসক বিজেপি শিবির এবং বিরোধী উভয়ের পক্ষেই নিজ নিজ হিসেবে আশাব্যঞ্জক।

    4thpillars ব্যুরো | 11-11-2020

    বিহার ভোটের ফল শাসক বিজেপি শিবির এবং বিরোধী উভয়ের পক্ষেই নিজ নিজ হিসেবে আশাব্যঞ্জক।: সুদীপ্ত সেনগুপ্ত

     বিহার ভোটের ফলাফলের রাজনৈতিক শিক্ষা বিরোধী শিবির এবং শাসক শিবির উভয়ের পক্ষেই যথেষ্ট আশাব্যাঞ্জক। বিজেপি এবং তার সহযোগী দলগুলোর রাজনীতি সম্পূর্ণ ভাবে জাত ও ধর্মের উপর দাঁড়িয়ে রয়েছে। এবং বিহার ভোটে তাদের এই জয় বুঝিয়ে দিল এখনও জাত-ধর্ম ভিত্তিক রাজনীতি করেও ভোটে জেতা যায়। অন্যদিকে বিরোধীদের মধ্যে তেজস্বী যাদবের নেতৃত্বে রাষ্ট্রীয় জনতা দল 75টি আসন পেয়ে একক শক্তিতে সব থেকে বড় দল হিসেবে প্রতিষ্ঠিত। তেজস্বী যাদবরা দেখিয়ে দিলেন শিক্ষা, সেচ, কাজ, মূল্যবৃদ্ধির মতো ইস্যুগুলো নিয়ে লড়েও ভোটে যথেষ্ট ভাল ফল করা যায়। বামেদের ফলও আশাপ্রদ। 2020-র বিহার বিধানসভ ভোটের শিক্ষার দিকে নজর থাকবে আগামী দিনেও।

     


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    এই প্রথম কোনও রাজনৈতিক বক্তব্য নেই নেতাদের, এক কে কত বেশি দুর্নীতিগ্রস্ত শুধু তার‌ই তরজা চলছে।

    জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনার প্রথম দিনে উপস্থিত ছিলেন অধ্যাপক সুকান্ত চৌধুরী

    জীবনে অন্য ক্ষেত্রে, অন্য পরিচয়ে সফল, প্রতিষ্ঠিত হলেই কি রাজনীতিতে আসা যায়?

    গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে একটি উপাসনাস্থল ভেঙে ফেলার অপরাধের বিচার ভারতের ইতিহাস করবে?

    একদিকে কোভিড, অন্যদিকে নির্বাচন, দু'য়ের মাঝে অসহায় মানুষ।

    পদার্থবিজ্ঞানে এবারের অন্যতম নোবেল বিজয়ী রজার পেনরোজ। কৃষ্ণগহ্বর নিয়ে তাঁর কাজের তত্ত্বগত ভিত্তি বাঙ

    বিহার ভোটের ফল শাসক বিজেপি শিবির এবং বিরোধী উভয়ের পক্ষেই নিজ নিজ হিসেবে আশাব্যঞ্জক।-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested