×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • No one destroyed Babri Masjid

    4thPillars ব্যুরো | 30-09-2020

    সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত।

    সিবিআই আদালতে বাবরি মসজিদ ধ্বংস কাণ্ডে অভিযুক্ত সকলেই বেকসুর খালাস পেলেন। আদালতের বক্তব্য তাঁদের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ নেই। মনে পড়ে, সকলের সামনে খুন হ‌ওয়া জেসিকা লাল হত্যাকাণ্ডে আদালতে প্রথমে মনু শর্মা খুনি সাব্যস্ত হয়নি। 1992 সালের 6 ডিসেম্বর বিজেপি শীর্ষ নেতৃত্বদের উপস্থিতিতে একদল লোক বাবরি মসজিদের মাথায় উঠে সেটিকে ঘণ্টার পর ঘণ্টা ধরে ধ্বংস করে। কিন্তু সেই বিষয়ে সেখানে উপস্থিত রাজনৈতিক নেতারা কেউই কিছু জানতেন না, এটাই সাব্যস্ত হল। একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে একটি উপাসনাস্থল ভেঙে ফেলার অন্যায় অপরাধের বিচার হয়তো ভারতের ইতিহাসই করবে।

     

     

     


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    আজ নবম পর্বে গায়ক দুর্নিবার সাহা-র মুখেই শুনুন তাঁর গৃহবন্দি জীবনের কথা।

    বিধানসভা ভোটে বাংলায় তিন পক্ষই ইস্তেহারে নিজেদের মতো করে প্রতিশ্রুতির বন্যা বইয়ে দিল

    লকডাউনের উদ্দেশ্যকে সম্পূর্ণ নস্যাৎ করে দিল প্রবাসী শ্রমিকদের ঘরে ফেরা।

    বাম-কংগ্রেস-আইএসএফ মোর্চার রবিবারের ব্রিগেডের বিপুল জন সমাবেশ ভোটে কি দাগ কাটতে পারবে?

    No one destroyed Babri Masjid-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested