×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বাংলায় ভোট, পর্ব 27- মহাসঙ্কটের মধ্যে নির্বাচন

    4thpillars ব্যুরো | 26-04-2021

    দর্শকদের সঙ্গে সরাসরি আলোচনায় সুদীপ্ত সেনগুপ্ত।

    একা রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। করোনার দ্বিতীয় দফার হানায় টালমাটাল অবস্থা দেশের স্বাস্থ্য ব্যবস্থার। অক্সিজেনের অভাবে মারা যাচ্ছেন মুমূর্ষু রোগী। একইসময়ে বাংলায় নির্বাচন। নির্বাচনী প্রচারসভায় বেপরোয়া মনোভাব রাজনীতিকদের। রোগগ্রস্ত, আতঙ্কগ্রস্ত মানুষ কী ভাবছেন এসব নিয়ে? তা জানতেই গত 24 এপ্রিল (শনিবার) www.4thpillars.com -এর সম্পাদক দর্শকদের মুখোমুখি হয়েছিলেন। গণপরিসরে উঠে আসা জরুরি প্রশ্নগুলি নিয়ে আলাপ-আলোচনা, মতবিনিময় হল।

     


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    তদন্তের ফলাফল আসার আগেই মিডিয়ার বিচারসভায় দোষী সাব্যস্ত হয়েছেন রিয়া চক্রবর্তী।

    বাংলার মানুষ কি এই নিম্ন-মধ্যবিত্ত ঘরের শিক্ষিত, সৎ, তরুণ রাজনীতিকদের আইনসভায় পাঠাবেন?

    এ সরকার কার জন্য? গরিবের নয়?

    জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনার তৃতীয় দিনে উপস্থিত ছিলেন অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী

    আজকের ভারতে চরম দক্ষিণপন্থী শাসনে যেন সেই ইউটোপিয়া বাস্তবায়িত হচ্ছে!

    কোভিড মোকাবিলায় নির্বাচন কমিশনের ভূমিকায় সরব মাদ্রাজ হাইকোর্ট। কত প্রাণ যাবে গণতন্ত্র প্রতিষ্ঠায়?

    বাংলায় ভোট, পর্ব 27- মহাসঙ্কটের মধ্যে নির্বাচন-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested