অবশেষে দোষী সাব্যস্ত কুলদীপ সেঙ্গার। প্রাক্তন বিজেপি বিধায়ক। স্বভাবতই এই ঘোষণায় স্বস্তি পেয়েছেন উন্নাওয়ের ধর্ষিতার পরিবার।
তবে এর মধ্যেও কিছু কথা মাথায় ঘোরাফেরা করছে। ঘটনার প্রায় আড়াই বছর পর দোষী সাব্যস্ত সেঙ্গার। সে আবার কেন্দ্রীয় সরকারেরই মনোনীত প্রার্থী ও বিধায়ক (যদিও পরবর্তীকালে বহিষ্কৃত)। লজ্জা!
ধর্ষণের অভিযোগ জানাতে গিয়ে বারবার নানা সমস্যার সম্মুখীন হতে হয় ধর্ষিতা এবং তার পরিবারকে। একবার নয় বারবার গণধর্ষণ করা হয় তাকে। মাঝরাস্তায় সাজানো পথদূর্ঘটনায় মেরে ফেলার চেষ্টা হয়। হারিয়েছেন কাকিমা ও বোনকে। লজ্জা!
ধর্ষিতা মেয়ের পাশে দাঁড়ানোর সাহস করায় ভুয়ো কেস দিয়ে জেলে পোরা হয় তাঁর বাবাকে। পুলিসি হেফাজতে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয়। লজ্জা!
ধর্ষিতা নিজে এতদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন! এখন যদিও তিনি সুস্থ। তাঁর অপরাধ? তিনি ধর্ষিতা। লজ্জা!
ধর্ষক যদি নাবালক হন, তাহলে তার ছাড় পেয়ে যাওয়ার কথাও আমরা জানি। ধর্ষিতা নাবালিকা হলে? পক্সো আইন। তবুও এতদিন লাগল ধর্ষককে দোষী সাব্যস্ত করতে? লজ্জা!
মাত্র সপ্তাহখানেক আগের ঘটনা। হায়দ্রাবাদে প্রিয়াঙ্কা রেড্ডি ধর্ষণকান্ডে অভিযুক্তদের ‘এনকাউন্টার’ করে মারা হয়। সেই নিয়ে উত্তাল হয় গোটা দেশ। প্রায় ৯০ শতাংশ মানুষই জয়গান গাইতে থাকে পুলিসের। যদি দোষীকে শাস্তি দেওয়ার এটাই পন্থা হয় তাহলে এক্ষেত্রেও একই রাস্তা নেবে তো পুলিস? নিতে পারবে? পারবে ঘটনার পূণর্নিমানের অজুহাতে ওই লোকটিকে রাস্তায় বের করে ‘এনকাউন্টার’ করতে?
প্রসঙ্গত এখন গোটা দেশে উত্তাল ছাত্রসমাজ। তাঁদের ‘সেকেন্ড হোম’, তাঁদের শিক্ষাস্থলই আজ বিপন্ন। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরোধীতায় সরব সকলে। ছাত্র পেটানোয় পুলিসের নগ্নরূপও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। স্পষ্টতই বিজেপির উপর খেপে দেশের বেশিরভাগ মানুষ। তারই মাঝে কুলদীপ সেঙ্গারকে দোষী সাব্যস্ত করাটাও কি তাহলে ‘পার্ট অফ দ্য প্ল্যান’? যাতে মানুষের নজরে খানিকটা ধুলো দেওয়া যায় আবার?
ক্যারাটের মাধ্যমে নারীসুরক্ষার বার্তা কলকাতার
১৯৮৬ সালে গিরিডিতে দেশের বাড়ি ছেড়ে পালিয়ে আসেন কলকাতায়। এরপরেই অটোর মাথায় বাগান বানানোর সিদ্ধান্ত।
তাস নিয়েই জব্বর কাণ্ড ঘটিয়ে ফেলেছেন আলিপুরদুয়ার জংশনের শুভ্রনীল মিত্র।
অনেকের কাছেই সোশাল মিডিয়া বেদ বাইবেল কোরানের তুল্য
পরিবেশ দূষণ, ভূমিক্ষয় ইত্যাদির ফলে প্রাকৃতিক দূর্যোগ এখন জলভাত। কিন্তু প্রাণ বাঁচানোর উপায় কী?
'দঙ্গল'-এর মত হিট ছবির পর পরিচালক নীতেশ তিওয়ারির 'ছিঁছোড়ে' দ্বিতীয় পরিচালনা। কেমন হল সিনেমা?