×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • মহালয়ার একমাস পরে পুজোয় নিহিত প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের গর্ব

    4thPillars ব্যুরো | 18-09-2020

    সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত।

    প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীরা লুনার ক্যালেন্ডার এবং সোলার ক্যালেন্ডারের মধ্যে ভারসাম্য আনার জন্য আবিষ্কার করেন মলমাস। যার ফলে চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী পুজো হলেও তা ঘুরেফিরে সাধারণ সৌর বছরের এক‌ই ঋতুতেই পড়ে। মহালয়ার এক মাস সাত দিন পরে দুর্গাপূজার সপ্তমীতে কোনও জটিলতা বা রহস্য নেই। প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের এই আবিষ্কার নিয়ে গর্ব করার বদলে কল্পিত পুষ্পক রথের গল্প ফাঁদে মূর্খ।
     

     


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    করোনা পরিস্থিতি যখন সবচেয়ে ভয়াবহ, তখনই হাত গুটিয়ে নিল নরেন্দ্র মোদীর সরকার।

    বাংলার মানুষ কি এই নিম্ন-মধ্যবিত্ত ঘরের শিক্ষিত, সৎ, তরুণ রাজনীতিকদের আইনসভায় পাঠাবেন?

    সব মিলিয়ে বর্ষবরণের চেয়ে বর্ষবিদায়ের আনন্দ বোধহয় এবার একটু বেশি।

    জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনার তৃতীয় দিনে উপস্থিত ছিলেন অধ্যাপক সব্যসাচী বসু রায়চৌধুরী

    করোনার বিরুদ্ধে লড়াইটা মন্ত্রশক্তি দিয়ে জেতা যাবে না।

    চেতনাকে যেন শান দিয়ে গেছে জীবনের বিনিময়ে

    মহালয়ার একমাস পরে পুজোয় নিহিত প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানের গর্ব-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested