×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • শিক্ষিত সৎ সচেতন যৌবনের প্রতিনিধিরা ভোট চাইছেন, আমরা কী দেব তাঁদের?

    4thpillars ব্যুরো | 02-04-2021

    শিক্ষিত সৎ সচেতন যৌবনের প্রতিনিধিরা ভোট চাইছেন, আমরা কী দেব তাঁদের: সুদীপ্ত সেনগুপ্ত

    রাজনীতি করা লোক মানে ভণ্ড, মিথ্যাবাদী, ঘুষখোর, প্রবঞ্চক। মিথ্যা প্রতিশ্রুতি দেয়, পালন করে না। সগর্বে ঘোষণা করে আমি নিজে গুণ্ডা পুষি। এই ধারার সম্পূর্ণ বিপরীতে মধ্যবিত্ত পরিবারের লেখাপড়া করা সন্তান তরুণ আন্তরিক আত্মবিশ্বাসী মেয়েরা ছেলেরা ভোটে দাঁড়িয়েছে। বাংলার মানুষ তাদের পাঠাবে আইনসভায়?

     


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    প্রধানমন্ত্রীর ভাবমূর্তি রক্ষা করতে বলি হচ্ছে না তো জাতীয় স্বার্থ?

    বাঙালির যে নবজাগরণ সমৃদ্ধ মানসিকতা, তার অন্যতম উদাহরণ ছিলেন সৌমিত্রবাবু নিজে।

    ভোট প্রার্থীদের বিরাট অংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা ঝুলছে। মানুষ বাছবে কাকে?

    সাধারণ মানুষ আর কি কমিশন কিংবা আধাসেনার ওপর ভরসা করে নির্ভয়ে ভোট দিতে পারবে?

    ভোটের পর হানাহানি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির লজ্জাজনক ও দুঃখজনক অঙ্গ।

    কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাংবাদিকদের চোখে কেমন লকডাউন চিত্র, আজ দেখুন তৃতীয় পর্ব।

    শিক্ষিত সৎ সচেতন যৌবনের প্রতিনিধিরা ভোট চাইছেন, আমরা কী দেব তাঁদের?-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested