×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • অমর একুশে

    4thPillars ব্যুরো | 21-02-2020

    অমর একুশে

    দীপ মুখোপাধ্যায়

    ভাষার জন্য সেই শহীদেরা লড়েছে অকুতভয়ে

    চেতনাকে যেন শান দিয়ে গেছে জীবনের বিনিময়ে

    লোহিতকণিকা ছটফট করে অমর একুশে এলে

    মৌসুমি প্রেম উথলিয়ে ওঠে শোক আসে বুক ঠেলে।

    কিন্তু যখন হারিয়েছে দিশা নড়িনি তো একচুল

    ভেসে আসে মনে রবীন্দ্রনাথ সুকান্ত নজরুল

    লক্ষ তারার খোঁজ করে যায় বাউলের একতারা

    স্বপ্ন দেখেছি এই ভাষাতেই হয়েছি আত্মহারা।

    বিশ্বায়নের রূপ নিয়ে আজ গর্বে ও সম্মানে

    বাংলাভাষা যে অভূতপূর্ব শ্রদ্ধা বাহবা আনে

    তবুও রয়েছি উদাসীন হয়ে থাকিনি অহংকারে

    বিপন্নতায় হাবুড্ববু খাই ম্লান হই বারেবারে।

    ভাষা-চেতনায় ভর করে সেই শিকড়ের কাছে আসা

    শহীদ-রক্তে রাঙা আমাদের বেদনাস্নাত ভাষা

    পা-দুটো হেঁটেছে অভ্যেসবশে প্রভাতফেরির ডাকে

    শপথের মালা শহীদমিনারে বেওয়ারিশ পড়ে থাকে।

    র‌্যাট-রেসে নামি আধুনিকতার বাংলাকে ভুলে যাই

    এগারোটা মাস বেঙ্গলি ছেড়ে ইংরেজি আওড়াই

    ফের আসে সেই মহান দিবস, আবেগের বাড়াবাড়ি

    আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    দেশের শাসকের বিরুদ্ধে সোচ্চার নাগরিক সমাজ। প্রতিবাদে সামিল কলকাতার শিল্পীরা।

    দেশের সংসদের প্রতি নরেন্দ্র মোদী পরিচালিত সরকারের বিন্দুমাত্র শ্রদ্ধা নেই!

    বিজেপি বিরোধী ভোট মানে‌ই তৃণমূলের শাসনের প্রতি নিরঙ্কুশ অন্ধ সমর্থন নয়।

    এ ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত ছিল।

    বাঙালির সান্ধ্যকালীন মনোরঞ্জনের দায়িত্ব টিভি সিরিয়ালের বদলে বর্তমানে রাজ্যের রাজনীতিবিদরা নিয়েছেন

    শিব ঠাকুরের আপন দেশে বাস করছি আমরা?

    অমর একুশে-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested