টাইমস ম্যাগাজিনে লাল ঢ্যাড়া পড়েছে। অতিমারীর কবলে গোটা বিশ্ব। কর্মহীন অগণিত। তার মাঝে রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে বর্ষবরণের চেয়ে বর্ষবিদায়ের আনন্দ বোধহয় এবার একটু বেশি। বছরের শেষ দিনে একবার ফিরে দেখা 'বিষ' বিশের এই সফরনামা। দেখল www.4thpillars.com
অনেকেই মনে করছেন শীর্ষ আদালতকে ঢাল করে সরকার এই আন্দোলনকে ভাঙতে চাইছে।
তুমি সে সব চামুণ্ডার জিভে ছুঁড়ে জড়িয়েমড়িয়ে শুয়ে থাকো, যেন আমি তোমার পোষ্য নই,সন্তান!
প্রত্যেকের নয় মাসের খাবার সরকারের গুদামে মজুদ। তবু কেন পেটে ভাত নেই ভারতবাসীর? জবাব চাই, খাবার চাই।
করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা এক লক্ষ ছাড়িয়েছে। তবু রাজনীতিক ও জনতার মধ্যে সচেতনতার বালাই নেই।
শুক্রবার আলোচনার পঞ্চম দিনে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ, অধ্যাপক অভিরূপ সরকার।
এখন লোক দেখানো বদলি, প্রশাসনিক ব্যবস্থা। চরম গাফিলতির জন্যই লকডাউনের উদ্দেশ্য ব্যর্থ হতে বসেছে।