×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • অভিনব সামাজিক কাজ, "Pawsome' Date-এ শ্রীলেখা

    শুভস্মিতা কাঞ্জী | 25-07-2021

    শশাঙ্ক ভাস্বরের সঙ্গে শ্রীলেখা, এবং যাদের জন্য এই উদ্যোগ

    এতদিন awesome শুনেছেন, কিন্তু pawsome শুনেছেন কি? জানি জানি, উত্তরটা না। বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্রের দৌলতে এই শব্দটি নেট জগতে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। 

     

    দিন আগে শ্রীলেখা তাঁর সোশাল মিডিয়ার দেওয়ালে একটি পোস্ট দেন, যার বক্তব্য ছিল যদি কেউ পথ কুকুরদের দত্তক নেয়, তাহলে তার সঙ্গে তিনি কফি ডেটে যাবেন। তাঁর এই পোস্ট দেখে আড়িয়াদহের একজন রেড ভলান্টিয়ার শশাঙ্ক ভাস্বর একটি পথ কুকুর দত্তক নেন। এরপরই অভিনেত্রী জানিয়ে দেন শশাঙ্কের সঙ্গে তিনি ডেটে যাবেন। যেমন কথা তেমন কাজ। দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত ক্যাফেতে এই ডেট সারেন শ্রীলেখা। 

     

    আরও পড়ুন: জীবনের গল্প 10 টাকায়!

     

    কিন্তু awesome -এর বদলে pawsone কেন? সাধারণত ডেট বলতে আমরা বুঝি দুজন মানুষের একান্ত সময় কাটানো, যেখানে তারা একে অন্যকে চেনে জানে। কিন্তু এই ডেটের নেপথ্যে রয়েছে সারমেয়রা। শ্রীলেখার মতে পথ কুকুররা ভীষণ অবহেলিত হয়। তাই এই উদ্যোগের জন্য যদি দুএকটি কুকুরও আশ্রয় খুঁজে পায়, তাহলে তার থেকে ভাল আর কিছু নেই। এই অবলা পশুদের জন্য তিনি বারংবার ডেটে যেতে রাজি। তাই এই চারপেয়ে বন্ধুদের ভাল থাকার জন্য অভিনেত্রী যে ডেটে যাচ্ছেন তার নাম ‘Pawsome’ দিয়েছেন। 

     

    আপাতত তাঁর অনুরাগীরা তাঁর উদ্যোগে ভীষণ খুশি। শশাঙ্ককে দেখে আরও অনেকেই এই উদ্যোগ নিয়েছেন, সেই খবর শ্রীলেখা তাঁর ফেসবুক ওয়ালে শেয়ার করেছেন। এতদিন নানান অভিনব উদ্যোগের সাক্ষী থেকেছে বঙ্গবাসী, এবার যেন একদম আলাদা একটি উদ্যোগের সাক্ষী থাকছেন সকলে। শ্রীলেখা এর আগেও বহু সামাজিক কাজ করেছেন, এবার একদম অন্যরকম একটা উদ্যোগ

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    এবারের দীপাবলি ধোঁয়াহীন রাখার বিষয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে খুশি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা

    পৃথিবীর থেকে প্রায় 930 কোটি আলোকবর্ষ দূরে সম্প্রতি প্রাচীনতম ছায়াপথ আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা।

    মন্দির মসজিদের মতো ঐতিহাসিক স্থাপত্যের গায়েও ধর্মের রং লাগানো হচ্ছে চিহ্ন দেখে।

    এই 2020 সালেও সমাজের চোখে নব বিবাহিত বরের মৃত্যু মানেই কনে অপয়া রাক্ষসী

    দুর্দান্ত অভিনয়, চিত্রনাট্যের পরেও অস্কারের জন্য মনোনীত হল না সর্দার উধম।

    এক গ্রাম্য মধ্যবিত্ত ছেলের অধরা স্বপ্ন, বন্ধুত্ব এবং জীবনের গল্প বলল বাদল দাস।

    অভিনব সামাজিক কাজ, "Pawsome' Date-এ শ্রীলেখা-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested