×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • জীবনের 9 বছর কেড়ে নিচ্ছে দূষণ!

    শুভস্মিতা কাঞ্জী | 09-09-2021

    প্রতীকী ছবি।

    আচ্ছা এক বছরে কী কী হতে পারে বলুন দেখি? একটা অজানা মারাত্মক রোগ আসতে পারে। স্বাভাবিক জীবন তার গতি হারাতে পারে। বাঁচার ধরন, মন্ত্র বদলে যেতে পারে। একটা সরকারের পতন হতে পারে। নতুন কত কিছু আবিস্কার হতে পারে। জীবনে অনেক নতুন সুযোগ আসতে পারে। অনেক নতুন কিছু জানার, শোনার, শেখার, দেখার থাকতে পারে। এক বছরেই এত কিছু হতে পারে, তাহলে ভাবুন তো নয় বছরে আরও কত কীই না হতে পারে! কিন্তু আপনি তো সব মিস করে যাচ্ছেন। আপনার যত বছর বাঁচার কথা তার থেকে কম করে বছর বাঁচছেন। কেন?

     

     

    বায়ু দূষণের ফলে ভারতীয়দের গড় আয়ু বছর কমে গিয়েছে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এনার্জি পলিসি ইনস্টিটিউট। তাঁদের গবেষণা বলছে, ভারতে অতিরিক্ত মাত্রায় দূষণ হয়, যা সরাসরি মানুষের জীবন এবং স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। এবং এই দূষণ দীর্ঘদিন বাতাসে থাকার ফলে তা আরও মারাত্মক হয়ে দাঁড়িয়েছে

     

     

    2019 সালে ভারতের গড় ধূলিকণার হার ছিল প্রতি কিউবিক মিটারে 70.3 মাইক্রোগ্রাম, যা পৃথিবীতে সর্বোচ্চ, এবং WHO-এর গাইডলাইনের দশগুণ! মধ্য এবং উত্তর ভারতের অবস্থা সব থেকে ভয়াবহ। এর মধ্যে সব থেকে খারাপ মানের বাতাস মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে আছে। উত্তর ভারতে প্রতি বছর বায়ু দূষণের কারণে প্রায় 116000টি সদ্যোজাত শিশু মারা যায় এবং 4.8 কোটি মানুষ তাঁদের জীবনের গড় আয়ুর 9 বছর হারায়

     

    আরও পড়ুন: যখন খুশি ক্লাস, প্রশ্ন করলেই গেট আউট

     

    গবেষণাটি বলেছে এর কারণ অতিরিক্ত জনসংখ্যা। যা দূষণের মাত্রা আরও বাড়াতে সাহায্য করছে। গোটা বিশ্বের বায়ু দূষণের চার ভাগের তিন ভাগ বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান এই চারটি দেশ থেকেই হয়

     

     

    তবে আশার কথা এই যে ভারত সরকার 2024-এর মধ্যে ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের মাধ্যমে 102টি শহরের দূষণ মাত্রা 20-30 শতাংশ কমানোর চেষ্টা করছে। এখন ভবিষ্যতই বলতে পারবে এই উদ্যোগ আদতে কতটা কার্যকরী হয়েছে


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    ‘বিজেপিকে তাড়াব এই ভোটে’ গানের কথায় বিজেপিকে তুলোধোনা করেছেন এই প্যারোডির স্রষ্টারা।

    ঘরবন্দি মানুষ সাইবার প্রতারণার সহজ শিকার হচ্ছেন।

    ভোটের সময় ছাড়াও অন্যান্য সময় সরকার তৎপর হলে মানুষ বাঁচে।

    জীবনে সফল হয়ে তারা যেন গর্ব ভরে বলে, 'রোল কাকুর জন্যই আমাদের এই সফলতা।'

    জীবনের কিছু সার সত্য কথা গল্পের আকারে তুলে ধরা হয়েছে।

    64 বছর বয়সে মেডিক্যাল পড়তে ভর্তি হলেন জয় কিশোর।

    জীবনের 9 বছর কেড়ে নিচ্ছে দূষণ!-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested