×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • আতঙ্কের নয়া নাম মাঙ্কি পক্স

    শুভস্মিতা কাঞ্জী | 23-05-2022

    নিজস্ব ছবি

    একে করোনায় রক্ষে নেই, তার সঙ্গে মাঙ্কি পক্স দোসর! ইউরোপের ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল, সহ মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যে এশিয়ার ইজরায়েলে এই রোগ ছড়িয়েছে। মাত্র 10 দিনে একশো জনের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

     

    ভারতের এখনও এই রোগ ছড়ায়নি। কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকার দু'জনেই তৎপরতার সঙ্গে বিষয়টার দিকে লক্ষ্য রাখছে। বিমানবন্দর এবং বন্দরে নজরদারি চালানো হচ্ছে।

     

    মে প্রথম কেস ধরা পড়ে মাঙ্কি পক্সের। ইংল্যান্ডে নাইজেরিয়া ফেরত একজনের দেহে এই রোগের ভাইরাস প্রথমবারের জন্য পাওয়া যায়। এর পর একে একে অন্যান্য দেশেও হদিস মেলে। স্মল পক্সের সঙ্গে এই মাঙ্কি পক্সের বেশ মিল আছে উপসর্গ এবং চেহারায়। কিন্তু আদতে স্মল পক্স বেশি ক্ষতিকর। বর্তমানে ইংল্যান্ডের সরকার ঘোষণা করে দিয়েছে যে তাদের দেশে মাঙ্কি পক্সের কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গিয়েছে

     

    মাঙ্কি পক্স আসলে কী?

    আরএন টেগোর হাসপাতালের চিকিৎসক ডক্টর রাজর্ষি ব্যানার্জি বলেন, "মাঙ্কি পক্স একটি সংক্রামক রোগ, এটা মাঙ্কি পক্স ভাইরাস থেকেই ছড়ায় যা আদতে অর্থপক্সভাইরাস গ্রুপের অন্তর্গত। এই ভাইরাস নতুন নয়। এর আগেও 2003 সালে এই রোগ কানাডায় ছড়িয়ে পড়েছিল।

     

    মাঙ্কি পক্স কী ভাবে ছড়ায়?

    মাঙ্কি পক্স মূলত বন্যপ্রাণী থেকে ছড়ায়। বিশেষত ইঁদুর থেকে। কিন্তু সংক্রমিত ব্যক্তির সঙ্গে বা কাছাকাছি থাকলেও এই রোগ ছড়াতে পারে। এটা মধ্য এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোতেই দেখা যায়।

     

    যেভাবে এই রোগ ছড়িয়ে পড়ছে তাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বিগ্ন। যদিও কোভিডের মতো বাড়াবাড়ি হবে না বলেই ডাক্তাররা মনে করছেন তবুও দ্রুত গতিতে ছড়াতে পারে এই রোগ।

     

    আরও পড়ুন:প্লাস্টিক খেকো ব্যাকটেরিয়াতে কৃত্রিম মেধার ব্যবহার

     

    মাঙ্কি পক্সের উপসর্গ কী?

    ডক্টর ব্যানার্জি বলেন, "মাঙ্কি পক্স হলে জ্বর হবে, সঙ্গে পক্সের মতো গায়ে ফোসকা পড়বে। সারা শরীরে ব়্যাশ বেরোতে পারে। গ্ল্যান্ডগুলো ফুলে যাবে। কিন্তু ভয়ের কিছু নেই 2 থেকে 4 সপ্তাহের মধ্যে এই রোগ কমে যায়।' ভয়ের কিছু নেই তবুও ডাক্তারবাবু জানান, "10 শতাংশ রোগী বিনা চিকিৎসায় মারা যেতে পারে এই রোগে। ফলে কোনও উপসর্গ দেখতে পেলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত। এখন যে কটা কেস ধরা পড়েছে সব কটাতেই প্যারাসিটামল এবং ফ্লুইড দিয়ে উপকার পাওয়া গিয়েছে।

     

    কলকাতা কিংবা ভারতে এই রোগ না ছড়ালেও কী করে নিজেদের এই রোগের হাত থেকে বাঁচানো যায়?

     

    ডক্টর রাজর্ষি ব্যানার্জি বলেন, "করোনার মতোই এই ক্ষেত্রেও মাস্ক ব্যবহার করতে হবে। বারবার হাত ধুতে হবে। বিদেশ থেকে কেউ এলে তার সঙ্গে দূরত্ব রেখেই ক'দিন কথা বলতে হবে। সব থেকে ভাল হয়, যে বিদেশ থেকে আসছে সে যদি নিজেকে অন্তত 7 দিনের জন্য গৃহবন্দি করে রাখেন। এছাড়া স্মল পক্সের টিকা নেওয়া থাকলে প্রোটেকশন আরও বেশি থাকবে।

     

    এখনও মহামারীর আকার ধারণ করেনি মাঙ্কি পক্স। কিন্তু আগামীদিনে করতেই পারে। তাই অযথা ভয় না পেয়ে ডাক্তারের পরামর্শ মতো চলাই উচিত। এবং কোনও উপসর্গ দেখতে পেলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত।

     


    শুভস্মিতা কাঞ্জী - এর অন্যান্য লেখা


    অনীক দত্তের অপরাজিত এবং সত্যজিৎ রায়ের পথের পাঁচালী মিলেমিশে একাকার হয়ে গেছে।

    গোটা ছবিতে উঠে এসেছে এক নারীর ঘুরে দাঁড়ানোর গল্প।

    আমাদের বদলের নেপথ্যে থাকে আমাদের চারপাশের মানুষ এবং পরিস্থিতি সেই কথাই মনে করাল এই ছবি।

    স্মরণকালের মধ্যে পূর্ব অ্যান্টার্কটিকায় গরম বাড়ছে নজিরবিহীনভাবে!

    ভাল-খারাপ দুই’ই আছে, তবু ই-বুকেই অভ্যস্ত হচ্ছেন পাঠক

    মিউজিক ভিডিওতে রূপমের লেখা গানের কথাগুলো দর্শককে ভাবাবে, আশ্বাস দেবে এক সুদিনের।

    আতঙ্কের নয়া নাম মাঙ্কি পক্স-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested