×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বাংলায় ভোট, পর্ব 31- এই ফল কীভাবে হল

    4thpillars ব্যুরো | 05-05-2021

    সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক শুভাশিস মৈত্র, রজত রায় এবং সাংবিধানিক আচরণ গ্রুপের জহর সরকার।

    মমতার তৃণমূল জিতেছে, মোদীর বিজেপি হেরেছে, বাম কংগ্রেস নিশ্চিহ্ন - বাংলার এই হল রায়। আসন সংখ্যা আর ভোটের শতকরা হিসেবের মধ্যে মানুষের বার্তাটা কী? এই বিষয়ে গত 3 মে (সোমবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় সাংবাদিক শুভাশিস মৈত্র, রজত রায় এবং সাংবিধানিক আচরণ গ্রুপের জহর সরকার উপস্থিত ছিলেন।


     

    1) রাজনৈতিক সদিচ্ছা না থাকলে রাজনৈতিক হিংসা আটকানো যায় না। এটা আগেও হতো এখনও হয়। রাজনৈতিক খুনের শাস্তি কখনই হয়নি, দোষীরা কোনদিন শাস্তি পায় না।


    2) গণতন্ত্রে হিংসার কোনও জায়গা রাখা চলবে না, যতই মতবিরোধ থাক হিংসা কে প্রশ্রয় দেওয়া চলবে না।


    3) চাকরি দিতে পারছে না, ব্যবসার সুযোগ নেই অতএব পেশা হিসেবে হিংসা উঠে এসেছে। আর তাতে রাজনৈতিক দলগুলোর অনুমোদন আছে।


    4) নির্বাচন কমিশন করোনা নিয়ে মাথাই ঘামায়নি, এখন যদি সরকার এসে তাকে ঠিক ভাবে মোকাবিলা করতে পারে তাহলে একটা রূপরেখা তৈরি হয়ে যাবে আগামীদিনের জন্য।


    5) ভোটের ফল থেকেই স্পষ্ট, মানুষ বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতার প্রশ্নে তৃণমূলকে বেছে নিয়েছে, তাদের অনেক ত্রুটিবিচ্যুতি থাকা সত্ত্বেও।


    6) তৃণমূলের জনপ্রতিনিধিরা সাম্প্রদায়িক রাজনীতির মোকাবিলায় কতটা আন্তরিক হবেন, তা নিয়ে একটা প্রশ্ন রয়েই যাচ্ছে। তৃণমূল এদের সাম্প্রদায়িক বিরোধী অবস্থানের জন্য দাঁড় করায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধিতার প্রশ্নে অটল। তাই মানুষ তাঁকেই বেছে নিয়েছেন।


    7) তৃণমূলের ভোট শতাংশ আগের থেকে অনেক বেড়েছে। এই ভোটে বাম-কংগ্রেসের একটা ভোটও ঢুকে আছে। এই ভোটটা কিন্তু চিরস্থায়ী নয়। তৃণমূলের কাজ, সাম্প্রদায়িকতা বিরোধী অবস্থানের ওপর নির্ভর করছে, এই ভোটটা কতদিন তৃণমূলের সঙ্গে থাকবে।


    8) সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। বিজেপির রথের চাকাকে বাংলার মাটিতে বসিয়ে দিয়ে মমতা সেই শূন্যতা পূরণ করতেই পারেন। অনেক মোদী বিরোধী লড়াইয়ে সমন্বয়হীনতা দেখা দিচ্ছে। যোগ্য বিরোধী মুখই পারেন এখানে সমন্বয় তৈরি করতে।


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    কৃষি আইন প্রণয়নের সময়ে সংসদে জনপ্রতিনিধিদের কথা শোনেনি সরকার। এবার কি সরাসরি জনতার কথা শুনতে হবে? 

    লোকসঙ্গীতের পরম্পরা

    এক অচেনা ব্যক্তি দাঁড়িয়ে দরজায়

    রাষ্ট্রের নজরদারির ঘৃণ্য নজির এবার ভোট পর্বের প্রচারে।

    দোষারোপের বাড়াবাড়িতে কেউ ধর্ম খুঁজছেন, কেউ কোনও ভাবধারা।

    লকডাউন আর আনলকের তামাশার মানেটা কী?

    বাংলায় ভোট, পর্ব 31- এই ফল কীভাবে হল-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested