বিশ্বের কঠোরতম লকডাউনে ডান্ডা দেখিয়ে দেশবাসীকে ঘরবন্দি করে সরকার। তাতেই সংক্রমণ ছড়ানোর আশঙ্কা ছিল বিজ্ঞানীদের। অর্থনীতিবিদরা বলছেন তাই হয়েছে। ঘরে ঘেঁষাঘেঁষিতে সংক্রমণ ছড়ানোর পর ভাইরাস ছড়িয়েছে সারা দেশে। লকডাউন আর আনলকের তামাশার মানেটা কী?
দেশের শাসকের বিরুদ্ধে সোচ্চার নাগরিক সমাজ। প্রতিবাদে সামিল কলকাতার শিল্পীরা।
করোনা থেকে বাঁচার লড়াই এ বাংলায় ব্যক্তিকে একলাই লড়তে হবে।
বিদ্বেষ আর হিংসার রাজনীতির বিরুদ্ধে একটা সাদা রুমাল নিয়েও তাদের কেউ পথে নামেনি।
অবৈধ তাড়াহুড়োর ফল হতে পারে অভূতপূর্ব মাত্রার মারাত্মক! এবার কি বোধোদয় হবে কর্তাদের?
সংবাদমাধ্যমের কাছে এবারের ভোটে মানুষের কী প্রত্যাশা?
এখনকার রাজনীতিকরা পাড়াতে যে ভাষায় কথা বলেন, সেই একই ভাষা রাজনীতিতেও ব্যবহার করছেন।