×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • কী হল রে জান... অসাধারণ ঋষি

    4thPillars ব্যুরো | 19-04-2020

    ঋষি

    ১৭৫৭। বাংলার নবাব তখন সিরাজউদ্দৌলা। ইংরেজ সেনাধিপতি রবার্ট ক্লাইভ নবাবের সেনাপতি মীরজাফরের সাথে গোপন আঁতাত গড়লেন। তারপর জুন মাস নাগাদ গুটিকতক ইংরেজ সৈন্য এবং গোলন্দাজ বাহিনী নিয়ে আক্রমণ করলেন মুর্শিদাবাদ। শান্ত স্নিগ্ধ ভাগীরথীর তীরে মুর্শিদাবাদ জেলার পলাশীর প্রান্তরে শুরু হল দুই বাহিনীর সম্মুখ সমর। ইংরেজদের গোলার আঘাতে প্রধান সেনাপতি মীরমদন শহীদ হওয়ার পরও সেনাপতি মোহনলাল বীরবিক্রমে লড়াই করে চললেন। নবাবের বিশাল বাহিনীর কাছে ক্লাইভ বাহিনীর তখন নাকাল অবস্থা। এমন সময় বিশ্বাসঘাতক, ক্ষমতালিপ্সু মীরজাফরের কুটিল পরামর্শে ও প্ররোচনায় একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করা হল।

     

    ভাগ্যের অদ্ভুত পরিহাসে হঠাৎ বৃষ্টি নামলো তখন। নবাবী কামানের ভারী ভারী গোলা সব ভিজে নষ্ট হয়ে গেল। ওদিকে, আমগাছের আড়াল থেকে ইংরেজ বাহিনী ক্রমাগত গোলাগুলি চালিয়ে যেতেই লাগলো এবং যুদ্ধ নিরস্ত নবাবী বাহিনীকে একতরফা লড়াইয়ে ছত্রভঙ্গ করে দিলো। পর্যুদস্ত হলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। সারা ভারতজুড়ে ব্রিটিশ রাজ কায়েমের সূচনা হয়ে গেল ঠিক তখন থেকেই। স্নিগ্ধ ভাগীরথীর শান্ত প্রান্তরে হাতি ঘোড়া সিপাই সান্ত্রীর চিৎকার আর্তনাদ, বারুদের গন্ধ সাধারণ জনজীবনে গভীরভাবে রেখাপাত করেছিল। তাই, মুর্শিদাবাদ, মালদা জেলার নিজস্ব লোকসঙ্গীতের পরম্পরা "আলকাপ" -এর মাধ্যমে বিধৃত হয় এই ঐতিহাসিক ঘটনার অনুপুঙ্খ বর্ণন।

     

    ঋষি চক্রবর্তীর গলায় শুনুন অসাধারণ গানটি।

     

     

     


    4thpillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    ব্যক্তি ট্রাম্প এখানে আলোচ্য বিষয় নন। ট্রাম্প একটা বিকৃত মতবাদের প্রচার এবং প্রসার করছেন মাত্র।

    মুসলিম পরিবারে হিন্দু মেয়ের বিয়ে নাকি লাভ জিহাদ - প্রেমের নামে ধর্ম প্রচার!

    এ ব্যবস্থা আরও আগে নেওয়া উচিত ছিল।

    নেতাদের কিনে খেতে হয় না বলে এই নিয়ে কেউ ভাববে না?

    সর্ষের মধ্যে ভূত নয়, কম্পিউটারের ভুয়ো ফাইলে ‘আর্বান নকশাল’ খুঁজছে সরকার।

    কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাংবাদিকদের চোখে কেমন লকডাউন চিত্র, আজ দেখুন পঞ্চম পর্ব।

    কী হল রে জান... অসাধারণ ঋষি-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested