রাত্রিবেলায় হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ। এক অচেনা ব্যক্তি দাঁড়িয়ে দরজায়। কোনও ‘Guest’ না কি অন্য কেউ? দরজা খোলা কি ঠিক হবে?
ছবিটি তৈরি করেছে ‘ডিফোকাস ফিল্ম স্টুডিও’। 2015 থেকে তাদের পথচলা শুরু। তাদের কিছু কাজ জাতীয় স্তরেও স্বীকৃতি পেয়েছে। ডিফোকাস ফিল্ম স্টুডিও মূলত শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, মিউজিক ভিডিও ইত্যাদি তৈরি করে। এই ছবিটি পরিচালনা করেছেন সায়ক নাগ এবং সঙ্গীত পরিচালনা করেছেন তিনিই।
আরও দেখুনঃ |
নাচের হাত ধরেই কর্কট রোগের সঙ্গে চোখে চোখ রেখে লড়ছেন নয়নিকা। হারার কোনও প্রশ্নই নেই।
সবাই জানত করোনার দ্বিতীয় ঢেউ আসবে এবং সেটা আরও মারাত্মক হবে। তবু কেউ সচেতন হল না।
কবিতা তার জ্যান্ত লাশ, কার?
Journalists Gautam Lahiri and Sudipta Sengupta discuss Departed Congress Leader Somen Mitra
কেউ প্রশ্ন তুললেই তাকে রাজনীতির ধ্বজাধারী ঠাহর করে আমরা গণতন্ত্রের পরিসরকে ছোট করে ফেলছি না কি?
মহামারী পরিস্থিতিতেও কেন্দ্র-রাজ্য দুই সরকারের ক্ষমতার টানাপোড়েন। রাজ্যে কি এখন দু'টি সরকার চলছে?