×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • আপুন লিখেগা নেহি শালা

    রাতুল গুহ  | 07-04-2022

    নিজস্ব ছবি

     

    মাধ্যমিকের খাতায় কেউ লিখেছে খেলা হবেস্লোগান। উত্তর লিখতে না পেরে অনেকেই হুবহু প্রশ্নপত্র টুকে দিয়েছে, বহু শিক্ষকের অভিজ্ঞতা এমনই। সামগ্রিক ভাবে মহামারী পরবর্তী সময়ের মাধ্যমিকে ছাত্রছাত্রীদের শিক্ষার হাল করুণ! শিক্ষক-শিক্ষিকাদের অভিজ্ঞতায় বিজ্ঞান বা ইংরাজি নয়, বাংলা ভাষার খাতাতে অধিকাংশ পরীক্ষার্থী ব্যর্থবাক্য গঠন থেকে প্রশ্ন বুঝে উত্তর লেখার ক্ষেত্রে।

     

    এই ব্যর্থতায় দায় কি ছাত্রছাত্রীদের? দীর্ঘ দু'বছর বিদ্যালয় বন্ধ থাকায় রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল লেখাপড়ার অভ্যাস থেকে। সরকার মন্ত্রী আমলারাকোভিড নিয়ন্ত্রণে আর নির্বাচন পরিচালনায় যে পরিমাণ মনোযোগ দিয়েছিলেন, তার সামান্য এক ভাগও যদি শিক্ষা প্রসঙ্গে দিতেন! শিক্ষক-শিক্ষিকাদের অভিজ্ঞতায় অন্যান্য বছর ভালনম্বর  প্রাপ্ত ছাত্রছাত্রীদের পাশাপাশি বড় অংশের ছাত্রছাত্রী থাকে মধ্যবর্তীপর্যায়ের। কিন্তু, এ বছর এই মধ্যবর্তীপর্যায়ের পড়ুয়াদের স্থানান্তর ঘটছে প্রান্তিকপর্যায়ে। 30-এর ঘরে নম্বর তুলতেও হিমশিম খেয়েছে অধিকাংশ পড়ুয়া, আশঙ্কিত শিক্ষক মহলও! 

     

    আরও পড়ুন:প্রধানমন্ত্রীর মাস্টারস্ট্রোক!

     

    বাস্তব জীবনের প্রতিফলন এসে পড়েছে খাতায়। এক পড়ুয়ার খাতায় স্পষ্টতই লেখা, ‘আপুন লিখেগা নেহি শালা। বাক্যটিতে বলিউডি সিনেমার জনপ্রিয় সংলাপের ছাপ থাকলেও বাস্তব অসহায়তার ছবি স্পষ্ট হয়েছে খাতাতে। অনলাইন মাধ্যম যে সংখ্যাগুরু পড়ুয়াদের শিক্ষাগ্রহণের জন্য যথেষ্ট নয়, তা প্রমাণ করে মাধ্যমিকের শূন্য খাতাগুলি! এই নব প্রজন্মকে বিপদের কিনারে দাঁড় করিয়ে আমরা কী ভাবে দেখব শিক্ষাব্যবস্থা, মূল্যায়ন পদ্ধতিকে? ‘5’ কিংবা ‘15’ মার্কস পাওয়া পড়ুয়াদের ঘরে খাবারটুকু জোটে কিনা, ইন্টারনেট চলে কিনা, অন্বেষণ প্রয়োজন সবটাই! এখনই এই প্রশ্নগুলির উত্তর না খুঁজলে সমাজের দীর্ঘস্থায়ী ক্ষতি অনিবার্য। যে ক্ষতির দায়ভার এড়ানো অসম্ভব! 

     


    রাতুল গুহ - এর অন্যান্য লেখা


    দেশের গড় পরিসংখ্যানের তুলনায় পিছিয়ে বাংলা, 18 বছরের আগেই বিয়ে হচ্ছে 42% মেয়ের

    বাংলায় রাজনীতিতে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাবলীল তার চিরায়ত অহিংসার ধারণার সঙ্গে একেবারেই মেলে না।

    শাসকবিরোধী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বদলি প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করলেন নির্মল মাজি

    সাম্প্রতিক ইউক্রেন সংকট তুলে ধরল মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাম্রাজ্যবাদী সংঘাতকেই। 

    গবেষক হলেও দলিত তো! বদলায় না নির্মম ইতিহাস।

    বেকারত্বে জীর্ণ দেশের যৌবন, বিক্ষুব্ধ কর্মপ্রার্থীরা পথে নামছেন দেশের নানান প্রান্তে

    আপুন লিখেগা নেহি শালা-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested