×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • আবার কাশ্মীর

    4thPillar WeThePeople | 26-06-2021

    সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, সুমন ভট্টাচার্য এবং রাষ্ট্রবিজ্ঞানী শিবাজী প্রতিম বসু।

    একতরফাভাবে রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল জম্মু ও কাশ্মীরের। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীরা সহ বহু মানুষ বিনা বিচারে দীর্ঘদিন বন্দি ছিলেন। প্রায় দু'বছর পর কাশ্মীরের নেতাদের সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী, কী হতে যাচ্ছে কাশ্মীরে? এই বিষয়ে গত 24 জুন (বৃহস্পতিবার) www.4thpillarwethepeople.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, সুমন ভট্টাচার্য এবং রাষ্ট্রবিজ্ঞানী শিবাজী প্রতিম বসু উপস্থিত ছিলেন।

     

     

    1) যাঁদের উপর নির্ভর করে মোদী আজকের মিটিং সাজাতে চেয়েছিলেন সেই কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সহ অন্যান্যরা মিটিং থেকে বেরিয়ে স্টেটহুড ফিরিয়ে দেওয়ার দাবি করেছেন।


    2) আজকের গোটা ঘটনাটাই ঘটেছে আন্তর্জাতিক চাপের কারণে। সেই চাপের কারণেই কাশ্মীর নিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার নমনীয় হয়েছে।


    3) কাশ্মীরের বর্তমান রাজনৈতিক দলগুলো ছাড়াও অনেক নতুন দল এখানে মাথা তুলে দাঁড়াতে চাইছে। এখন দেখার বিষয়ে ভবিষ্যতে তাদের সঙ্গে কেমন আচরণ করা হয়!


    4) কাশ্মীরের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য করা বৈঠকে উপত্যকার সব ক'টি রাজনৈতিক দল কাশ্মীরের হৃত মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে।


    5) জম্মু ও কাশ্মীরের মধ্যে নতুন করে আসন বিন্যাসের মাধ্যমে বিজেপি হিন্দুপ্রধান জম্মুকে গোটা রাজ্যের রাজনৈতিক ভরকেন্দ্র করতে চাইছে, যাতে একজন হিন্দু মুখ্যমন্ত্রীকে কুর্সিতে বসানো যায়।


    6) নরেন্দ্র মোদী এবং বিজেপির সংকটটা উভমুখী। একদিকে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তিনি ‘হিন্দু হৃদয় সম্রাট’। আবার বহির্বিশ্বে তিনি ‘দক্ষিণ এশিয়ার মুক্তিসূর্য’! তাই উপত্যকায় 50 লাখ মুসলিমকে কার্যত বন্দি করে তিনি বাকি ভারতের সমর্থন পেলেও, আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ পুড়েছে।


    7) আন্তর্জাতিক চাপের কাছে নতজানু হয়েই হোক কিংবা আন্তরিকতার খাতিরে— যে বৈঠক আজ কেন্দ্র করল, সেই বৈঠল 2019-এ কাশ্মীরে 370 ধারা বিলোপের আগে হলেই ভাল হত। তবু, দেরিতে হলেও কাশ্মীর নিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনা শুরু হয়েছে, এই অনেক।


    4thPillar WeThePeople - এর অন্যান্য লেখা


    বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে 1971 সালে সত্যিই কি কারাবরণ করেছিলেন নরেন্দ্র মোদী?

    উত্তরপ্রদেশের বিধানসভা ভোটের আগেই বিজেপির বিরুদ্ধে কৃষক মহাসম্মেলনে এক হওয়ার ডাকে বিপাকে বিজেপি।

    উত্তরপ্রদেশের নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ, দেশের বাইরেও ভারত নিয়ে আগ্রহী দেশ, সংস্থা, প্রতিষ্ঠান

    তৃণমূলের রাহুল গান্ধীর প্রতি অনাস্থা আর গোপন নয়। জাতীয় স্তরে বিরোধী ঐক্য কি স্বপ্নই রয়ে যাবে?

    ঘোষিত লক্ষ্য পরিকাঠামোর জন্য অর্থের সংস্থান। অতীতের অভিজ্ঞতা কী বলে?

    প্রায় দু'বছর পর কাশ্মীরের নেতাদের সঙ্গে আলোচনায় বসলেন প্রধানমন্ত্রী, কী হতে যাচ্ছে কাশ্মীরে?

    আবার কাশ্মীর-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested