লকডাউন মেনে বাড়ি থেকেই কাজ করছে ফোর্থ পিলার্স। কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাংবাদিকদের চোখে কেমন সেই লকডাউন চিত্র, আসুন দেখে নেওয়া যাক। আজ দ্বিতীয় পর্ব।
উরুগুয়ের এদুয়ার্দো গ্যালেয়ানো স্পেনীয় ভাষায় লেখেন ‘চিলড্রেন অফ দ্য ডে’জ
গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশে একটি উপাসনাস্থল ভেঙে ফেলার অপরাধের বিচার ভারতের ইতিহাস করবে?
বাংলা ও বাঙালির বৌদ্ধিক চর্চার অন্যতম কেন্দ্র কলেজ স্ট্রিট কফি হাউসেও গেরুয়া বাহিনীর হামলা।
লোকসঙ্গীতের পরম্পরা
সোনার বাংলার প্রলোভনে প্রলুব্ধ করে কি বাংলার চিরায়ত সংস্কৃতিকেই করায়ত্ত করবে বিজেপি এবং সংঘ পরিবার।
ধর্মের ভিত্তিতে বিভাজন ছাড়াও বাঙালি বনাম অবাঙালি, নারী এবং পুরুষ বিভাজনও এবারের ভোটে সক্রিয়।