×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বাংলায় ভোট পর্ব 22 - বাঙালির সত্তা রক্ষার লড়াই?

    4thpillars ব্যুরো | 15-04-2021

    সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে আলোচনায় কবীর সুমন।

    নির্লজ্জ সাম্প্রদায়িকতার খেলা চলছে বাংলার ভোট পর্বে। মুখ্যমন্ত্রীকে উল্লেখ করা হচ্ছে "বেগম মমতা' বলে। কিন্তু বিভাজন কি শুধুই ধর্মের ভিত্তিতে? বাঙালি বনাম অবাঙালি, নারী এবং পুরুষ বিভাজন‌ও কি এবারের ভোটে সক্রিয় নয়? এই নিয়েই www.4thpillats.com গত 14 এপ্রিল (বুধবার) একটি আলোচনার আয়োজন করেছিল। এই আলোচনায় সুদীপ্ত সেনগুপ্তের সঙ্গে উপস্থিত ছিলেন কবীর সুমন। West Bengal Assembly Election 2021 is not only about religious divide but also about linguistic and gender divide.

     

     

    তিনি সঙ্গীত তপস্বী, তিনি বিতর্কিত, তিনি সমকালের নিবিড় পর্যবেক্ষকও বটে। তিনি কবীর সুমন। বরাবরের মতোই অনর্গল, অকপট। যিনি দ্ব্যর্থহীন ভাবে বলতে পারেন, রাজ্যে বিজেপিকে রুখতে সকলের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো উচিত। আবার প্রখর ইতিহাস চেতনা দিয়ে তিনি আবেগে রাশ টেনে সংযমী হতেও বলেন। বলেন মমতাও একজন শাসক। তাই তিনিও সংশয়াতীত নন। তাঁর কাজ, কর্মপন্থাকেও আমাদের প্রতিনিয়ত জরিপ করতে হবে। গণতান্ত্রিক উপায়ে সমালোচনা করতে হবে।

     

    www.4thpillars.com -ও আগাগোড়া সংশয়বাদী। যারা ভিন্নমতকে শ্রদ্ধা করে, আবেগসর্বস্ব বা অনুগত হয়ে নয়, শাসকের পর্যালোচনা করে নির্মোহ দৃষ্টিভঙ্গি নিয়ে।


    4thPillars ব্যুরো - এর অন্যান্য লেখা


    মিডিয়ায় ঠিক ভুল যুক্তির বিচারে হোক, সংখ্যার জোরে নয়! শুধু ঝড়ের নামে নয়, সর্বর্ত্রই!

    বিশ্বব্যাপী মহামারীর থেকে ধর্মীয় উৎসব পালন কি বেশি জরুরি?

    কেউ প্রশ্ন তুললেই তাকে রাজনীতির ধ্বজাধারী ঠাহর করে আমরা গণতন্ত্রের পরিসরকে ছোট করে ফেলছি না কি?

    কলকাতার নানা প্রান্তে ছড়িয়ে থাকা সাংবাদিকদের চোখে কেমন লকডাউন চিত্র, আজ দেখুন ষষ্ঠ পর্ব।

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021 এর নায়ক এক এবং একমাত্র বুদ্ধদেব ভট্টাচার্য।

    বিজেপি বিরোধী ভোট মানে‌ই তৃণমূলের শাসনের প্রতি নিরঙ্কুশ অন্ধ সমর্থন নয়।

    বাংলায় ভোট পর্ব 22 - বাঙালির সত্তা রক্ষার লড়াই?-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested