×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • বন্ধু সেজে বিপদ মেয়ের দাঁড়িয়ে আছে এ কী!

    রাতুল গুহ  | 23-04-2022

    প্রতীকী ছবি।

    ঘরে কিংবা বাইরে কোথাওই যেন মেয়েদের নিজের শরীরের ওপর অধিকার নেই! পরিবারের আত্মীয়, এলাকার ক্ষমতাশালী বা লুম্পেনদের প্রতি ধর্ষণের অভিযোগ বরাবর। কিন্তু, বন্ধুরাও যদি বিশ্বাস ভাঙে? প্রিয় মানুষটি যদি অসম্মতিতে যৌন নিগ্রহ করে তার সঙ্গীকে! এমন অভিযোগও কিন্তু নতুন নয়, আশঙ্কা বাড়িয়ে ভারত সহ সমগ্র বিশ্বেই বন্ধু বা সঙ্গীকে ধর্ষণের ঘটনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যাকে লিঙ্গবিদ্যার (Gender Study) পরিভাষায় বলা হচ্ছে ‘Date Rape’  

     

    এবার কোন্নগরের চটকল এলাকায় চার ‘বন্ধু’র বিরুদ্ধে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সূত্রপাত 1 মার্চ। প্রথমে এলাকার এক যুবক আকাশ জানা পূর্বপরিচিত ওই তরুণীকে জন্মদিনের পার্টির নাম করে নিজের বাড়িতে নিয়ে আসে। এক্ষেত্রে মাদক খাওয়ানোর অভিযোগও উঠছে। মাদক খাওয়ানোর পর দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও রেকর্ড করে রাখে মোবাইল ফোনে। ওই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে চার যুবক। একাধিকবার গণধর্ষণের অভিযোগ ওঠে চার বন্ধুর বিরুদ্ধে। সেই ভিডিও ভাইরাল-ও করে দেওয়া হয় নেটমাধ্যমে। বর্তমানে চার অভিযুক্ত গ্রেপ্তার হলেও এই ঘটনা জনমানসে অন্য এক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। পূর্ব পরিচিতরাই বারংবার ধর্ষণের অভিযুক্ত এ কথা প্রমাণিত, কিন্তু আজকের দিনে ‘বন্ধুত্ব’ গড়ে উঠছে ঠিক কোন বোঝাপড়ার ভিত্তিতে? মানসিক স্তরের হার্দিক যোগাযোগ কি পরিবর্তিত হল বলপূর্বক শারীরিক চাহিদা মেটানোর সম্পর্কে! 

     

    সাম্প্রতিক সময়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ‘Date Rape’ এর ঘটনা। লিঙ্গ সংবেদনশীলতার প্রশ্নে সমাজের গড় বোঝাপড়াতেই রয়েছে খামতি। একটি মেয়ে, ছেলে বা তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে প্রয়োজন উল্টো দিকের মানুষটির ‘সম্মতি’ (Consent)এমনকি সম্মতি ছাড়া যৌন ইঙ্গিতও ‘যৌন হেনস্তা’-র অধীনে পরে। পিতৃতান্ত্রিক সমাজ বাস্তবতায় একটি মেয়েকে পণ্য হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি এবং পুরুষত্বের অহমিকা ধর্ষণের মানসিকতা নিয়ে আসে। এর পাশাপাশি কালের নিয়মেই সমাজের গতিপ্রকৃতির বদলও ঘটে চলে, তার ঘাত প্রতিঘাতে জন্ম নেয় নতুন সম্পর্কের সমীকরণ। প্রেম, বন্ধুত্ব বা অন্যান্য সম্পর্কেও বদল ঘটে, কিন্তু ধ্রুবক থাকে পিতৃতান্ত্রিক সমাজ। ফলত নারী নির্যাতন, শোষণের নতুন রূপ প্রতিভাত হয়, হয়ে চলেছে প্রতিদিন। ‘Date rape’ -এর সাম্প্রতিক ঘটনাগুলি যথেষ্ট আশঙ্কার, উৎকন্ঠার! 

     

    ‘Date Rape’ -এর ক্ষেত্রে প্রাথমিকভাবে বোঝা প্রয়োজন সম্পর্কে প্রতি দায়বদ্ধতার প্রশ্ন, সে বান্ধবী হোক বা প্রেমিকা, তার ‘কনসেন্ট’ বা ‘সম্মতি’ ছাড়া কী ভাবে উল্টো দিকের ব্যক্তিটি যৌন নির্যাতনের অধিকার পায়! সম্পর্কের প্রতি, মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতার স্তরে উন্নীত না হলে এই ধরনের ঘটনা আগামীতেও ঘটবে। এই প্রাথমিক প্রশ্নটির সঙ্গে ছড়িয়ে আছে মাদকাসক্ত অবস্থায় ধর্ষণের বিষয়টি। একটি সমীক্ষার বলা হচ্ছে, ‘Date Rape’- এর ঘটনায় 50শতাংশ ক্ষেত্রে অভিযুক্ত ও অভিযোগকারিণী দু'জন মাদকাসক্ত ছিল, অথবা কোনও একজন। অধিকাংশ ক্ষেত্রে পরিকল্পিত ভাবে মাদক খাইয়ে অচেতন সঙ্গীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এক্ষেত্রে ‘সম্মতি’-র বিষয়টি তো মানা হয়ই না, বরং নির্যাতনে শিকার মানুষটির স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাও প্রায় থাকে না, যা অত্যন্ত বিপজ্জনক! মাদকাসক্ত থাকার কারণে সেই সময়কার ঘটে যাওয়া ধর্ষণ বা নির্যাতনের স্মৃতিও অনেক ক্ষেত্রে মলিন হয়ে যায়, ফলে ঘটনার বিবরণ দিতেও সমস্যায় পড়েন অভিযোগকারিণী।

     

    সম্পর্কের প্রতি সম্মান না ফিরে এলে, যৌনতা ও লিঙ্গ বিষয়ক সচেতনতার পাঠ না আত্মস্থ করতে পারলে এর থেকে মুক্তি নেই। নারী ও প্রান্তিক লিঙ্গের মানুষের প্রতি ঘটে চলা নির্যাতন প্রতিহত করতে প্রয়োজন সমাজের সামগ্রিক প্রগতির। চেতনা ফিরে পাক মানব সমাজ, একদিকে না হোক, কোনও একদিন।

     


    রাতুল গুহ  - এর অন্যান্য লেখা


    মাধ্যমিকের খাতায় ফুটে উঠল ছাত্রছাত্রীদের অপারগতা আর শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার করুণ বাস্তব চিত্র

    শাসকবিরোধী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বদলি প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করলেন নির্মল মাজি

    রেলস্টেশনের চাতালে লকডাউনে স্কুলছুট কিশোরী রুকুর জীবন যেন সভ্যতার প্রদীপের তলার পোড়া পিলসূজ।

    বেকারত্বে জীর্ণ দেশের যৌবন, বিক্ষুব্ধ কর্মপ্রার্থীরা পথে নামছেন দেশের নানান প্রান্তে

    বাংলায় রাজনীতিতে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনাবলীল তার চিরায়ত অহিংসার ধারণার সঙ্গে একেবারেই মেলে না।

    সাম্প্রদায়িক বিভাজনের নয়া ময়দান কুতুব মিনার

    বন্ধু সেজে বিপদ মেয়ের দাঁড়িয়ে আছে এ কী!-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested