×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • পরীক্ষা না হলে তবে কী?

    4thPillar WeThePeople | 05-06-2021

    সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় শিক্ষক পার্থপ্রতিম রায়, অলোকানন্দা ঘোষ, শম্পা গাঙ্গুলি এবং শিক্ষাবিদ অশোকেন্দু সেনগুপ্ত।

    রাজ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়া নিয়ে এখন‌ও সংশয়। বিভ্রান্তি ও অনিশ্চয়তায় লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী। কীভাবে হবে মূল্যায়ন? ভবিষ্যত কী এই ছাত্র-ছাত্রীদের? এই বিষয়ে গত 3 জুন (বৃহস্পতিবার) www.4thpillars.com একটি আলোচনার আয়োজন করেছিল। সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় শিক্ষক পার্থপ্রতিম রায়, অলোকানন্দা ঘোষ, শম্পা গাঙ্গুলি এবং শিক্ষাবিদ অশোকেন্দু সেনগুপ্ত উপস্থিত ছিলেন।

     

     

    1) সিবিএসসি আইসিএসসির মতো ওয়েস্ট বেঙ্গল বোর্ডেও যদি ইন্টারনাল অ্যাসেসমেন্ট করা হয়, তাহলে সঠিক মূল্যায়ন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে মিড-ডে মিলের জন্য যেমন অভিভাবকরা আসছেন তেমন ভাবেই যদি ছাত্র ছাত্রীদেরও স্কুলে সমস্ত কোভিড বিধি মেনে এনে পরীক্ষা নেওয়া যায়, প্রয়োজন দু'টো শিফটে দু'টো সেট পেপারে বা একটা নির্দিষ্ট এলাকার কয়েকটি স্কুল যদি একে অন্যের ছাত্র ছাত্রীদের খাতা দেখে— এভাবে যদি পরীক্ষা নেওয়া সম্ভব হয় তবে সেটা উপযুক্ত হবে মূল্যায়নের জন্য।

     

    2) ভ্যাকসিন না দিয়ে ছাত্র ছাত্রীদের স্কুলে আনা বিপজ্জনক হতে পারে। সেক্ষেত্রে সব বোর্ডের পরীক্ষা বাতিল করা উচিত, একটা বোর্ড বাতিল করল আরেকটা বোর্ড পরীক্ষা নিল এতে সমস্যা হতে পারে। ফলে সকলকে মিলিত ভাবে একটা বিকল্প সিদ্ধান্ত নিতে হবে।

     

    3) বর্তমান পরিস্থিতিতে উচ্চবিত্তদের সন্তানেরা ভাল মানের শিক্ষা পাচ্ছে, সেই তুলনায় সমাজের নিচু স্তরের বাচ্চারা শিক্ষা থেকে অনেকটাই বঞ্চিত হচ্ছে। ফলে একটা গ্যাপ তৈরি হচ্ছে দু'টোর মধ্যে যা ভয়াবহ এবং দ্রুত বন্ধ হওয়া প্রয়োজন। নইলে উচ্চশিক্ষায় গিয়ে এদের নিয়ে প্রভূত সমস্যায় পড়তে হতে পারে।

     

    4) বর্তমানে অনেক ছাত্র ছাত্রীদেরই নানান সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, ফলে এখন সব থেকে গুরুত্বপূর্ণ এটা দেখার যে, তারা যেন পড়াশোনা ছেড়ে না দেয়। পরীক্ষা না হয় পরের বছর দিল, একটা বছর গেল জীবন থেকে, কিন্তু তার আগে জরুরি ঠিক ভাবে বাঁচা এবং একইসঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়া।


    4thPillar WeThePeople - এর অন্যান্য লেখা


    দেড়শো বছরের প্রাচীন দমনমূলক সিডিশন আইন নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলে আইনের প্রয়োগ বন্ধ রাখতে বলল।

    বাকি সব কিছু খুললে স্কুলের ক্ষেত্রে অসুবিধা কী? ছোটদের শিক্ষা কি আমাদের ভাবনায় কোথাও নেই?

    কোভিড পরিস্থিতিতে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জনগণের মতামত জানতে চেয়ে নজির গড়ল বাংলা।

    মমতা-মোদীর জেদাজেদিতে কতটা ক্ষতি বাংলার মানুষের?

    সুষ্ঠু এবং অবাধ ভোট করানো হবে কথা দিয়েও বারবার কেন তা রাখা যাচ্ছে না?

    কেন্দ্র-রাজ্য সর্বস্তরেই কি মানবাধিকার কমিশন এখন সরকারের একটি দফতর?

    পরীক্ষা না হলে তবে কী?-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested