×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • সাগরে ঝঞ্ঝা, মাঠের ফসল প্লাবিত হয়ে মূল্যবৃদ্ধির আশঙ্কা 

    শিবপ্রিয় দাশগুপ্ত | 05-12-2021

    প্রতীকী ছবি

      

    বাজার এমনিতেই চড়ে রয়েছে। তার উপর ডিসেম্বরে রাজ্যে ঘূর্ণিঝড়ের হুঙ্কার বাজারকে যে আরও মহার্ঘ করে তুলতে চলেছে তাতে সন্দেহ নেই। কারণ, ঘূর্ণিঝড় জওয়াদের ফলে বাংলার প্রচুর ফসল মাঠে নষ্ট হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে শীতকালীন সব্জি, আলু রোপণের কাজ এই ঘূর্ণিঘড়ের ফলে বিপর্যস্ত হতে পারে বলেই আলিপুর আবহাওয়া দফতর থেকে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে। রাজ্য প্রশাসন তাই মাঠের ফসল বাঁচাতে কৃষকদের আগাম সতর্কবার্তা পাঠিয়েছে। প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে সেইমতো। তবে এর পরেও বাজার হাতের বাইরে চলে যাওয়ার সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছেন না রাজ্যের কৃষিমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের বাজার বিষয়ক টাস্ক ফোর্সের সদস্য, কেউই।

     

    ইয়াস-এর প্রবল ঝাপটায় রাজ্যের উপকূলবর্তী জেলাগুলি প্রবল ক্ষতির মুখে পড়েছিল। নদীবাঁধ ভেঙে নোনা জল ফসলের ক্ষেতে ঢুকে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল সেই সময়।এখনও দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে সব ভাঙা বাঁধ মেরামতের কাজ শেষ হয়নি। তার উপর আবার নতুন করে জওয়াদের ভ্রুকুটি বাংলাকে সত্যিই চিন্তায় ফেলে দিয়েছে।

     

    দুর্যোগের আগাম সতর্কতা হিসেবে দুটি করে এনডিআরএফ টিম আগেই নামখানা ও কাকদ্বীপে পৌঁছে গিয়েছিল। পাথরপ্রতিমা ও সাগরদ্বীপে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী আছে। নবান্ন সূত্রে জানা গেছে, পূর্ব - পশ্চিম মেদিনীপুর, কলকাতা ইত্যাদি জায়গায় থাকছে দু’টি করে এনডিআরএফ টিম। রাজ্য প্রশাসন ১১ হাজার মানুষকে নিচু এলাকা থেকে সরিয়ে ত্রাণ শিবিরে নেওয়ার ব্যবস্থা নিয়েছে। এই সংখ্যাটা প্রয়োজনে আরও বাড়তে পারে। ব্লক, মহকুমা ও জেলাস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। রাখা হয়েছে শুকনো খাবার, ত্রিপল, কম্বলের ব্যবস্থা। জেলায় এবং বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কৃষি-পূর্ত-জনস্বাস্থ্য কারিগরি-বিদ্যুৎ, সব ক’টি দফতর একত্রে যুদ্ধকালীন তৎপরতায় সমস্ত রকম পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি নিয়েছে।

     

    তবে সমস্যা অন্য জায়গায়। যদি জওয়াদের ধাক্কা রাজ্যের উপকূলবর্তী জেলায় বড় আঘাত হানে তা হলে নিচু জমি থেকে মানুষদের সরিয়ে তাঁদের প্রাণ বাঁচানো গেলেও কৃষিজমির ফসল কোনও ভাবেই বাঁচানো যাবে কি? এখনও মাঠে শীতের ফসল রয়েছে। কপি, মুলো, সিম, ওলকপি, শালগম, পেঁয়াজকলি, আলুর মতো সব্জি কী ভাবে রক্ষা পাবে, সেটাই প্রশাসন ও কৃষকদের সবচেয়ে বড় চিন্তা। আর সত্যই যদি ফসলের মাঠ প্লাবিত হয়, তা হলে বাজারের উপর এর একটা বড় প্রভাব যে পড়বেই তাতে কোনও সন্দেহ নেই।

     

    এই পরিস্থিতিতে বাংলার মাঠের ফসল জওয়াদের প্রকোপ থেকে বাঁচাতে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কিছু নির্দেশ দিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে চাষিদের বলা হয়েছে, মাঠে রয়েছে এমন পাকা ধান অবিলম্বে কেটে গুদামে জমা করতে। তৈলবীজ ও আলুর খেতে যাতে জল জমতে না পারে তার জন্য চাষের খেতের পাশে পর্যাপ্ত নালা কেটে দিতে, যাতে জল জমে না থেকে বেরিয়ে যেতে পারে। আলু বোনার কাজ কম করে এক সপ্তাহ পিছিয়ে দিতেও বলা হয়েছে। পেঁপে ও কলার বাগানের ক্ষতি রুখতে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। কিন্তু তাতেও শেষ রক্ষা হবে কি না সেটা জোর দিয়ে বলা যাচ্ছে না।

     

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়ার বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টি হবে। এ ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, নদিয়া, বীরভূম, দুই বর্ধমান, মুর্শিদাবাদ ও মালদহে ভারী বৃষ্টি হবে।

     

    কাজেই বোঝা যাচ্ছে, আজ যে জ্যোতি আলু বাজারে 17 টাকা প্রতি কিলো দামে পাওয়া যাচ্ছে সেই আলুর দাম বাড়তেই পারে। একজোড়া ফুলকপি এখন 40 থেকে 50 টাকায় পাওয়া যাচ্ছে, সেটা একলাফে অনেকটাই বাড়তে পারে। মূলত জওয়াদের প্রবল ঝাপ্টা রাজ্যে পড়লে যে শীতের সব্জি থেকে শুরু করে সমস্ত রকমের কৃষিজপণ্যের দাম বাড়তেই পারে, তাতে কোনও সন্দেহ নেই। তাই শীতের সব্জির আস্বাদন যে আগামী কয়েক দিনের মধ্যে আরও নাগালের বাইরে চলে যেতে পারে তাতে কোনও সন্দেহ নেই। এখন একেই বাজার স্বাভাবিকের চাইতে অনেকটা বেড়ে রয়েছে, তার উপর আবার বাড়তি দামের বোঝা চাপলে বাঙালি মধ্যবিত্ত তা সামাল দেবে কেমন করে? প্রশ্ন সেটাই!

     


    শিবপ্রিয় দাশগুপ্ত - এর অন্যান্য লেখা


    দুয়ারে পুর নির্বাচন, প্রচার-মিছিলে বাড়বে সংক্রমণ, আশঙ্কা চিকিৎসকদের

    নোটবন্দির পাঁচ বছর পার। এখনও মানুষের ভরসা নগদ লেনদেনেই।

    গাড়ির গতি কমিয়েই কলকাতার পথ দুর্ঘটনা ও সেই কারণে মৃত্যু রোখা যায়, মত বিশেষজ্ঞদের।

    নজরে করোনা, আড়ালে বাড়ছে না তো ডেঙ্গু, ম্যালেরিয়া?

    রাজনৈতিক অঙ্গুলিহেলনে নিযুক্ত গ্রিন পুলিশ শাসকের সহায় হতে পারে, জনগণের নয়।

    ভারতে পুরুষের তুলনায় নারীর জন্মহার বাড়ছে

    সাগরে ঝঞ্ঝা, মাঠের ফসল প্লাবিত হয়ে মূল্যবৃদ্ধির আশঙ্কা -4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested