×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • রুটির ঝুড়িতে ভারতের স্বার্থ

    রিম্পা বিশ্বাস | 03-02-2022

    নিজস্ব ছবি

    বিশ্বায়নের বাজারে পৃথিবীর এক প্রান্তে ঘটে যাওয়া যে কোনও রাজনৈতিক ঘটনা অন্য প্রান্তে প্রভাব ফেলে। সম্প্রতি রাশিয়া- ইউক্রেন (Russia-Ukraine) সম্পর্কের জটিলতার ক্ষেত্রেও একই কথা বলা যায়। সাত বছর আগে রাশিয়া ক্রিমিয়া দখল করে। এখন আবার রাশিয়া ইউক্রেনের সীমান্তে প্রায় এক লক্ষ সেনা সমাবেশ করেছে যা যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমি মিত্র দেশগুলির দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে।

     

    দুশ্চিন্তা বাড়ছে ভারতেরও। কারণ আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আমেরিকা ও তার পশ্চিমি মিত্র দেশগুলো ক্লান্ত। এই সময় রাশিয়া যদি ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিকে প্রভাবিত করতে পারে, তবে তা আদতে চিনর জন্য সহায়ক হবে। চিন তার বিআরআই (Belt and Road InitiativeProject) প্রোজেক্টের মাধ্যমে ভারতকে মাঝখানে রেখে দক্ষিণ-পূর্ব এশিয়াকে একটি যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিশ্বের সঙ্গে সংযুক্ত করার প্রচেষ্টা করছে ইউক্রেন সমস্যা সমাধানের পর চিনের বিআরআই প্রজেক্ট অনেকটা এগিয়ে যাবে যা ভারতের কূটনৈতিক সম্পর্কের পক্ষে বেশ একটা সুবিধার হবে না। অন্য দিক থেকে বলতে গেলে বলা যায় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পরাজয় বিশ্ব রাজনীতিতে চিনকে একমাত্র সুপার পাওয়ারে পরিনত করবে। অর্থাৎ লাদাখ ও গিলগিট অঞ্চলে চিনর যে আধিপত্য এখন দেখা যাচ্ছে তা আরও বাড়বে। 

     

     আরও পড়ুন: হলোকস্ট: বিদ্বেষ-সেতুতে জোড়ে ভারত ও জার্মানি

     

    2020 -তে ইউক্রেনের ন্যাটো-য় (North Atlantic Treaty Organization) যোগ দেওয়া রাশিয়া ভালভাবে নেয়নি।1991 এ সোভিয়েত ইউনিয়নের ভাঙনের পর ইউক্রেন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বে স্বীকৃতি পায়।শুধুমাত্র সীমান্তবর্তী রাষ্ট্র হিসেবে নয় রাশিয়ার কাছে ইউক্রেনের গুরুত্বের আরও অনেক কারণ রয়েছেইউক্রেন একদিকে যেমন খনিজ সম্পদে পরিপূর্ণ অন্যদিকে খাদ্যশস্য রপ্তানিতে একসময়  বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হিসেবে পরিচিত ছিল এই কারণে এক সময়ে ইউক্রেনকে সোভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হত সোভিয়েত ইউনিয় থেকে বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকা ও রাশিয়ার পরোক্ষ হস্তক্ষেপ দেখতে পাওয়া যায়।আন্তর্জাতিক সম্পর্কে সন্দেহ যখন দানা বাঁধতে শুরু করে তখন এক পর্যায়ে এসে তা সন্ত্রাসের রূপ নেয়। আমেরিকার ইউক্রেনকে সমরাস্ত্র পাঠানো ও রাশিয়ার-ইউক্রেনের সীমান্তে অতিমাত্রায় সেনা মোতায়েন সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। ইতিমধ্যে ন্যাটোর সদস্যদের মধ্যে এ নিয়ে চিন্তা বাড়ছে

     

    সোভিয়েত ইউনিয়নের ভাঙনের তিন দশক পর বিশ্ব নতুন করে রাশিয়ার খবরদারি দেখতে পাচ্ছে। ভ্লাদিমির পুতিন ও তাঁর সাম্রাজ্যবাদী মনোভাব জন্ম দিচ্ছে অনেকগুলি সম্ভাবনার। তার মধ্যে অন্যতম হল চিনের সিল্ক রোড কবজা করা, যা ভারতের বৈদেশিক ও অভ্যন্তরীণ সমস্যার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একুশ শতকে এইভাবে এক একটি দেশের আগ্রাসী মনোভাব গোটা বিশ্বের স্থিতাবস্থাকে বিঘ্নিত করছেসোভিয়েত ভাঙনের এত বছর পর পূর্বতন সোভিয়েতের অঙ্গ ইউক্রেনকে নিয়ে মার্কিন-রাশিয়ার দ্বন্দ্ব কোন দিকে যায় সেটাই এখন দেখার

     


    রিম্পা বিশ্বাস - এর অন্যান্য লেখা


    দেশের মহানগরগুলিতে নারী সুরক্ষার জন্য গঠিত নির্ভয়া তহবিলের টাকায় শহরে শুধুমাত্র আলো দেখা যায়।

    সভ্যতা কীভাবে মানুষের পাগলামিকে ব্যবহার করেছে ?

    সংস্কৃতির নামে মানুষের জীবন নিয়ে ভয়ঙ্কর খেলা জালিকাট্টু চলছে, বিরোধিতা করে না কোনও রাজনৈতিক দলই

    স্বতন্ত্র ভাবনাই জন্ম দেয় নতুন সম্ভাবনার, ভারতে সমষ্টিবাদের রাজত্ব উদ্ভাবন ও নতুন পথের স্বীকৃতি দেয়

    খাদ্যের অতিরিক্ত সংরক্ষণ এবং তার ব্যবহারের কারণে মানুষের পাশাপাশি পৃথিবীও অসুস্থ।

    দেশে আসলে চলছে ধনকুবেরদের শাসন প্লুটোক্র্যাসি, মোদী-শাহরা নাটকের চরিত্র মাত্র

    রুটির ঝুড়িতে ভারতের স্বার্থ -4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested