শাসন করার ঢঙ তোমাদের
শাসন করার ঢঙ!
সিংহাসনের ওপর যেন
বসে আছো সঙ!
চারিদিকে বেরোজগারি
অর্থনীতি বেহাল ভারী
যত্নে রাখা ধন বেচতে
বকো অং বং চঙ!
দেশপ্রেমের নিয়ে ঠেকা
দেশটা চালাও একা একা
(তোমার) ‘ধম্মোকথার’ অসার বাক্যে
ধরছে দেখো জং!
তরুণ যারা ভয়হারা
তোমার ডাকে দেয়না সাড়া
পেশীর বলে ভাবছো তাদের
বদলে দেবে রঙ!
দিল্লী গেলো,রঙ্গলোকেও
ঘুচল তোমার দম!!!
(নজরুলের ‘ এই শিকল পরা ছল ‘ অবলম্বনে)
কিছুদিন আগের জন্মদিনে ইসমতের বয়স হল একশো পাঁচ। কিন্তু আজও কী তারুণ্য তাঁর লেখায়!
শাসন, শুধু শাসনই। দেশভক্ত-দেশদ্রোহী, হিন্দু-মুসলমান, মন্দির-মসজিদের রাজনীতির ওপর সজোরে ঘা।
প্রেম তা সে যে রূপেই হোক, কেবলমাত্র বাঁচাতে পারে এই দেশকে। ঋষি তাঁর অন্তিম ট্যুইটে এমন কথাই লিখেছিলে
পেশোয়ারী খানদান আর অভিনয় দক্ষতার বৈচিত্রে তিনিই যেন মিনি ভারতবর্ষ।
চিড়া খাইতে পারুম না ... কী ZE কয় !
দুর্গা বুকের ছাতি প্রদর্শনকারী বলদর্পী এই ছলনায়কের নাম দিয়েছেন নরাসুর আমোদী। বা সংক্ষেপে নদো।