×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • চিড়া খাইতে পারুম না ... কী ZE কয় !

    সঞ্চারী সেন | 31-01-2020

    থালাভর্তি চিড়া, প্রতীকী ছবি

    একখান খপর শুইন্যা আপনেগো এই পত্রখান প্রেরণ করিতেছি  | ইহা শুধু সাধারণ একখান বিষয় না  , বহু রুগীর ZEEবন মরণের প্রশ্নও বটে ,তাই একজন চিকিত্‍সক হইয়া চুপ থাকিতে পারিতেছি না |


    শুনতাছি  কোনও এক মাইন্যগণ্য ব্যক্তি ( সেদিন দূরদর্শনে আমার নাতিন তাহার ছবি দেখাইছে ,তাহার চক্ষু দুইখান টকটইক্যা লাল, গঞ্জিকা সেবনের পরে এমন হতি পারে , কিম্বা বায়ু ঊর্ধমুখী হইলেও এমনডা হয় ) চিড়া খাইলে বাংলাদেশী হয় এমন নিদান দিয়াছেন | উনি  কোনও মতেই বঙ্গদেশীয় নহেন,উনার রাষ্ট্রভাষায় বক্তিমে হতি সেডা বোঝা যায় ,উপরন্তু চিকিত্‍সাশাস্ত্র বিষয়েও উনার বিন্দুমাত্র ব্যুত্‍পত্তি নাই | পরন্তু উনার এই বক্তব্যে নিদারুণ বাঙ্গালীবিদ্বেষও প্রকাশ পাতিছে |  


    এই কথা পৃথিবীব্যাপী সকলেই ZAAনেন  ZE বাঙ্গালী মাত্রেই কমবেশী উদরাময় রোগে ভুগিয়া থাকেন | তাহাদিগের ZOইন্য চিড়া শুধু উত্‍কৃষ্ট না , এই পথ্য ব্যতীত কুনো প্রকার চিকিত্‍সাও একপ্রকার অসম্ভব | সাতদিন শুধুমাত্র বিভিন্নপ্রকার  চিড়া সেদ্ধ খাওয়াইয়া (একেবারে তরল,সামাইন্য চ্যানি নুন দিয়া,তারপর  ক্রমে ক্রমে কিছুডা শক্ত ,বাহ্যির অবস্থা অনুযায়ী ) আমি অসইংখ্য রুগীরে সুস্থ করি তুলেছি  | তাহার উপর সম্প্রতি মেলেচ্ছ  চিকিত্‍সানির্ভর বাঙ্গালী অম্ল-নিবারক বড়ির উপর নিষেধ ZAAরি হওয়ায় চরম  অবসাদ রোগের শিকার হতিছে  | তাহাদিগের Zইন্যও দুর্গাপূZAAর সময় প্রয়োZOন অনুসারে চিড়া সেবন অতিশয় ZOরুরী |


    পুরাকালে আমাগো নাম কবিরাZ রাখা হইছিল কারণ সংস্কৃত শ্লোক আমরা মুখে মুখে রচনা করিয়া চিকিত্‍সাবিধি সংবদ্ধ করিতাম | সংস্কৃত কালেজেও আমাদিগের ZOইন্য ধর্মশাস্ত্র বারণ থাইকলেও সাহিত্যপাঠে কুনো দোষ আছিল না চিপিটকমূর্তি  নামের একখান কৌতুকচরিত্র আছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একখান উপন্যাসে | প্রেমের উপন্যাস হইলেও  সেইডা কিছুডা হিন্দু রাZAদের  গুণকীর্তনও বটে | লেখক দেখাইয়াছেন চিপিটকস্বামীর প্রথম রিপু যথেষ্ট শক্তিশালী | অর্থাৎ কিনা পিত্তদোষ  না থাইকলে  বাকী সব কিছুই  ঠিক থাকতি পারে |

     

    অতএব মহাশয় বিষয়ডার গুরুত্ব বিবেচনা করি আমার এই পত্রখানি আপনাদিগের যন্ত্রমাধ্যমে প্রকাশ করিলে কৃতার্থ বোধ কইরবো | কুনো প্রয়োZOনে অবইশ্যই ZOগাZOগ করিবেন এই ঠিকানায় ......

     

    -তারিণী কবিরাZ
     


    সঞ্চারী সেন - এর অন্যান্য লেখা


    বিখ্যাত ব্যক্তিদের নিয়ে কুচ্ছো করবার প্রবণতা তো বাঙালির আজকের নয়।

    একালের এক বিচারপতির সভায় পূর্বকালের কবিরা মিলে গেলেন, এ আজও বড় সৌভাগ্যের।

    শাসন, শুধু শাসনই। দেশভক্ত-দেশদ্রোহী, হিন্দু-মুসলমান, মন্দির-মসজিদের রাজনীতির ওপর সজোরে ঘা।

    বহুকাল রয়েছি এ নিষ্ঠুর পৃথিবীতে/ বিচ্ছেদরজনী যদি রাখি গণনাতে

    আমাদের ছোটবেলায় জন্মদিনে বই দেওয়ার প্রথা ছিল

    কিছুদিন আগের জন্মদিনে ইসমতের বয়স হল একশো পাঁচ। কিন্তু আজও কী তারুণ্য তাঁর লেখায়!

    চিড়া খাইতে পারুম না ... কী ZE কয় !-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested