লকডাউন এবং আমপান পরবর্তী পরিস্থিতিতে মানুষের মনে নতুন উদ্দীপনা ও উৎসাহ আনার মত একটা গান বানানোর কথা বলেছিলেন Gribs music bangla'র কর্ণধার মসিবুল রহমান। কথা শুনে খানিক অবাকই হয়েছিলেন মিউজিক ডিরেক্টর শুভায়ু ভট্টাচার্য। মসিবুল রহমানের কথায়, "শুভায়ু, শিল্পী হওয়া সোজা কথা নয়। শত অন্ধকারেও সমাজকে আলোর রাস্তা দেখিয়ে দেওয়ার দায়ও শিল্পীদেরই নিতে হবে।'
"লকডাউন, সাময়িক কর্মহীনতা, আগামী দিনের অনিশ্চিত ভবিষ্যত ইত্যাদি নিয়ে কথা বলতে বলতেই মিউজিক ভিডিওর ধারণাটা মাথায় আসে আমাদের।' বলেন শুভায়ু।
গীতিকার প্রিয় চট্টোপাধ্যায় শুরুতেই বললেন, "গল্প বলার মতো গানটা শুরু হবে। তারপর ক্রস লাইনে চাগিয়ে দেওয়া সুর চাই। আর একটা কথা, আমরা এই গানটা এমন ভাবে বানাব যাতে শুধুই এই প্যান্ডেমিক বা ঝড়ের তাণ্ডবের মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমাদের গানটা হবে জীবন যুদ্ধে লড়তে থাকা যে কোনো যোদ্ধার জীবনীশক্তির প্রকাশ।'
দুই বাংলার শিল্পীদের নিয়ে তৈরি হল গান- "বাঁচব আবার নতুন করে'। 1 জুন গানটি Gribes Music Bangla youtube চ্যানেলে প্রকাশিত হয়। গানটি গাইলেন দুই বাংলার শিল্পী রাজ বর্মণ এবং সুমাইয়া বৃষ্টি। ট্র্যাকে গীটার বাজালেন গৌরব গুপ্ত। ভিডিও এডিটিংয়ের দায়িত্বও এসে পরে গৌরবের উপর। গানে ঠোঁট মেলালেন এপার বাংলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, যশ দাশগুপ্ত, অপরাজিত আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, পামেলা এবং ওপার বাংলার- ফিরদৌস আহমেদ, ববি, পূজা, সিয়াম, আঁচল ও সিফান।
লকডাউনে ঘরে বসেই নাটক নিয়ে নতুন ‘এক্সপেরিমেন্ট’ করেছে ‘ফোর্থ বেল থিয়েটার’
কিন্তু পাড়ায় অবসরের কাজের খোঁজার এই স্মৃতি রয়ে যাবে।
রঘুরাজপুর। বিদেশিরা এসে গুণগান করলেও, কদর নেই এই দেশে
শহরের অচেনা 'গানওলা' স্বপন সরকার
ইরফান খানের 13টা উল্লেখযোগ্য সংলাপ, যা মানুষকে উজ্জীবিত করে।
রঙের আমি, রঙের তুমি, রং দিয়ে যায় চেনা।