×
  • নজরে
  • ছবি
  • ভিডিও
  • আমরা

  • হেরে গেলেন নরেন্দ্র মোদী

    4thPillar WeThePeople | 20-11-2021

    সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, অনিকেত চট্টোপাধ্যায় এবং কৃষি বিশেষজ্ঞ অধ্যাপক অশোক সরকার।

    অবশেষে হাত জোড় করে হার মানতে হল নরেন্দ্র মোদীকে। শাসক হিসেবে প্রথম বার। এক বছর আগে যে দাবিতে কৃষকরা আন্দোলন শুরু করেছিলেন, অক্ষরে অক্ষরে তা মানতে হল সরকারকে। নিঃশর্তে প্রত্যাহার তিনটি কৃষি আইন‌ই। সুদীপ্ত সেনগুপ্তর সঙ্গে আলোচনায় সাংবাদিক রজত রায়, অনিকেত চট্টোপাধ্যায় এবং কৃষি বিশেষজ্ঞ অধ্যাপক অশোক সরকার।

     

     

    1) তিনটি কালা কৃষিবিল প্রত্যাহারের ফলে ভারতবর্ষের কৃষি অর্থনীতি আগের অবস্থান ফিরে এল পূর্বেকার সমস্যাগুলি সহকারেই৷

     

    2) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে কৃষি বিল প্রত্যাহার প্রসঙ্গে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এর বিষয়ে প্রশ্ন চিহ্ন থাকছে।

     

    3) মোদী শাসনকালে পূর্ববর্তী সময়ে আনা সংস্কার ও বিলগুলি প্রত্যেক ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব ফেলে জনমানসে। কৃষি বিল প্রত্যাহারের দাবিতে লড়াইও সেই সাক্ষ্য বহন করে।

     

    4) অর্থনৈতিক প্রেক্ষিতে এদেশে কৃষক, ক্ষুদ্র চাষী, মজুররা এর পরেও লাভবান হবেন না। ন্যূনতম সহায়ক মূল্যের বিষয়টি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ।

     

    5) রাজনৈতিক দিক থেকে সংসদীয় পরিসরে (উত্তরপ্রদেশ বা পাঞ্জাবের নির্বাচন সহ) বিজেপি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তবে সংসদের বাইরের গণতান্ত্রিক পরিসর, গণ আন্দোলনের পরিসর বৃদ্ধি পাবে।

     

    6) পূর্ববর্তী সাত বছরেও একাধিক দাবিতে লড়াই আন্দোলন হয়েছে মোদী জমানায়। কৃষক আন্দোলনের এই সাফল্য আত্মবিশ্বাস বাড়াবে সামগ্রিক ভাবে।

     

    7) কৃষকদের কাছে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে বলা যায় : ভুল করে ক্ষমা চাওয়ার রাজনীতি এদেশের মানুষ ভালো চোখে দেখেন না৷ ক্ষমা আসলে দোষকেই প্রমাণ করে।

     

    8) এই আন্দোলন গণতন্ত্রের প্রকৃত ধারণা তুলে ধরল। গণতন্ত্র কেবল পাঁচ বছর অন্তর নির্বাচন নয়, নির্বাচিত সরকারের স্বেচ্ছাচারও নয়। নিরন্তর তর্ক-বির্তক, মত বিনিময়ের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয়৷ এই ঐতিহাসিক আন্দোলন সংসদীয় পরিসরে স্বৈরাচার যেমন হ্রাস করবে, তেমনই শ্রমকোড, নাগরিকত্ব বিষয়ক আইন বিরোধী লড়াই সহ সকল গণ আন্দোলনে জোয়ার আনবে।


    4thPillar WeThePeople - এর অন্যান্য লেখা


    সুষ্ঠু এবং অবাধ ভোট করানো হবে কথা দিয়েও বারবার কেন তা রাখা যাচ্ছে না?

    সংসদের চলতি অধিবেশনে বিরোধীরা এককাট্টা, বিরোধী বৈঠকে রাহল, এবার কি কংগ্রেসের নেতৃত্বেও তিনি?

    প্রায় চার বছর পরে আবার তৃণমূল কংগ্রেসে ফিরে এলেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা মুকুল রায়। এরপর কী?

    কেন্দ্র-রাজ্য সর্বস্তরেই কি মানবাধিকার কমিশন এখন সরকারের একটি দফতর?

    আফগান মুলুকে তালিবান ইন, আমেরিকা আউট। অদূর ভবিষ্যতে কী হতে চলেছে সেখানে?

    পিঁজরা তোড় আন্দোলনে তিনজনের জামিন সরকারি স্বৈরাচারের বিরুদ্ধে নাগরিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি।

    হেরে গেলেন নরেন্দ্র মোদী-4thpillars

    Subscribe to our notification

    Click to Send Notification button to get the latest news, updates (No email required).

    Not Interested